আমার সমস্ত কথা যদি
শব্দে তুলে ধরতে পারতাম;
সহসা আবেগের কথাগুলো, সহসা উৎকণ্ঠা,
প্রেমের প্রবল আকাঙ্ক্ষার অনুভূতিগুলো-
অতলে অনেক নিস্তব্ধতার কথা ।
হয়তো কাউকে নিবিড় করে দেখবার ইচ্ছা-
রুদ্ধশ্বাস জীবনে বেচে থাকার যন্ত্রণা নিয়ে
হতবাক হয়ে দাড়িয়ে থাকার কথা।
আকাশ থেকে কখন, _________কোন সময়
হয়তো যখন তখন কিছু তারা খসে পড়েছে
তাদের কথা ।
যদি বলি________________
আমার ঘরের স’ব কটি বাতি জ্বেলে
এবং যন্ত্রণার সমস্ত গল্প শুনে;
আমার পৃথিবীর সামান্যতম আলোক রেখাকে
ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে
আকাশে নিজের মতন করে উড়িয়ে দেবার কথা–
কিন্তু এ-কথা গুলো যাদের বলছি
তারা তো হৃদয় দেয়নি ।।
৯টি মন্তব্য
জিসান শা ইকরাম
সব কথা কখনোই লেখা যায় না,
আর বলবেনই বা কাকে?
শুভ কামনা।
সৈয়দ আলী উল আমিন
জ্বি ভাই। শুভ কামনা।
ইঞ্জা
আসলেই জিসান ভাই ঠিক বলেছেন, সব কথা কখনোই লেখা যায় না আর সত্য উচ্চারণটাই আমার ভালো লাগে ভাই।
সৈয়দ আলী উল আমিন
জ্বি ভাই। শুভ কামনা।
ইঞ্জা
শুভকামনা ভাই। -{@
নীহারিকা
আহা…
সৈয়দ আলী উল আমিন
আন্তরিক ধন্যবাদ।
প্রহেলিকা
যন্ত্রণার সমস্ত গল্প শুনে;
আমার পৃথিবীর সামান্যতম আলোক রেখাকে
ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে
আকাশে নিজের মতন করে উড়িয়ে দেবার কথা
লাইনগুলো বেশ চমৎকার লেগেছে আমার কাছে। শব্দের ব্যবহার খুব সুন্দর আপনার। ভালো লাগা রাখছি।
সৈয়দ আলী উল আমিন
অনেক অনেক ধন্যবাদ।