সুখ কাব্য

বোকা মানুষ ৫ নভেম্বর ২০১৩, মঙ্গলবার, ০৩:১৯:২০অপরাহ্ন কবিতা, সাহিত্য ১২ মন্তব্য

প্রশান্ত দুঃখ ওড়ে পাখির ডানায়
অলক্ষ্যে শিশির কণা ঝরে ঘাসে
পায়ে মেখে মুগ্ধ সে শিশির কণা
হেঁটে যায় অবোধ, সুন্দর আনন্দ।

শিশির কণা প্রবল সুখে হাসে।

৬১২জন ৬১২জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ