সোনেলায় নেই কেহ
আপণ পর
ব্লগ বাড়ীর সবাই তার আপণ
দুঃখে সুখে
এক কাতারে যেন
একটি পরিবার।
আছেন কত গুণীজন
আছেন নারী পুরুষ জন
মমতায় বাধা যেন
সময়ের সূরের তান।
আছেন আরো ভাই বন্ধু
আছেন প্রিয় জন
অসুখে ফ্রি চিকিৎসায়
আছেন ,
ডাক্তার শুণ্যের –কৃন্তনিকার
পরোপকারী মন।
বদ মেজাজী স্বামীর
ঘরকে রাখতে ঠিক
লীলাবতীই যথেষ্ট
মারবে এখানে
লাশ
পড়বে শ্মশানে।
রাইফেলে গুলি নেই
তবুও,
তাঁজের নিশানার মিছ নেই
এ সব স্মৃতি ধরে রাখতে
আবার ফটোগ্রাফার
শুণ্যের জুড়ি নেই।
কবি প্রেমিক আছেন
হেলাল–প্রলয়–প্রহেলিকা
আরো
আছেন ছবির ব্লগগার
মন্তব্যের খরা জানাতে
নীলাঞ্জনা আছেন ওঁৎপেতে।
চেতনায় আছেন
মুক্তি যুদ্ধের
রাজাকার সব
দূরে থাক।
আছেন পাখি প্রেমিক
ভ্রমণ পিয়াষু জিসান আর
মরুভূমির জল দস্যু,
আছেন আনিছ গল্পকার
বাহারী লেখক চাটি গাঁ
ক্রীষ্টাল শামীম,
আছেন আরো
মাতৃ বোন ভক্তি
মমতার ছায়ায়
মৌনতা রিতু
আরো কত কর্মকার।
এমন ব্লগটি কোথাও খুজেঁ
পাবে না গো তুমি
পোষ্ট করলেই মন্তব্যের
হয় যে প্রতিযোগী।
অপার্থিব–নাছির সারোয়ার
রিমি রুন্মান
অনিকেত নন্দিনী
রুম্পা রুমানা
সোনেলার উঠোনে
পদ চারণা হউক
নিয়মিত-অনিয়মিত সবার।
সোনেলার স্নিগ্ধ রোদে
বসবাস নিবিড় রৌদ্রের
ইলিয়াস মাসুদ
পোষ্ট করে হচ্ছেন বেহুস।
সোনেলায় আছেন রুবা
রক্তের ঋণ শোধে
আপ্রান চেষ্টায়
পোষ্টে পোষ্টে
বঙ্গ বন্ধুকে
চেনায়।
সোনেলার জন্ম দিনে
মিষ্টি নিয়ে অপেক্ষায়
প্রিয় মিষ্টি জিন
ইঞ্জার তড়িগড়িতে
বিলিতে মজিবর
হাফিয়ে যান।
বরাবর নিখোজ সংবাদের
শিরোনাম
ব্লগার সজীব খান,
বাংলার সীমান্ত
সুরক্ষায় প্রজন্ম’৭১
আছেন সদা জাগ্রত।
খড়সায়–মামুন –অলিভার–অরণ্য
খেয়ালী মেয়ের
লেগেছে রিমোভার
সোনেলায় উপস্থিতি
দেখছি কম তাদের,
ভোরের শিশির এর পদ চারণায়
সোনেলার উঠোনে
আগুন রঙের শিমুল ফুলে ফুলে
ব্লগারদের মনে মুগ্ধতা ছড়ায়।
ভিন দেশী অরুণি মায়া
বাংলায় একাত্মা হয়ে
লেখার আলো যায় ছড়িয়ে
সোনেলার সঞ্চয়ে।
সোনেলার উঠোনের
স্বর্গের মেঘ পরীর
ঝড়ে পড়েন অকালে,
যেখানেই থাকো তুমি
থেকো সদা ভালো
ব্লগারদের হৃদয়ের স্পর্ন্দে
সর্বক্ষণ আছো তুমি এই
ধান সিড়িটির ধারে,
সোনেলার সোনালী উঠোনে।
২০১৪ সালে সোনেলা ব্লগারদের প্রথম মিলন মেলার ছবি সহ
-{@ শুভ জন্ম দিন প্রিয় সোনেলার -{@
৩১টি মন্তব্য
নাসির সারওয়ার
টাস্কিত হলাম আমার নামটাও যে আছে দেখে! এতো ভালবাসার কথাই বলে।
অপূর্ব ছন্দের ঢেউ। অনেক পছন্দ হয়েছে।
অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শুভ কামনা আপনার জন্যও। -{@
নাসির সারওয়ার
ধন্যবাদ (অনেক বড় একটা)
অপার্থিব
দারুণ লিখেছেন। মুগ্ধ হলাম।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ -{@
মৌনতা রিতু
ওরে আল্লাহ্ ! মনির ভাই এতো জবরদস্ত ফাটাফাটি পোষ্ট হইছে।
প্রিয়তে নিলাম। আমার মন তো এখন খুশিতে ডগমগ করতিছে \|/ 🙂
মনটাই ভাল হয়ে গেল।
একশোতে একশো একশো একশো একশো। -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আরো অনেকেই ছিলেন সবাইকে আনার চেষ্টা ছিল।সময়ের অভাবে এইটুকুই।আশা করি যাদের নাম ভুলে আসেননি তারা ক্ষমা করবেন।ধন্যবাদ আপনাকে যে যেমন আন্দাজ করতে পেরেছি তাকে সেই ভাবেই উপস্থাপন করার চেষ্টা করেছি।তবুও ভুল হলে কিংবা কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন। -{@
মিষ্টি জিন
অসাধারন মনির ভাই। সোনেলার সোনাদের জন্য সবসময় মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছি।
সবাই সোনেলা নিঁয়া লিখে ফেললো । আমি কিঁছু লিখতে পারিনা কেন কেন কেন? ;( ;(
নাসির সারওয়ার
কারন, আপনার মাথা আমার মত।
মিষ্টি জিন
:D) ঠীক ঠীক
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আসছে সোনেলা মিলন মেলায় মিষ্টি যেন থাকে -{@ ধন্যবাদ।
মিষ্টি জিন
মিষ্টি থাকবে।
মাফি মুশকিলা। 😀
নীলাঞ্জনা নীলা
ভালো লাগলো নিজের নামটি দেখে। মন্তব্যে তাহলে বলতেই হয়, উৎপেতে নয়, ওঁৎ পেতে। 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এই না হলে কি দিদি -{@ ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
🙂
আবু খায়ের আনিছ
এ আমি কি দেখিলাম, এক দেখাতেই প্রিয়তে যুক্ত করিলাম।
এক কথায় অসাধারণ। এমন করে কখনো ভেবেই দেখি নাই, অনেক অনেক ভালোবাসা মনির ভাই।
শুভ কামনা এবং ভালোবাসা সোনেলার এই সব সোনাদের প্রতি। সোনেলার প্রতিটি সদস্যই সত্যিকার অর্থেই একেকটা সোনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সব এই সোনেলার দান -{@ ধন্যবাদ।
ইলিয়াস মাসুদ
মনির ভাই, অসাধারণ, খুব কষ্ট সাধ্য পোষ্ট,এত এত লিংক কিকরে পারেন? কবিতা দারুণ, তবে আমার বেহুঁশ টা কিন্তু বুঝপার পারি নাইক্কা!!!
নানান রংগে লিখায় খুব খুব সুন্দর একটা কবিতা, এই জন্য-ই সোনেলা অদ্বিতীয়
অকেক ভালবাসা জানবেন
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ঠিক বেহুশঁ পোষ্টের আন্তরিকতা অনেক মন দিয়ে লিখেন এবং পোষ্ট করেন।ধন্যবাদ -{@
ছাইরাছ হেলাল
আহা সেই সব দিন ফিরে ফিরে আসবে, আসবেই।
অনেক অনেক ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আসবেই যারা পথভ্রষ্ট অথবা ব্যাস্ততায় নিজেকে গুটিয়ে রেখেছেন।তারা আবার আসবেই -{@ ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
এই অধম আছে ভাল লাগলো , তবে মনির ভাই মনে রাখার মত সোনেলার এক স্বরনীয় পোষ্ট আমার কাছে।
কত বুদ্দিদীপ্ত সুচিন্তার ফসল আপনার কত গভীর থেকে ভাবাবেগের অন্তস্থল থেকে লেখা। আপনাকে সালাম।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম এর আর এমন কি -{@ ধন্যবাদ।
রুম্পা রুমানা
এতো কিছু মনে রাখলেন কি করে ! অবাক হলাম। অনিয়মিত থেকে নিয়মিত হয়ে যাবো ভাবছি। শুভ কামনা সোনেলাবাসীর জন্য। আপনার জন্যও।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমরাও চাই নিয়মিত হউন।ছোট ব্লগ হলেও এখানে আন্তরিকতার কোন ঘাটতি নেই।ধন্যবাদ আপু -{@
ইঞ্জা
ইঞ্জার তড়িঘড়িতে আমিই বেহুস
এতো সুন্দর লিখাতে ফিরিবেনা কি হুশ।
মুগ্ধ হয়ে প্রিয়তে নিলাম ভাই। \|/
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ প্রিয় ভাইয়া -{@
ইঞ্জা
(3 (3
অনিকেত নন্দিনী
যাব্বাবা! ১০ নং প্যারাতে হলেও অনিয়মিতদের তালিকায় আছি সেই ঢের।
শুভেচ্ছা নেবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সরি মিষ্টেক হয়েছে আপনি অনিয়মিত নন -{@ আপনি আমার চেয়েও নিয়মিত।ধন্যবাদ মনে করে দেয়ার জন্য। -{@
শুন্য শুন্যালয়
বাব্বাহ এতো রঙ, আর এতো পরিশ্রম? আপনার ধৈর্য্যের প্রশংসা আর কতো করবো! সোনেলার প্রতি ভালোবাসাই আপনাকে এমন লিখিয়ে নিচ্ছে। অনেক ভাল্লাগছে পোস্ট ভাইয়া। আমি দেখি সোনেলার ফটোগ্রাফার হয়ে গেছি 🙂
প্রথম মিলনমেলার ছবিগুলোতে আমি না থাকলেও বেশ ভালো লাগলো, সোনেলার স্মৃতি এগুলো। -{@