সমান্তরাল

হালিমা আক্তার ২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ১২:৩৪:৪৬পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য

 

দুটি বিন্দু
দুটি সরলরেখায়
চলছে সমান্তরালে,
যুগ যুগ ধরে
চলছে পাশাপাশি
তবু হয়না কথা কোনো কালে।
দুজনেই ভাবে হায়
একদিন শেষ হবে
এ পথ চলা
মিলবে দুজন এক বিন্দুতে
বলবে অনাদি কালের
না বলা যত শত কথা।
অপেক্ষায় থাকে তারা
আর প্রহর গুনে কাটায় বেলা
একদিন শেষ হবে পথ চলা।
যৌবনের রঙিন সজীবতায়
শুরু করা পথ
বেলাশেষে আজ
কসূর্য ডোবার লগন,
দুটি রেখা আজও রয়ে গেলো
একই সমান্তরাল
তাদের স্বপ্নের হলোনা ভোর
কোনো কালে।

ছবি সংগ্রহ: নেট থেকে

৬২১জন ৫০৭জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ