তাকে হারিয়ে ফেলার কারণে,
একটা কবিতা লেখা যেতেই পারে।
হোক না সে কবিতার নাম কষ্ট,
হোক না সে কবিতা দুঃখের,
তবুও চাই ই চাই একটা কবিতার সৃষ্টি।
শুধু তাকে হারিয়ে ফেলার জন্যে,
উল্লাস করতে চাই সৃষ্টির সুখে!
তার ফিরে না আসার কারণে,
একটা গল্প লেখা যেতেই পারে।
হোক না সে গল্পের নাম হতাশা,
হোক না সে গল্প যন্ত্রণায় ভরা,
তবুও চাই ই চাই একটা গল্পের সৃষ্টি।
শুধু তার ফিরে না আসার জন্যে,
উল্লাস করতে চাই সৃষ্টির সুখে!
তার প্রতিশ্রুতি ভুলে যাওয়ার কারণে,
একটা গান লেখা যেতেই পারে।
হোক না সে গানের নাম বিরহ,
হোক না গান চোখের জলের,
তবুও চাই ই চাই একটা গানের সৃষ্টি।
শুধু তার প্রতিশ্রুতি ভুলে যাওয়ার জন্যে,
উল্লাস করতে চাই সৃষ্টির সুখে!
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বিষয়বস্তু খুব ভালো লেগেছে আপু। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
হারিয়ে ফেলা, ফিরে না আসা আর প্রতিশ্রুতি ভুলে যাওয়ার মত পূণ্যকর্মগুলো
চক্রারে ফিরে আসা খুব জরুরী।
তাহলেই জারি থাকবে সৃষ্টি-সুখের-উল্লাস।
আরজু মুক্তা
ভুলে গেলে আর কষ্ট পাওয়া যায় না।
ভালো লাগলো কবিতাটি
প্রদীপ চক্রবর্তী
খুবি ভালো লেখনী দিদি।
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন আপু।
শামীম চৌধুরী
কবিতার বিষয়গুলি মুগ্ধকর। ভাল লিখেছেন। ভাল থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বিরহ বেদনার অপূর্ব প্রকাশ পেয়েছে। ধন্যবাদ।
হালিম নজরুল
একটা বিরহের গান লেখ।