সাঁ দা মা ঠ…এদেশ আমার খুব প্রিয়,আমার জন্মভূমি -আমার অহংকার।
সত্য সেদিন গিয়েছিলাম তোমাদের ঐ পাড়া গাঁয়ে
তোমাদের গাঁয়ের আনন্দ কুঁড়াতে!
সেদিন গ্রাম ছেড়ে পালিয়েছিলা ভাই
আলোর শহরে,
শিক্ষা দীক্ষা পাওয়ার জন্য বাবুর পোশাকে!
তবু শহর আমায় দেয়নি স্হান,তাড়িয়ে দিলো গ্রামে
হবনা আর শহর মতি গ্রামের মায়া ছেড়ে।
————————————————————————–
শহরের ঐ চার দেয়ালে
মানায় নিতো মরে,
শিক্ষা পেয়েও পাইনি স্হান
কাজ হলো যে গ্রামে।
সেদিন মা বলেছেন বাবা বলেছেন
শুনিনি তো বারণ,
গ্রাম ছেড়ে ওই শহর পথে
দিয়ে’ই ছিলাম চরণ।
দাদা বলেন যাসনে ও ভাই
শহর অনেক দূরে,
তোরে ছাড়া বিকেলবেলা
জমবে নাতো কাজে!
দিদি বলেন শহরে কি আছে
গ্রামেই থেকে যা,
বাবা মায়ের স্নেহ পাবে
প্রকৃতির রূপ দেখতে পাবি?
আমি বলি না না চাকুরী চিত্ব জীবন-হবে
শহর দালান ভিটা!
সেদিন শুনিনি তো বারণ
শিক্ষা দীক্ষা পেয়েও আজ
গ্রামে’ই কর্ম জীবন!
১২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
বাহ্, খুব সুন্দর।
সবাইকেই মাটির কাছেই ফিরতে হয়। আমরা তাই ফিরি।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা – অজস্র ভালোবাসা রইলো।
মনির হোসেন মমি
মাটির গন্ধে বিভোর মাগো কেমনে শহুরে হই।
চমৎকার কবিতা।
সঞ্জয় মালাকার
কোটি কোটি ধন্যবাদ দাদা,
অনেক অনেক শুভেচ্ছা রই।
নিতাই বাবু
সেদিন এক লোক আক্ষেপ করে বলেছিল, “গ্রামে আছিলাম ভালাই আছিলাম, কিল্লাইগা যে এই মরার শহরে আইলাম?”
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, শুভকামনা রইলো-শহরে ভালো থাকুন সব সময়।
আরজু মুক্তা
গ্রাম অক্সিজেনের আধার। গ্রাম ঈশ্বর সৃষ্টি করেছেন।শহর আমরা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি শুভেচ্ছা অবিরাম।
ব্লগ সঞ্চালক
প্রিয় ব্লগার, শিরোনাম টি এমন দিয়েছেন আপনি, ‘ সাঁ দা মা ঠ π ‘ । π এই সমস্ত ক্যারেকটার দিলে অনেক ব্রাউজারে আপনার লেখা পড়াই যাবে না। এতে আপনার লেখার ভিজিটর কম হবে। শিরোনাম এর পরে কোন ক্যারেক্টার পরবর্তীতে আর না দেয়ার জন্য অনুরোধ করছি।
শুভ ব্লগিং।
সঞ্জয় মালাকার
হুম,ঠিক আছে প্রিয় ব্লগ সঞ্চালক -অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
সাবিনা ইয়াসমিন
একদিন ফিরে আসতে হয় শেকড়ের কাছেই। মাটির মায়া এড়ানো যায়না।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি শুভেচ্ছা রইলো।