ভীড়ের মাঝে কেউ কেউ নীড়ের সুখ খুঁজেন আবার নীড়ের মাঝেও কেউ কেউ ভীড়ের সুখ খুঁজেন।কেনা-বেচার হাটে কি আর সুখের বিনিময় হয়?প্রখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেন, “আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না।কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।”
তাহলে বুঝা যায় প্রত্যাশা হল দুঃখের উৎস ভূমি।কোন কাজে প্রত্যাশা ত্যাগ করা রক্ত-মাংসের মানুষের পক্ষে সত্যি বড্ড কঠিন। হয়তো প্রকৃত সুখী মানুষেরা অদৃশ্য উচ্চাসনে আসীন।উনারা সাধারণ মানুষের মোহ সদৃশ বেগবান মোহের নাগপাশ থেকে বের হতে পেরেছেন বলেই উনারা সুখী।প্রত্যাশা,আকাঙ্খা,বাসনা ইত্যাদি যে নামেই ডাকা হোক না কেন এ যেন দূঃখকেই হাতছানি দিয়ে ডাকার নামান্তর।
প্রত্যাশা শূন্য বা ফল কামনা না করে কর্মের কথা সনাতন ধর্মে শ্রীমদ্ভাগবত গীতায় কর্মযোগ অধ্যায়ের ১৯ নং শ্লোকে বলা হয়েছে,
তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর
অসক্তোহ্যাচরন কর্ম পরমাপ্নোতি পূরুষঃ
যার অর্থ দাড়াচ্ছে অতএব তুমি আসক্তি শূন্য হইয়া সর্বদা কর্তব্য কর্ম সম্পাদন কর।কারন অনাসক্ত হইয়া কর্মানুষ্টান করিলে পুরুষ পরমপ্রদ (মোক্ষ) প্রাপ্ত হন।
এই নিস্কাম কর্মের আদর্শে বলীয়ান হয়ে যারা চাতক পক্ষীর সুখ পান,তাদের কাছে ইহজাগতিক বাসনা হয়তো বিষ্টা সদৃশ।মোটাদাগে তাই বলা যায় সুখ সত্যি অনুভবের বিষয়।অনুভবে গুপ্ত থাকার কারনেই সুখের প্রাচুর্যে বিবিধ অসুখী মানুষ পাওয়া যায়।আবার বেদনায়ও সুখ পান কেউ কেউ চুপিসারে অনুভবের কতক রঙে!
প্রিয় কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেন,
“বেদনার পায়ে চুমু খেয়ে বলি,এইতো জীবন,এইতো মাধুরী,এইতো অধর ছুয়েছে সুখের সুতনু সুনীল রাত।”
অনুভবেই যদি সুখ লাভ হয় তবে সুখের চাবি আর কারো কাছে বর্গা না দেয়াই সমীচীন।হেসেখেলে জীবনটা চলে যাওয়ার স্বাক্ষী হতে পারাটাও একটা সুখ।নিজের আত্মার সাথে বাহ্যিক আমি এর নিরবিচ্ছিন্ন যোগাযোগেই সুখ।সুখের প্রারম্ব যেমন কারো জানা নেই,তার অন্তিম যাত্রাও কারো জানা নেই।তাই ভোগ নয় উপভোগেই সুখ।
পরিশেষে একটি প্রচলিত ইংরেজি ম্যাক্সিম দিয়ে ইতিরেখা টেনে দিচ্ছি!
Never put the key to your happiness in somebody else’s pocket.Happiness comes from within.
২৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
নিয়মিত লেখুন এখানে, অন্যের লেখাও পড়ুন।
প্রফাইল এডিট করে একটি প্রফাইল পিকচার দিন প্লিজ।
শুভ ব্লগিং,
শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
স্বাগত জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।প্রোফাইল পিকচার লোড করতে নেট প্রব্লেম করছিল।এখন ঠিক করে দিয়েছি।
হ্যা,সবার লেখাই পড়ব,নিজেও লিখব।আপনার প্রতিও শুভ কামনা রইল।
জিসান শা ইকরাম
আপনাকেও ধন্যবাদ দাদা।
সোনেলায় চব্বিশ ঘন্টা পরপর পোষ্ট দেয়ার একটি নিয়ম আছে। অর্থৎ দুই পোস্টের মধ্যবর্তী সময়ের ব্যবধান হবে কমপক্ষে চব্বিশ ঘন্টা।
যে কোনো সমস্যায় মন্তব্য দিয়ে সমস্যা জানাবেন। অথবা ফেইসবুকে সোনেলা গ্রুপে জানাতে পারেন।
প্রফাইল পিকচার সুন্দর হয়েছে 🙂
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর লেখনী ।
পার্থ সারথি পোদ্দার
অনুপ্রেরণার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
আপনার প্রতি রইল আমার শুভ কামনা।
জিসান শা ইকরাম
প্রত্যাশাই কষ্টের কারণ। প্রত্যাশা, কামনা, বাসনা শূন্য হতে পারলে অপার সুখ লাভ করা যায়।
প্রায় প্রতিটি ধর্মেই এমন চিন্তা ভাবনার একটি ধারা আছে।
অনেক ভালো একটি লেখা নিয়ে আসলেন প্রথমেই।
আশাকরি আপনার লেখা পড়ে আমরা পাঠক গণ শান্তি পাবো।
শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
ঠিক বলেছেন।আসলেই তাই।অনুপ্রেরণার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার উঠোনে স্বাগতম। চমৎকার ভাবনা আর অনুভূতির বহিঃপ্রকাশ। সুখের বিষয়টি সার্বজনীন ও আপেক্ষিক। সবাই সুখের পিছনে ছুটছে- কেউ টাকায়, কেউ ভালোবাসায়, কেউ ক্ষুধা নিবারনে সুখ খুঁজে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভ কামনা রইলো
পার্থ সারথি পোদ্দার
পাঠ করার জন্য ধন্যবাদ,দিদি।যথার্থই বলেছেন যে সুখ আসলেই আপেক্ষিক।
প্রদীপ চক্রবর্তী
সোনেলার উঠোনে স্বাগতম।
অসাধারণ বহিঃপ্রকাশ দাদা।
প্রত্যাশার শেষ নেই…
পার্থ সারথি পোদ্দার
মতামতের জন্য ধন্যবাদ,দাদা।আপনার প্রতি শুভ কামনা রইল।
সুরাইয়া পারভীন
অনুভবেই যদি সুখ লাভ হয় তবে সুখের চাবি আর কারো কাছে বর্গা না দেয়াই সমীচীন।হেসেখেলে জীবনটা চলে যাওয়ার স্বাক্ষী হতে পারাটাও একটা সুখ
কথা গুলো ধ্রুব সত্য হলেও শুধু অনুভূতির সুখানুভূতি অনুভব করে সুখি হতে পারে না মানব মন। এটাই বাস্তবতা।
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে
পার্থ সারথি পোদ্দার
সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।
কামাল উদ্দিন
সোনেলা ব্লগে সু-স্বাগতম, লিখতে থাকুন আছি সাথেই।
পার্থ সারথি পোদ্দার
ধন্যবাদ সাথেই থাকার জন্য।
সুপায়ন বড়ুয়া
সোনেলার উঠানে জানাই স্বাগত
লিখে যান বন্ধু অবিরত।
যা কিছু সুন্দর শাশ্বত
ভাল লাগলো। শুভ কামনা।
পার্থ সারথি পোদ্দার
অশেষ ধন্যবাদ আপনাকে উৎসাহ বাড়িয়ে দেয়ার জন্য।শুভ কামনা রইল আপনার প্রতিও।
তৌহিদ
সোনেলায় স্বাগতম দাদা। প্রথমেই অনিন্দ্য সুন্দর একটি লেখা নিয়ে এলেন দেখে ভালো লাগলো। প্রত্যাশা, স্বপ্ন সবার থাকবেই তবে সেসব স্বপ্ন যেন অলীক না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।
সোনেলায় আপনার লেখা নিয়মিত পাব এটাই প্রত্যাশা। ভালো থাকুন সবসময়।
পার্থ সারথি পোদ্দার
এত সুন্দর কমপ্লিমেন্টের জন্য অশেষ ধন্যবাদ ভাই।চেষ্টা করব লেখা চালিয়ে যেতে।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে,
পাঠক আপনার সাথেই থাকবে।
পার্থ সারথি পোদ্দার
ধন্যবাদ বরন করে নেয়ার জন্য।আপনাদের ভালবাসাই কাম্য,ভাই।
হালিম নজরুল
শুভকামনা রইল।
পার্থ সারথি পোদ্দার
ধন্যবাদ,ভাই