সাইলেন্ট করা মোবাইল বাসায় হারিয়ে গেলে কিভাবে খুঁজে পাবেন?
** এই সজু কি খোঁজো সেই সকাল থেকে? আজ ভার্সিটি কি বন্ধ?
*** না মানে তেমন কিছু না আপু, এই আমার ঘড়িটা পাচ্ছি না, কোথায় যে রাখলাম?
** ঘড়ি খোঁজা হচ্ছে তাই না? ঘড়ি তো তোর ডেস্ক টপ টেবিলে দেখলাম এই মাত্র। আমি এনে দিচ্ছি।
*** উফ আপু, তুই এত সুইট কেন? থ্যাংকু থ্যাংকু 🙂
আসলে কিসের ঘড়ি হারিয়েছে? হারিয়েছে আমার মোবাইল। কোথায় যে রাখলাম? আম্মুর ফোন দিয়ে কল করে দেখেছি মোবাইলের রিং টোন অফ করা। ঐ মোবাইল যদি আপু কোনভাবে পেয়ে যায়, আমার যে কি হবে 🙁 আমার জানেমানের সাথে কত যে উলটাপালটা ছবি আছে মোবাইলে 🙁 ইমোতে পাঠানো ম্যাসেজ আর ছবি তো আরো ভয়াবহ। হে আল্লাহ আমার মোবাইলটা যেন আপুর হাতে পড়ার পূর্বেই আমি যেন খুঁজে পাই 🙁
সাইলেন্ট মোডে রাখি মোবাইল তাও আপুর ভয়ে। ‘ এই সজু সারাক্ষণ তোর মোবাইলে টুং টাং মেসেজের শব্দ কিসের? কিছুক্ষণ পরপর মিস কল, কল। লেখা পড়ার দিকে মন নেই তোর। ‘ আপুর এমন কড়া শাসনের ভয়েই তো মোবাইল সাইলেন্ট করে রেখেছি। আপু যদি জানে তার বন্ধুর ছোট বোনই আমার জানের জান, তাহলে আমি শেষ 🙁
কি করি কি করি? অবশেষে গুগল মামার শরণাপন্ন হলাম, খুঁজে পেলাম উপায় 🙂
সাইলেন্ট করা মোবাইল বাসায় হারিয়ে গেলে কিভাবে খুঁজে পাবেন? আমার মত অনেকেই এই সমস্যায় পড়তে পারেন। কি যে টেনশনে ছিলাম তা ভাষায় প্রকাশে অক্ষম আমি।
১. প্রথমে অন্য আর একটি মোবাইল বা কম্পিউটার থেকে গুগল-এর ওয়েবসাইটে যান।
২. সেখানে সার্চ বারে লিখুন Find My Phone. সার্চ দিন।
৩. লিংকে গিয়ে গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করুন।
৪. নিজের মোবাইলের লোকেশন দেখতে পাবেন গুগল-এ।
৫. এরপর আপনার সামনে অপশন আসবে, যেটির মাধ্যমে আপনি আপনার ফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারটি ‘অন’ করে দিতে পারবেন।
৬. এ বার ‘রিং’ অপশনটিকে সিলেক্ট করুণ।
৭. আপনার ফোন সাইলেন্ট মোডে থাকলেও সেটি ফুল ভলিউমে রিং হতে শুরু করবে। এবং যতক্ষণ না আপনি ফোনটিকে খুঁজে বার করে তার পাওয়ার বাটনটি চেপে ধরছেন, ততক্ষণ ফোন রিং হতেই থাকবে।
এই একই পদ্ধতিতে আপনি আপনার হারান অ্যান্ড্রয়েড ট্যাব-ও খুঁজে পেতে পারেন। তবে আপনার ডিভাইস থেকে অবশ্যই গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকতে হবে। নাহলে এই পদ্ধতিতে হারান মোবাইল খুঁজে পাবেন না।
আমি যেইনা রিং অপশন সিলেক্ট করলাম অমনি আমার মোবাইলে বিকট শব্দে রিং হতে থাকলো। রিং টা আসতে থাকলো আপুর রুম হতে 🙁 হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো।
১৬টি মন্তব্য
মিষ্টি জিন
সজু ঈদ মোবারক। তারপর পিঠটা একটু পাত বড সড একটা কিল দিয়ে নেই তারপর কমেন্ট করবো। কৈ ছিলে এতদিন। পুরস্কারে ভাগ বসিয়ে সেই যে উধাও হলে আর কোন খবর নাই। :@ :@
শোন হারানো মোবাইল খুঁজতে এত কষ্ট তোমারা বুডারা করতে পার , আমরা ইয়ংরা :p ঘরের জানলা দরজা বন্ধ করে অন্য মোবাইল দিয়ে কল করেলেই মোবাইলের আলো জ্বলে উঠে । ব্যাস মোবাইল পেয়ে যাই। হি হি হি । এই পদ্ধতি আমি আবিষ্কার করেছি।
\|/
আপুর রুমে গিয়ে কি পেলে ঝাতি তা জানতে চায়। :D)
আগুন রঙের শিমুল
:D)
মৌনতা রিতু
আমার মন্তব্য মিষ্টি আপু করে দিছে। তা বোনের বন্ধুর ছোট বোনের সাথে ইটিস পিটিস! এ দেখি তেনার মতো অবস্থা :p তাই আমার তেনার খুব পছন্দের গান,” ঘরছে নিকালতেহি কুছ্ দূর চলতেহি রাস্তেম্যে হ্যে উসকা ঘর” আমি এখনো ক্ষ্যাপাই।
ইমোতে ছবিও পাঠানো হয়! বুঝছি এখন থেকে চোখ কান খোলা রাখা লাগবে।
আর এই মোটা মাথায় গগুল থেকে সার্চ দিয়ে সাইলেন্ট ফোন খোঁজা সম্ভব না। আমার ফোন বন্ধই করে রাখি নির্দিষ্ট যায়গায় :p
তারপর, কেমন কাটলো ঈদ? কোথায় হারান শুনি?
ব্লগার সজীব
😛 😛
জিসান শা ইকরাম
আমি মোবাইল একটা সাইলেন্ট মোডে রাখি,
আর প্রতিদিন মোবাইল হারাই।
আজ ইচ্ছে করে মোবাইল হারিয়ে টেস্ট করে দেখলাম, কাজ হয় 🙂
তা আপুর রুম থেকে কি মাইরের শব্দ আসছিল এরপর?
ব্লগার সজীব
আপুর রুমে এরপর কি হয়েছিলো তা বলা যাবে না ভাইয়া 😛
নীহারিকা
দারুন জিনিস শিখলাম। এমনতো প্রায়ই হয় বাসায়। কারণ আমার যে ফোনে নেট চালাই সেটা সাইলেন্ট মোডেই থাকে।
আচ্ছা আপনার কাছে আমি একটি সাহায্য চাইবো। আমার এক ফেসবুক বন্ধুর সাথে ঝগড়া করে তাকে মেসেঞ্জারে ব্লক করি। তারপর কনভার্সেশনও ডিলিট করে দেই। এখন সমস্যা হচ্ছে ওর ওয়ালে গিয়ে দেখি মেসেজ আইকনটি ডিসেবল করা যেহেতু মেসেজে ব্লক করা। তাই চ্যাট উইন্ডো খোলা যাচ্ছে না। আর চ্যাট উইন্ডো খোলা না গেলে তাকে মেসেজ অপশনে আনব্লকও করা যাচ্ছে না। কি যে বিপদে পড়েছি। আমরা কি আর ঝগড়া করতে পারবো না?
প্লিজ কিছু করুন 🙁 (-3 ;(
মোঃ মজিবর রহমান
সজু ভাই। ফ্রী ফ্রী শিখলাম চার্জ করবেন কিন্তু।
ভালা থাকও।
ব্লগার সজীব
🙂
আবু খায়ের আনিছ
পদ্ধতিটা পূর্বেই জানা ছিল, তবে উপস্থাপনায় আনন্দ পেয়েছি খুব।
ছাইরাছ হেলাল
যাক অবশেষে জ্ঞানী হলাম,
তবে হারানো গরু কী ভাবে খুঁজে পাওয়া যায় তা জানালে উপকৃত হব।
ব্লগার সজীব
হারানো গরুও খুঁজে পাবার সিস্টেম আছে। অপেক্ষায় থাকুন।
শুন্য শুন্যালয়
পন্ডিতের এতো ভয় যখন, মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখেনা কেন? আর পড়াশোনা বাদ দিয়ে ইমোতে এইসব ছবিটবি পাঠানো হয় তাহলে? আপু তো আপু, মোবাইল আমাদের কারো হাতে পড়লেই সজুর কপালে ভোগ আছে।
হারানো চাবি খুঁঁজে পাবার পদ্ধতি বলে দিতে হবে সজু বাইয়া। খালি চাবি হারাই। হের লইগ্যাই তোমারে খুইজ্যা পাইনা।ক্যাম্নে কই সবাইরে তোমারে লক কইরা চাবি হারায় ফেললে সোনেলায় আইবা ক্যাম্নে? 😀
ব্লগার সজীব
আপনার এই মন্তব্য পড়ার পরেই মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রেখেছি আপু। চাবি হারানো গেলে তা খুঁজে পাবারও সিস্টেমও না। এমন সিস্টেম বলে দেবো যে আপনি হারালেও চাবি হারাবে না 🙂 আপনি আমাকে লক করবেন আপু? এত্ত পাষান আপনি? 🙁
আর্বনীল
বাহ! দারুন পোষ্ট! ব্যাপারটা জানা ছিল না… টেস্ট করতে হবে…
ব্লগার সজীব
আপনার দেখা নেই কেন সোনেলায়? আসুন নতুন লেখা নিয়ে।