তাকে হারিয়ে ফেলার কারণে,
একটা কবিতা লেখা যেতেই পারে।
হোক না সে কবিতার নাম কষ্ট,
হোক না সে কবিতা দুঃখের,
তবুও চাই ই চাই একটা কবিতার সৃষ্টি।
শুধু তাকে হারিয়ে ফেলার জন্যে,
উল্লাস করতে চাই সৃষ্টির সুখে!

তার ফিরে না আসার কারণে,
একটা গল্প লেখা যেতেই পারে।
হোক না সে গল্পের নাম হতাশা,
হোক না সে গল্প যন্ত্রণায় ভরা,
তবুও চাই ই চাই একটা গল্পের সৃষ্টি।
শুধু তার ফিরে না আসার জন্যে,
উল্লাস করতে চাই সৃষ্টির সুখে!

তার প্রতিশ্রুতি ভুলে যাওয়ার কারণে,
একটা গান লেখা যেতেই পারে।
হোক না সে গানের নাম বিরহ,
হোক না গান চোখের জলের,
তবুও চাই ই চাই একটা গানের সৃষ্টি।
শুধু তার প্রতিশ্রুতি ভুলে যাওয়ার জন্যে,
উল্লাস করতে চাই সৃষ্টির সুখে!

৭৮৭জন ৬৯৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ