সহসা

সৈয়দ আলী উল আমিন ২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ০৯:২৫:০৯পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

আমার সমস্ত কথা যদি
শব্দে তুলে ধরতে পারতাম;
সহসা আবেগের কথাগুলো, সহসা উৎকণ্ঠা,
প্রেমের প্রবল আকাঙ্ক্ষার অনুভূতিগুলো-
অতলে অনেক নিস্তব্ধতার কথা ।
হয়তো কাউকে নিবিড় করে দেখবার ইচ্ছা-
রুদ্ধশ্বাস জীবনে বেচে থাকার যন্ত্রণা নিয়ে
হতবাক হয়ে দাড়িয়ে থাকার কথা।
আকাশ থেকে কখন, _________কোন সময়
হয়তো যখন তখন কিছু তারা খসে পড়েছে
তাদের কথা ।
যদি বলি________________
আমার ঘরের স’ব কটি বাতি জ্বেলে
এবং যন্ত্রণার সমস্ত গল্প শুনে;
আমার পৃথিবীর সামান্যতম আলোক রেখাকে
ধোঁয়ার মতো কুণ্ডলী পাকিয়ে
আকাশে নিজের মতন করে উড়িয়ে দেবার কথা–
কিন্তু এ-কথা গুলো যাদের বলছি
তারা তো হৃদয় দেয়নি ।।

৬৩৩জন ৬৩৩জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ