
একটা মৃত্যুর সংবাদ আরেকটা
মৃত্যুর স্বাদ যোগায়; অথচ অনুভব
করতে ব্যর্থ শুধু ক্ষীণ সময়ে শোকাবহ-
আমার মৃত্যু এই বুঝি হয়; স্মৃতিরা
কিন্তু জলপাই কিংবা তেঁতুল স্বাদ নেবে না।
অতঃপর যে সবটুকু নিসঙ্গে করে
চলে গেলো না ফিরার দেশে-
আমি কি করে খুঁজবো তাকে?
অম্লান করে গেলো এ সমারহে!
পরিচয়টুকু দিয় প্রভু আমি সেই জন।
উৎসগঃ প্রয়াত কবি ছড়াকার মালেক জোমাদ্দার
তিনি গত ২৮/১১/২১ইং তারিখে স্ট্রক জনিতকারণে
রাত ২টায় ইন্তেকাল করেন।
১০টি মন্তব্য
হালিমা আক্তার
মৃত্যুর সংবাদ শুনলে, অন্তত মৃত্যুর কথা মনে পড়ে। সুন্দর লিখেছেন কবি।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু সৃষ্টিকর্তা জানি তাকে জান্নাত বাসি করুণ আমিন
রোকসানা খন্দকার রুকু
আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমিন!
আলমগীর সরকার লিটন
জি কবি রুকু আপু সৃষ্টিকর্তা জানি তাকে জান্নাত বাসি করুণ আমিন
বোরহানুল ইসলাম লিটন
মরহুমের মাগফেরাত কামনা করছি কবি দা।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন সৃষ্টিকর্তা জানি তাকে জান্নাত বাসি করুণ আমিন
মোঃ মজিবর রহমান
যেতেই হবে থাকুক যতই আত্বজ
যেতেই হবে নাই এক্মুহুর্ত সময়
কোন ভাবনাই নাই যা ভবিষতে
না, ভাবার ভাবনা হবে না।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা সৃষ্টিকর্তা জানি তাকে জান্নাত বাসি করুণ আমিন
মনির হোসেন মমি
বড় ভালো লোক ছিলেন।একবার দেখা হয়েছিলো ।তার আত্মার মাগফেরাত কামনা করছি ।
নার্গিস রশিদ
চমৎকার লেখা এবং প্রকাশ। শুভ কামনা।