লীলাবতী নভেম্বর ৫, ২০১৩ at ৬:০০ অপরাহ্ন বাহ বাহ ! শিশির কনাকে নিয়ে কাব্য রচিত হয় ? লীলাবতী কি দোষ করিল তা সে জানিতে চায় 🙁
বোকা মানুষ নভেম্বর ৭, ২০১৩ at ১:০১ অপরাহ্ন সে কি! আমি সত্যি শিশির কণাকে নিয়ে কাব্য রচনা করেছি! সোনেলার শিশির কনা নয়। আর তাঁকে পায়ে মেখে নিয়ে যাবার মত দুঃসাহস কি আমার আছে! :p তবে আপনি যেহেতু অনুমতি দিয়েছেন, লিখব আপনাকে নিয়ে। 🙂
বোকা মানুষ নভেম্বর ৭, ২০১৩ at ১:০২ অপরাহ্ন হাসুন, প্রান খুলে হাসুন। আমার “কমেডিক হরতাল” লেখায় প্রচুর হাসির খোরাক পাবেন 😉
ছাইরাছ হেলাল নভেম্বর ৬, ২০১৩ at ৯:৪৮ পূর্বাহ্ন এমন চোখ নেই যে দেখব এমন শিশির কনা । আপনি হাঁটুন অবাধ অবোধ ঘন আনন্দ চিত্তে ।
১২টি মন্তব্য
মিথুন
বাহ দারুণ তো. (y)
বোকা মানুষ
🙂 ধন্যবাদ
লীলাবতী
বাহ বাহ ! শিশির কনাকে নিয়ে কাব্য রচিত হয় ?
লীলাবতী কি দোষ করিল তা সে জানিতে চায় 🙁
বোকা মানুষ
সে কি! আমি সত্যি শিশির কণাকে নিয়ে কাব্য রচনা করেছি! সোনেলার শিশির কনা নয়। আর তাঁকে পায়ে মেখে নিয়ে যাবার মত দুঃসাহস কি আমার আছে! :p তবে আপনি যেহেতু অনুমতি দিয়েছেন, লিখব আপনাকে নিয়ে। 🙂
আদিব আদ্নান
শুধুই শিশির কনা হাসবে!
আমরাও যে একটু হাসতে চাই ।
বোকা মানুষ
হাসুন, প্রান খুলে হাসুন। আমার “কমেডিক হরতাল” লেখায় প্রচুর হাসির খোরাক পাবেন 😉
ছাইরাছ হেলাল
এমন চোখ নেই যে দেখব এমন শিশির কনা ।
আপনি হাঁটুন অবাধ অবোধ ঘন আনন্দ চিত্তে ।
বোকা মানুষ
হাঁটছিই তো অনন্তকাল ধরে 😀
খসড়া
ছোট্ট কিন্তু সুন্দর 🙂 ।
বোকা মানুষ
ধন্যবাদ 🙂
জিসান শা ইকরাম
সুন্দর হইছে ভাই ছোট কাব্য 🙂
বোকা মানুষ
মন সুন্দর থাকলে সবই সুন্দর লাগে জিসান ভাই :p