সময়

আলমগীর সরকার লিটন ১৩ ডিসেম্বর ২০২০, রবিবার, ১০:৩০:৩৯পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

দুচোখে দেখি এক শিল্পকলা
এই আসা যাওয়ার মধ্যে সময় বড়
নিঠুর তার গতি ফল!
এমন কি তার সাথে হাত মিলেছে
বাস্তবতার ক্ষীণ জ্ঞান ধ্যান;

রোজ রবি, শশী একই বাজনা বাজায়
শীত কুয়াশার পৌষ, মাঘ যেনো-
আর নিঠুর হাড় কাপানো কষ্ট মায়াময়
তবুও সময়গুলো এগে আসুক না
সেই সোনালি স্মৃতির বাঁকে সরিষা হলুদ!

বলতে পারে না কেউ কি এমন?
নিয়তির বাস্তবতা খুব সহজেই মেনে নিতে হয়-
এ সোনালি মাঠ শস্য ক্ষেতে সবুজ রঙ;
অতঃপর এ জীবন শুধু রহস্যময় ঘিরা
একই শিকলে বাঁধা সময়।

২৭ অগ্রহায়ণ ১৪২৬, ১২ ডিসেম্বর ২০
—————————————-

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ