মাত্র কিছুদিন পূর্বে এখানে ব্লগার হিসেবে এসেছি। এর পূর্বে বিভিন্ন ব্লগ পড়েছি । শুধুই পাঠক আমি , লেখক কোন কালেই ছিলাম না । এই ব্লগের সবার আন্তরিকতায় মুগ্ধ আমি। আমার মত একজন অলেখক কে সবাই যেভাবে উৎসাহ দিলেন , তা কল্পনার অতীত । কৃতজ্ঞতা সবার প্রতি যারা আমাকে উৎসাহ দিয়েছেন ।
একটি কাল্পনিক সাক্ষাতকার
মুন্নি সাহাঃ আচ্ছা ব্লগার সজীব , সোনেলাতে ব্লগিং করতে এসে আপনার অনুভূতি কি ?
ব্লগার সজীবঃ আপনার মতো পেশাদারের পক্ষে এই অনুভূতি উপলব্দি করা সম্ভব নয় ।
মুন্নি সাহাঃ আচ্ছা এখানে পুরানোদের কেমন প্রতিক্রিয়া পেলেন ?
ব্লগার সজীবঃ এই যে দেখুন আমার প্রথম লেখায় সবার প্রতিক্রিয়া 🙂
আদিব আদ্নান বলেছেনঃ এখান নূতন কাউকে পাচ্ছি দেখে ভাল লাগল ।আমরাও তেমন কোন লেখক-ফেকক নই , মনের আনন্দ যা খুশি তাই লেখি ।
লিখবেন নিয়মিত এখানে ।
ব্লগার সজীব বলেছেনঃ ধন্যবাদ আপনাকে উৎসাহ দেয়ার জন্য । মনের আনন্দেই লিখতে চাই । লিখে ফেলবো যা খুশি তাই ।
ছাইরাছ হেলাল বলেছেনঃ স্বাগতম এখানে , নিভৃত এ অঙ্গনে ।
অনেক জেনে শুনে বা গর্ব করে লেখার মত লেখন নই, ছিলাম ও না কোন কালে ।অতএব যতক্ষণ এখানে ভাল লাগে থাকুন আমাদের সাথে ।
আহামরি নেই কিছুই এখানে ,সামান্য নির্ভেজাল আন্তরিকতা ছাড়া ।
অতএব লিখতে শুরু করুন কোন কিছু না ভেবেই ।
ব্লগার সজীব বলেছেনঃ উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ । আন্তরিকতা থাকলেই হলো । আর কিছুর প্রয়োজন নেই ।
জিসান শা ইকরাম বলেছেনঃ স্বাগতম সোনেলায়
লিখতে থাকুন নিশ্চিন্ত মনে
যা কিছু শোভন , সত্য , সুন্দর ।
ব্লগার সজীব বলেছেনঃ চেষ্টা থাকবে কিছু লেখার , কতটুকু পারি জানিনা । ধন্যবাদ আপনাকে ।
কৃন্তনিকা বলেছেনঃ বাচ্চারা কি জন্মেই হাঁটতে শেখে?
আমরাও সেরকম, ধীরে ধীরে শিখব, লিখবো…
শুভকামনা রইল
আপনার লেখা পড়ার অপেক্ষায় রইলাম
ব্লগার সজীব বলেছেনঃ বাচ্চারা জন্মের সাথে সাথেই হাটতে পারে না । সুন্দর উদাহারন দিলেন। আপনি অনেক ভালো লিখেন । আমার লেখা পড়ার জন্য অপেক্ষা করাটা ভুল হবে , শেষে হতাশ হবেন লেখার মান দেখে ধন্যবাদ আপনাকে।
কৃন্তনিকা বলেছেনঃ আমাদের হতাশার কথা ভেবে নিজের কলমকে থামিয়ে রাখবেন না কিন্তু… ভবিষ্যতে কি হবে- আমরা কেউই বলতে পারি না।
ব্লগার সজীব বলেছেনঃ এমন উৎসাহ দেয়ার পরে কারো না বলার শক্তি থাকে ? তবে আমার দেয়া অখাদ্য খেয়ে পেটের পিড়ায় কেউ ভুগলে আমি দায়ী নই
সোনিয়া হক বলেছেনঃ আমরা আপনার সিনিয়র । সালামতো দিলেন না আমাদের
ব্লগার সজীব বলেছেনঃ আচ্ছালামু আলাইকুম সোনিয়া আপু । দিন সালামি দিন
“বাইরনিক শুভ্র” বলেছেনঃ স্বাগতম । আমার মত যা মন চায় লিখতে থাকুন ।
ব্লগার সজীব বলেছেনঃ আপনার মত লিখতে পারলে নিজকে ধন্য মনে করতাম ভাই ।
প্রজন্ম ৭১ বলেছেনঃ আপনি ব্লগকে ডায়রী হিসেবে ভাবুন । প্রতিদিন কি ভাবছেন , তাই লিখুন – এটিই ব্লগ ।
ব্লগার সজীব বলেছেনঃ আমার ভাবনা গুলো এলো মেলো ভাই । আলাদা করতে পারিনা ।
হতভাগ্য কবি বলেছেনঃ স্বাগতম ভাই
ব্লগার সজীব বলেছেনঃ আপনাকে ধন্যবাদ কবি ভাই ।
মুন্নি সাহাঃ দর্শক মন্ডলি , আপনারা দেখলেন , একটি নতুন ব্লগ সাইটে কিভাবে একজন নতুন ব্লগারকে স্বাগত জানানো হলো …………………… ব্লগার সজীবঃ মুন্নি আপু এসব দেখে আপনার অনুভূতি কি ? মুন্নি সাহাঃ কঠিন ( মুচকি হাসি , ক্যামেরা অফ )
২৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এই বিকেলে কোন্ মিন্নি সাহারে নিয়ে আসলেন ?
কঠিন সাক্ষাতকার দিলেন ।
ব্লগার সজীব
কি করবো ছাইরাছ হেলাল ভাই , মুন্নি যে শুধু অনুভুতির কথা জিজ্ঞেস করেন , তাই নিয়ে আসলাম ।
নাজনিন আখতার
কঠিন , জটিল হয়েছে ।
ব্লগার সজীব
ধন্যবাদ কঠিন এবং জটিল মন্তব্য করার জন্য ।
আদিব আদ্নান
জটিল সাক্ষাতকার ,
আপনাকে দিয়ে হবে , চালু রাখেন ।
ব্লগার সজীব
দোয়া করবেন ভাই 🙂
"বাইরনিক শুভ্র"
সাক্ষাৎকার পড়ে টাস্কিত হইলাম ।
ব্লগার সজীব
:p :p
জিসান শা ইকরাম
কঠিন
অভিনব পোষ্টের জন্য ধন্যবাদ ।
ব্লগার সজীব
আপনাকেও ধন্যবাদ জিসান ভাই 🙂
কৃন্তনিকা
মজার ছিল।
অখাদ্য মনে হয় নি 😛
ব্লগার সজীব
আমার কাছে কিন্তু অখাদ্যই 🙂 এমন উৎসাহ দিলেন যে ভয় কেটে গিয়েছে । লিখতেই থাকবো ,যতক্ষন পর্যন্ত অখাদ্য না বলবেন :p
বনলতা সেন
আরও একটু চললে ভাল হত ।
ব্লগার সজীব
তাই ? আচ্ছা আগামিতে আরো পর্ব আসবে 🙂
মিসু
:v 🙂
ব্লগার সজীব
🙂 🙂
শিশির কনা
কঠিন হয়েছে লেখা (y) (y) -{@
ব্লগার সজীব
ধন্যবাদ ধন্যবাদ -{@
মিসু
খুব মজার সাক্ষাতকার। এত প্রশ্নের জবাব দেবার পরেও আপনাকে এত ফ্রেশ দেখাচ্ছে কেন?
ব্লগার সজীব
:p :p -{@
নাজমুল আহসান
\|/
ব্লগার সজীব
ইমো দিয়ে মন্তব্য করার মজাই আলাদা \|/
হতভাগ্য কবি
ভাই মুন্নী সাহা থেকে দূরে থাইকেন , শুন্সি ব্যাপক কামড় দেয় 😀 😀 \|/ \|/
ব্লগার সজীব
বলেন কি ভাই ? তাহলে তো দূরে থাকতেই হয় 🙂
প্রিন্স মাহমুদ
রম্য আমার বিরক্ত লাগে , তবুও পরলাম , মুন্নি সাহাকে বিরক্ত করার জন্য শুভকামনা হাহাহাহাহ ।