সৃষ্টির ভ্রুণ

ইকরাম মাহমুদ ২৪ আগস্ট ২০১৬, বুধবার, ১১:১৭:৫৪অপরাহ্ন কবিতা ১৬ মন্তব্য

হঠাৎই মাথায় ঢুকলো
সৃষ্টির ভ্রুণটা।
এইতো গতরাতেই, শুয়ে আছি হঠাৎ
ভ্রুণটা…
তারপর থেকে ঘুরপাক খাচ্ছে মস্তিষ্কের গুরু অংশে,
এপাশ ওপাশ।
খুব যন্ত্রণা দিচ্ছে সেই নামহীন, পরিচয়হীন ভ্রুণটা।
আর আমি… পুরো রাত, ভোর তারপর আবার রাত
প্রতিটা মুহুর্তে,সময়ে অসময়ে, ব্যস্ততার থেকে কিঞ্চিত দূরে নিজেকে রেখেই ছিলাম পরিচর্যায় মত্ত।
এইতো কিছুক্ষণ আগেও ভাবছিলাম ভ্রুণটাকে নিয়েই।
ভ্রুণটা বেড়ে উঠবে, একটা দুটো পাতা গজাবে ওর।
একটা নামও দিব সুন্দর। কিন্তু,
কী অদ্ভুত আচরণ করছে আমার সাথে!
ভুমিষ্ঠ হবার আপ্রান চেষ্টা ওর মাঝে।
এত অল্প সময়ে!
জন্মটা কতটা স্বাভাবিক হবে?
কিন্তু, ও কেনো সে সুযোগ দিচ্ছেনা?
ভ্রুণটা উপযুক্ত পরিবেশ পাক, অক্সিজেন, নাইট্রোজেন, জলীয়বাষ্প আর কী লাগবে?
সবই আছে সাজানো গোছানো।
তাহলে কি চাচ্ছে ভ্রুণটা!
অঙ্কুরেই বিনাশ নাকি অস্বাভাবিক জন্ম?
অসম্পূর্নতা কতোটা উপভোগ্য ওর কাছে?
অটিস্টিক হয়ে বেঁচে থাকায় কী আনন্দ?
পরিচর্যা, যত্ন, ভালোবাসা কী ওর কাছে অবহেলার নাম?
এই কী তাঁর স্বভাব?

৫৭৫জন ৫৭৫জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ