
একটি বছরের সময়ের মূল্য কত জানো?
তাঁকেই প্রশ্ন কর যে পরীক্ষায় ফেল করেছে,
সে যা উত্তর দেবে সেটিই সত্য মানো।
ছয়টি মাসের সময়ের মূল্য জানতে চাও?
তাঁকেই প্রশ্ন কর যে চাকরীর আশায় ঘুরছে,
সে যা উত্তর দেবে সেটিই মেনে নাও।
একটি মাসের সময়ের মূল্য জানো কি সবে?
তঁকেই প্রশ্ন কর যাঁর বেতন আটকে গেছে,
সে যা উত্তর দেবে সেটিই সঠিক হবে।
এক সপ্তাহের সময়ের মূল্য বুঝতে কি চাও?
তাঁকেই প্রশ্ন কর হাসপাতালে যে ভর্তি আছে,
সে যা উত্তর দেবে সেটিই ঠিক জেনে নাও।
একটি দিনের সময়ের মূল্য জানো কি ভবে?
তাঁকেই প্রশ্ন কর যে অভাবে না খেয়ে আছে,
সে যা উত্তর দেবে একদম সঠিক হবে।
একটি ঘন্টার সময়ের মূল্য জানো কি তুমি?
তাঁকেই প্রশ্ন কর ছেলে বাড়ি আসছে
যে মা অপেক্ষায় তাঁকে দেখার জন্য,
সে যা উত্তর দেবে সেটিই হবে অনন্য।
একটি মিনিটের সময়ের মূল্য বুঝতে চাও?
তাঁকেই প্রশ্ন কর যে ট্রেন মিস করেছে,
সে যা উত্তর দেবে সেটিই ঠিক ভেবে নাও।
একটি সেকেন্ডের মূল্য আগ্রহ জানার জন্য?
তাঁকেই প্রশ্ন কর যে অল্পের জন্য
গাড়ি দূর্ঘটনা থেকে বেঁচে গেল,
সে যা উত্তর দেবে সেটিই সেরা অনন্য।
৮টি মন্তব্য
পপি তালুকদার
খুব ভালো বলছেন,সময়ের মুল্য সেই ভাল জানে যে ঐ সময়ের মধ্যে দিয়ে যায়!.
অনেক অনেক ভালো লাগলো।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
শামীনুল হক হীরা
মন্তব্য পেয়ে ভাল লাগল।ভালবাসা নিবেন প্রিয়।
সুপর্ণা ফাল্গুনী
সময়ের মূল্য নিয়ে দারুন কবিতা। যারা ভুক্তভোগী তারাই জানে, বুঝে সময়ের মর্ম। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ সকাল
শামীনুল হক হীরা
একদম ঠিক বলেছেন।ভাল থাকবেন সবসময় সপরিবারে।
আরজু মুক্তা
কবিতাটি সেরা মনে হলো।
শুভকামনা
শামীনুল হক হীরা
অনেক অনেক ধন্যবাদ।সুস্থ থাকুন আজীবন।
রোকসানা খন্দকার রুকু
অসাধারন কবিতা।
শামীনুল হক হীরা
best all the best