সম্পর্কে থাকা ভালোবাসার মানুষটির সাথে বন্ধুর মতো মিশুন, যাতে ভালো-খারাপ কোনো কথা বলতে তার অন্য কোনো বন্ধুকে প্রয়োজন না হয়,,
যতক্ষণ পর্যন্ত আপনি তার সাথে বন্ধুর মত আচরণ করবেন না, কোনো দুষ্টুমি করবেন না, পাগলামি করবেন না, রাগ অভিমান করবেন না ততোক্ষণ এই প্রেম অসম্পূর্ণ..জড়তা কাটাতে হবে
তার কাছে একজন পছন্দের পুরুষ হয়ে উঠুন.. যে পুরুষের কাছে সে নিজের হাসি-কান্না-রাগ-অভিমান-দুষ্টুমি-বোকামি এবং জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি কথা, প্রতিটি আবেগ নির্দ্বিধায় উগরে দিতে পারে.. কারণ পছন্দের পুরুষের সাথে হিসেব করে কথা বলতে নেই.. যখনই তাকে কথার একটা সীমা বেঁধে দেবেন তখনই আবেগের মৃত্যু ঘটে
রিজু,
কলকাতা
১৬টি মন্তব্য
কামাল উদ্দিন
খুবই ভালো বলেছেন, সংসার জীবনটা এমন হলে সেটাকেই হয়তো স্বর্গ বলা যায়…….শুভ সকাল।
রেজিনা আহমেদ
শুভ সকাল
কামাল উদ্দিন
শুভ রাত্রি আপু 😀
ত্রিস্তান
বেশ লেগেছে কথাগুলো, দাম্পত্যের সুখ তখনই অনুভব হবে যখন দুজন দুজনকে খুব সহজভাবে উপস্থাপন করতে পারে।
রেজিনা আহমেদ
সুপ্রভাত
এস.জেড বাবু
যতক্ষণ পর্যন্ত আপনি তার সাথে বন্ধুর মত আচরণ করবেন না, কোনো দুষ্টুমি করবেন না, পাগলামি করবেন না, রাগ অভিমান করবেন না ততোক্ষণ এই প্রেম অসম্পূর্ণ
সত্যিইতো- সম্পর্ক হতে হবে “সম্পর্কের মহাস্বর্গ”
যেন তা সকল সম্পর্কের যোগফল হয়।
চমৎকার পোষ্ট।
শুভকামনা আপু
রেজিনা আহমেদ
সুপ্রভাত
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
অনাবিল আনন্দ-স্রোত না বইলে সম্পর্ক কোন সম্পর্ক-ই না।
রেজিনা আহমেদ
হ্যাঁ তাইতো
সুপ্রভাত
ভালো থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
সম্পর্ক এমনি হওয়া উচিত। কোনো প্রাচীর রাখতে নেই । যাকে মান অভিমান দিয়ে বাঁধা যায় সে কি দূরে যেতে পারে! অবলীলায় যার সাথে সবকিছু শেয়ার করা যায় সেই প্রকৃত প্রেমিক। শুভ সকাল ভালো থাকুন সবসময় আপু
রেজিনা আহমেদ
হ্যাঁ আপু
সুপ্রভাত
ভালো থাকবেন সবসময়
সুরাইয়া পারভীন
যতক্ষণ পর্যন্ত আপনি তার সাথে বন্ধুর মত আচরণ করবেন না, কোনো দুষ্টুমি করবেন না, পাগলামি করবেন না, রাগ অভিমান করবেন না ততোক্ষণ এই প্রেম অসম্পূর্ণ।
চমৎকার বলেছেন আপু।
কিন্তু ক’জন পায় এমন বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক?
রেজিনা আহমেদ
সেই তো
কজন পায়
সুপায়ন বড়ুয়া
“সম্পর্কে থাকা ভালোবাসার মানুষটির সাথে বন্ধুর মতো মিশুন, যাতে ভালো-খারাপ কোনো কথা বলতে তার অন্য কোনো বন্ধুকে প্রয়োজন না হয়,,“
একদম খাটি কথা
তাহলে ২য় বন্ধু লাগে না
মনের কথা বলতে।
শুভ কামনা।
রেজিনা আহমেদ
শুভ কামনা আপনার জন্য ও
রুমন আশরাফ
সুন্দর কথা বলেছ।