আজকাল একদল সুপার ধার্মিক মানুষ পর্দাকে নারী কেন্দ্রিক বানিয়ে ফেলছে।অথচ পর্দা সকল নারী ও পুরুষের উপর ফরয।আমি সুপার ধার্মিক তাদেরকে বলছি যারা কিছুটা ধার্মিক আর কিছুটা হিপ হপ।
এই সুপার ধার্মিক মানুষ গুলো বিয়ে করতে গেলে মেয়ে চায় বলিউডের চিত্রনায়িকা ক্যাটরিনাকে। কিন্তু আচরনে বাংলার চিত্রনায়িকা দুখিনী শাবানা। আর ধার্মিকতায় একদম মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত পর্দানশীন নারী। এ যেন প্রান কোম্পানির কাস্টমার চাহিদার কম্বিনেশন।
এই সুপার ধার্মিক মানুষ গুলো বোনের ব্যাপারে চায় শ্বশুর বাড়ি দাপিয়ে বেড়াবে। আর নিজের বউ ঘরের সবার হুকুমের দাসী হবে। মানে যে যা কাজ করতে বলে তৎক্ষনাৎ তাকে সেটা করতে হবে। আর বোনের বেলায় বলবে তার বোন কি দাসী নাকি!
অহ হে এই মানুষ গুলার আবার অনেক মেয়ে বান্ধবী থাকে। মেয়ে বান্ধবীর স্বামী বা প্রেমিক গুলা ভাল হয় না।তাই তার চাকরি একটা বরাদ্ধ থাকে বান্ধবীদের মোটিভেট করা। নয়তো তার বান্ধবীদের বেচে থাকাটাই অর্থহীন হয়ে যাবে।
আজ পুরুষ দিবস পালিত হয় পুরুষের চরিত্রকে তুলে ধরতে। তবে সুপার ধার্মিক পুরুষদের প্রতি একমাত্র চাওয়া হচ্ছে পুরুষ শব্দ টি বাদ দিয়ে মানুষ হয়ে উঠা।
শুভ পুরুষ দিবস। অনেক শ্রদ্ধা, ভালবাসা ও সম্মান তাদের জন্য।
১৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
প্রথমেই হাজিরা দিলাম সময় নাই। আগামীকাল দেখা হবে।
নূর নাহার রাহিমা
হাহাহা। আচ্ছা ধন্যবাদ
এস.জেড বাবু
আছে একদল মানুষ এমন।
যদি নাইবা থাকবে তবে “অমানুষ” শব্দটার জন্মই হত না হয়ত। পুরুষ শব্দটার সামনে ‘কা’ আর ‘কু’ বিশেষণ লাগতো না কখনো।
মন্দ আছে বলেই হয়ত ভালর কদর ও আছে।
–
তবে যেটা বলেছেন, “আগে মানুষ হয়ে উঠ”
এটাই বড় কথা।
শুভেচ্ছা আপু।
নূর নাহার রাহিমা
ভাল মানুষ আছে বলে দুনিয়া এখনও সুন্দর। ধন্যবাদ ভাইয়া
মনির হোসেন মমি
মানুষকে নিয়ন্ত্রণ করে তার মন। মন ঠিক থাকলে সব ঠিক। এই মনে যখন কুপ্রভাব পড়ে তখন জগতে কিছু পুরুষ নিজেরটাকেই বেশী কদর করে। তবে সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই।
খুব ভাল একটি বিষয় তুলে ধরেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরুষকে সন্মান জানিয়ে “আজকে যে পুরুষ দিবস” তা মনে করিয়ে দিলেন।
মোঃ মজিবর রহমান
দোষ গুনেই মানুষ। সকল মানুষ সুমানুষ হোক কামনা। করি।
জিসান শা ইকরাম
বউ থাকবে দাসীর মত, কন্যা বা বোন শশুর বাড়ি দাপিয়ে বেড়াবে- এই মনোভাব কেবল পুরুষ নয়, প্রায় সমস্ত নারীদেরও।
পর্দা নারী এবং পুরুষ উভয়ের বেলায়ই প্রযোজ্য।
বাস্তবতা তুলে আনলেন লেখায়। এ ধরনের লেখাই ব্লগের জন্য উপযোগী।
শুভ কামনা।
নূর নাহার রাহিমা
হ্যা ঠিক। কিছু নারীদের পুরুষের চেয়েও প্রবল থাকে এমন মনোভাব। ধন্যবাদ আপনাকে
নিতাই বাবু
সকল কাপুরষ নিপাত যাক! বীরপুরুষরা দজ্জাল নারীদের হাত থেকে মুক্তি পাক!
পুরুষ দিবসে আপনাকে শুভেচ্ছা!
নূর নাহার রাহিমা
দজ্জাল নারীরা পুরুষদের জন্য আশীর্বাদ। ধন্যবাদ আপনাকে
কামাল উদ্দিন
এই সুপার ধার্মিক মানুষ গুলো বোনের ব্যাপারে চায় শ্বশুর বাড়ি দাপিয়ে বেড়াবে। আর নিজের বউ ঘরের সবার হুকুমের দাসী হবে। মানে যে যা কাজ করতে বলে তৎক্ষনাৎ তাকে সেটা করতে হবে। আর বোনের বেলায় বলবে তার বোন কি দাসী নাকি!
………….এমনটা আমাদের সমাজে একেবারে বাস্তব প্রতিচ্ছবি
রেহানা বীথি
মানুষ হয়ে উঠি আমরা সবাই। আমাদের সমাজ এমনভাবেই তৈরি হয়ে গেছে, যেখানে মেয়েরাও মেয়েদের বিরুদ্ধে। মানসিকতার পরিবর্তন দরকার।
ভালো লিখেছেন।
হৃদয়ের কথা
অল্প কথায় দুর্দান্ত পোস্ট দিলেন আপু।
রুমন আশরাফ
Onke valo lkhechen