রাতের রাস্তায় এখন থেকে আবার আমায় পাবে
ফুটপাতে ছোট্ট শিশুটির পাশে, রেলস্টেশনে কিংবা সদরঘাটে,
কাকভেজা আমায় আবার ফিরে পাবে গোরস্থানে কিংবা শ্মশানে।
বাঁচতে চেয়ে ফিরে গিয়েছিলাম তোমাদের সভ্য সমাজে !
কি নিষ্ঠুর তোমরা ! ভালোবাসা বোঝ কিন্তু মন বোঝ না
যাপিত জীবনের শুভ্র পাতায় নোংড়াটুকুই খোঁজ !
যৌবনিক শিহরণও যে ভালোবাসা থেকে আসে
এই সহজ সত্যটুকু মানো না !
আমার ফুটপাতে অভিমান আছে, অল্পস্বল্প ভালবাসাও আছে
তোমাদের আলিশান গলিতে সভ্যতা আছে,
সুশীলতার ভাজে ভাজে মোড়কে মোড়ানো অফুরন্ত যৌবণ আছে,
সভ্যতার হরিলুটে লুট করে নিতে হয় কম্পিটিশন করে;
তোমাদের দেবীরা আশ্রয় দিতে জানে, প্রশ্রয় দিতে নয় !
তোমাদের ভেনাসের শরীরে মাদকতা আছে,
অফুরান যৌবনিক চাহিদাও আছে, প্রেম আছে ,
যে প্রেমে শুদ্ধ ভালোবাসাটুকুই শুধু নাই।
তাইতো ফিরে এসেছি আবার আমার সস্তা জীবনে
এখানে দুঃখ আছে, সুখও আছে অপর পিঠে
এখানে আলো আঁধারির খেলা চলে দিবারাত্রি
মেঘের আড়ালে আলোকিত সূর্য উঁকি দেয় হাসিমুখেই
এখানকার ভেনাসেরা ভালোবাসতে জানে,
আশ্রয় দিলে প্রশ্রয়ও দিতে জানে,
এখানে সভ্যতা নেই, নেই যৌবনের হরিলুট
সভ্যরাই নয় এখানে অসভ্যরাও ভালোবাসতে জানে !
রাতের রাস্তায়, রেলস্টেশনে, ফুটপাতে আবার আমায় পাবে
পরিপূর্ণ ভালোবাসার পূর্ণ অধিকারে।
১৬টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আমার ফুটপাতে অভিমান আছে, অল্পস্বল্প ভালবাসাও আছে।
অপার শান্তির খোঁজ পেয়ে গিয়েছেন, আর কি দুঃখ? খুঁজে খুঁজেই জনম চলে যায় কারো, সে সভ্যতা কিংবা অসভ্যতাতেই হোক।
ভুল করে পুরনো পথে হাঁটতে কিন্তু মন্দ লাগেনা। সময়, সময় ফিরে আসো আবার।
শুভেচ্ছা নীলকন্ঠ, খুব সুন্দর লেখা।
নীলকন্ঠ জয়
মাঝে মাঝে ফিরে যেতে চাই না। একেবারেই ফিরে এসেছি চেনা জগতে। কেমন চলছে আপনার দিনকাল শুন্য?
জিসান শা ইকরাম
খুঁজেছি অনেক
কিন্তু পাইনি কোথাও —–
ভালো কবিতা ।
নীলকন্ঠ জয়
সভ্যতাকে শুধু যাদুঘরেই পাবেন বড় ভাই
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ভালো লেগেছে খুব ভাইয়া (y)
নীলকন্ঠ জয়
ধন্যবাদ আপু। 🙂
স্বপ্ন নীলা
কবিতাটি সুন্দর হয়েছে —ভীষণ সুন্দর
নীলকন্ঠ জয়
জেনে ভালো লাগলো। ধন্যবাদ জানবেন 🙂
খসড়া
কাঁদিয়া তোমারে এনেছি ডাকিয়া ভাঙা মন্দিরের দারে
জসীম উদ্দীন মুহম্মদ
তোমাদের ভেনাসের শরীরে মাদকতা আছে,
অফুরান যৌবনিক চাহিদাও আছে, প্রেম আছে ,
যে প্রেমে শুদ্ধ ভালোবাসাটুকুই শুধু নাই।—– খুব জীবন ঘনিষ্ঠ কবিতা! ভাল নালেগে পারে না !! (3 -{@
নীলকন্ঠ জয়
অনেক ধন্যবাদ খসড়া সাহেব
নীলকন্ঠ জয়
ধন্যবাদ প্রিয় জসিম ভাইয়া
মিসু
ভালো লিখেছেন নীলকন্ঠ ভাইয়া ।
লীলাবতী
অনেক দিন পরে আপনার সুন্দর একটি লেখা নিয়ে আসলেন।
শিশির কনা
নীলকন্ঠ জয় ভাইয়া নাকি ? পথ ভুলে নাকি ভাইয়া ? ভালো লেগেছে আপনার লেখা।
নুসরাত মৌরিন
”এখানে সভ্যতা নেই, নেই যৌবনের হরিলুট
সভ্যরাই নয় এখানে অসভ্যরাও ভালোবাসতে জানে ”!
দারুন কবিতা।
অসাধারন… (y)