পরিবেশ আইনবিদ সমিতি বেলা’র নির্বাহী রিজওয়ানা হাসানের স্বামী এবি সিদ্দিক এর অপহরণ ঘটনা দেশ ব্যাপী আলোড়ন তুলেছে । এ বিষয়ে সংবাদ আমরা কমবেশী সবাই জানি । তিনি অপহৃত হয়েছেন । কে বা কারা তাঁকে অপহরন করেছেন । রিজওয়ানা হাসান এর অপহরন নিয়ে সংবাদ সম্মেলন , তাঁর বচন ভঙ্গি , শব্দ চয়ন ইত্যাদি আকৃষ্ট করেছে সাধারন মানুষকে । এই অপহরন তাঁকে দেশব্যাপী পরিচিত করে দিয়েছে ।
অপহরণের ৩৫ ঘণ্টা পর উদ্ধার হয়েছেন এবি সিদ্দিক । বৃহস্পতিবার রাত দেড়টার সময় ধানমণ্ডি মাঠ এলাকা থেকে উদ্ধার করা করেছে ধানমন্ডি থানা পুলিশ।
উদ্ধারের পরে হাস্যোজ্জল সাংবাদিক সম্মেলন তো আসবেই । এতবড় একটি ঘটনার পরে এই সাংবাদিক সম্মেলন স্বাভাবিক ।
সব কিছু নিয়ম মত অপহরন , মিডিয়ার কভাব্রেজ , দেশব্যাপী আলোচনা , উদ্ধার , উদ্ধার পরবর্তি সংবাদ সম্মেলন – সব কিছুই স্বাভাবিক । কিন্তু একটি বিক্ষভ , মানব বন্ধন অথবা প্রতিবাদ আমার মনে সন্দেহের জন্ম দিয়েছে । উদ্ধার পাওয়া সিদ্দিক সাহেব আসল সিদ্দিক সাহেবতো ? নাকি নকল ?
উদ্ধার পাবার পরদিন তাঁকে উদ্ধারের জন্য বিক্ষোভ সমাবেশ কেনো আবার ? কেইসটা কি ?
আসুন আমরা কল্পনা করি । উদ্ধার পাবার পরে থানা থেকে বাসায় ফিরতে রাত প্রায় ৩ টা । জড়িয়ে ধরে কান্না কাটির পালা শেষ । বেডরুমে স্বামী স্ত্রী । জানু ,সোনা,আহালে মুখটা কেমন শুকনা হয়ে গিয়েছে ,উম্মা উম্মা ,ফিসফাস শব্দ (3 (3 (3
হঠাত রেজওয়ানা অনুভব করলেন আরে ভিতরে থাকা সিদ্দিক তো আসল সিদ্দিক নয় । দীর্ঘ বছরের অভ্যাস এবং অনুভবে তিনি ঠিকই বুঝলেন এই লোক আলাদা । আচ্ছা সিদ্দিক এর কোন জমজ ভাই নেই তো ? মনের মাঝে এসব প্রশ্নের ঝড় , কিন্তু বিলম্ব হয়ে গিয়েছে । কিছু করার নেই এখন আর । শরীর মনের কথা শুনছে না ।
ভোর রাতে আর ঘুমুতে পারলেন না , রেজওয়ানা । সকাল আটটায় ফোন দিলেন বিশ্বস্ত একজনকে ‘ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ চালিয়ে যেও ‘ । মোবাইলের অপর প্রান্ত থেকে উত্তর এলো ‘ ভাইয়াকে তো পাওয়া গিয়েছে , এখন আর উদ্ধারের দাবীতে সমাবেশ কেনো আপু ? ‘ । রেজওয়ানা ‘ যে উদ্ধার হয়েছে সে সিদ্দিক নয় ‘ । ‘ কি বলেন এসব আপু ? বুঝলেন কিভাবে ? ‘ অপর প্রান্তের অবাক প্রশ্ন । রেজওয়ানা ‘ তুমি ছোট , বুঝবে না , যা বলছি করো ‘ ।
অতঃপর উদ্ধার হবার এগারো ঘন্টা পরে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবী জানিয়ে প্রেসক্লাবের সামনে সমাবেশ ।
১৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
উদ্ধারের পরে আবার অক্ষত অবস্থায় উদ্ধারের দাবীতে সমাবেশের প্রয়োজন কেনো এটি বুঝলাম না আসলেই।
কল্পনার নৌকা আকশে ওড়ে 🙂
ব্লগার সজীব
কল্পনার নৌকা আকশে ওড়ে 🙂
প্রহেলিকা
এটা কেমন ধরনের ঘটনা ??? ;? আমি ঘটনাটা পড়েছি কিন্তু সব আমার ধোয়াশা মনে হচ্ছে। নকল সিদ্দিককে গ্রেফতার করলে কিছু তথ্য পাওয়া যেতে পারে .
ব্লগার সজীব
উদ্ধারের পরে প্রতিবাদ কেন এটিই আসলে রহস্য ।
সিনথিয়া খোন্দকার
:D) পরিবেশ আপা শুড বি ইন পালিউড । রিয়েলি। (y)
ব্লগার সজীব
পালিউড :p :D)
ছাইরাছ হেলাল
ঘটনাটি একটু প্যাঁচ খেয়ে গেল ।
ব্লগার সজীব
পুরাই প্যাঁচ
মোঃ মজিবর রহমান
ধুত কি মন্তব্য লিখব। সব এলোমেলো লাগতাছে!
ভাই আপনি কেম্নে বুঝলেন এটা আসল না নকল?
ব্লগার সজীব
উদ্ধার হবার ১১ ঘন্টা পরে আবার উদ্ধারের জন্য প্রতিবাদ সমাবেশ । কেনো কেনো কেনো ?
যাযাবর
উদ্ধার পাবার পরের দিন উদ্ধারের দাবীতে সমাবেশ আসলেই রহস্যজনক । কোনো যুক্তিই নেই এই সমাবেশের ।
ব্লগার সজীব
কোনো যুক্তিই নেই এই সমাবেশের ।
বনলতা সেন
ওদের এখন অনুভূতি কেমন জানার জন্য সাহা সাবের কাছে যেতে হবে দেখছি ।
ব্লগার সজীব
যাদের লজ্জা নেই , তাদের আবার অনুভুতি কি ? 🙂
খসড়া
আর ত্যানা পেঁচাইয়েন না, ছিঁইড়া যাইব।
ব্লগার সজীব
ছিড়ে গেছে খসড়া ভাই ।
শুন্য শুন্যালয়
পয়সা খরচ করে ব্যানার বানানো হয়েছে .. প্লান করতেও কিছু সময় নস্ট হয়েছে .. অপচয় করা ঠিক না..
ব্লগার সজীব
জি জি , অপচয়কারী শয়তানের ভাই ।