শেষ ফেরী চলে গেলো এ পাড়ে বসে আমি একলা।

অথচ আমার ছিলো কত তাড়া।

গত হাটে কেনা-বেচা শেষে বাড়ি ফিরলো দোকানী, 

আজ কোথাও হাট বসেনি।

আমি কিছু সদাই কিনবো ভেবেছি।

 

কুপি বাতির সলতে পুড়ে নিভেছে আলো,

জোনাকির বুক চিঁড়ে আলো কেড়ে নিলো..

আমিও চেয়েছিলাম কিছু আলো যা গত হয়ে গেলোপাইনি, 

সব কেড়ে নিলো একদল দস্যি বালক।

 

কোথাও কিছু পাইনি আমি;

চাইনি তো এতো বেশি কিছু।

শুধু চেয়েছি আলো ফোঁটা ভোরে কুমড়ো ফুলের

শিশিরে অঙ্গ ভেজাতে।

কোন এক জোৎস্না শর্বরীতে পথহারা নদীর বুকে, ডুবে যেতে।

 

কিছুই তো পাইনি আমি। 

লেনাদেনা শেষে,শূণ্য হাতে,

ফের এসেছি জীবন নদীর তীরে,

পাড়ি দিতে জীবনের শেষ বিন্দু। 

ঠান্ডা কুয়াশার মতোই ঝাপসা সে রাস্তা।

আমি তো পাইনি কিছু।

৫৬৫জন ৪৭২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ