সুপার ধার্মিক

নূর নাহার রাহিমা ১৯ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৬:১৪:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

আজকাল একদল সুপার ধার্মিক মানুষ পর্দাকে নারী কেন্দ্রিক বানিয়ে ফেলছে।অথচ পর্দা সকল নারী ও পুরুষের উপর ফরয।আমি সুপার ধার্মিক তাদেরকে বলছি যারা কিছুটা ধার্মিক আর কিছুটা হিপ হপ।

এই সুপার ধার্মিক মানুষ গুলো বিয়ে করতে গেলে মেয়ে  চায় বলিউডের চিত্রনায়িকা ক্যাটরিনাকে। কিন্তু আচরনে বাংলার চিত্রনায়িকা দুখিনী  শাবানা। আর ধার্মিকতায় একদম মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত পর্দানশীন নারী। এ যেন প্রান কোম্পানির কাস্টমার চাহিদার কম্বিনেশন।

এই সুপার ধার্মিক মানুষ গুলো বোনের ব্যাপারে চায় শ্বশুর বাড়ি দাপিয়ে বেড়াবে। আর নিজের বউ ঘরের সবার হুকুমের দাসী হবে। মানে যে যা কাজ করতে বলে তৎক্ষনাৎ তাকে সেটা করতে হবে। আর বোনের বেলায় বলবে তার বোন কি দাসী নাকি!

অহ হে এই মানুষ গুলার আবার অনেক মেয়ে বান্ধবী থাকে। মেয়ে বান্ধবীর স্বামী বা প্রেমিক গুলা ভাল হয় না।তাই তার চাকরি একটা বরাদ্ধ থাকে বান্ধবীদের মোটিভেট করা। নয়তো তার বান্ধবীদের  বেচে থাকাটাই অর্থহীন হয়ে যাবে।

আজ পুরুষ দিবস পালিত হয়  পুরুষের চরিত্রকে তুলে ধরতে। তবে সুপার ধার্মিক   পুরুষদের প্রতি একমাত্র চাওয়া হচ্ছে পুরুষ শব্দ টি বাদ দিয়ে মানুষ হয়ে উঠা।

শুভ পুরুষ দিবস। অনেক শ্রদ্ধা, ভালবাসা ও সম্মান তাদের জন্য।

 

১৪৭২জন ১২৯২জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ