শেষ ফেরী চলে গেলো এ পাড়ে বসে আমি একলা।
অথচ আমার ছিলো কত তাড়া।
গত হাটে কেনা-বেচা শেষে বাড়ি ফিরলো দোকানী,
আজ কোথাও হাট বসেনি।
আমি কিছু সদাই কিনবো ভেবেছি।
কুপি বাতির সলতে পুড়ে নিভেছে আলো,
জোনাকির বুক চিঁড়ে আলো কেড়ে নিলো..
আমিও চেয়েছিলাম কিছু আলো যা গত হয়ে গেলোপাইনি,
সব কেড়ে নিলো একদল দস্যি বালক।
কোথাও কিছু পাইনি আমি;
চাইনি তো এতো বেশি কিছু।
শুধু চেয়েছি আলো ফোঁটা ভোরে কুমড়ো ফুলের
শিশিরে অঙ্গ ভেজাতে।
কোন এক জোৎস্না শর্বরীতে পথহারা নদীর বুকে, ডুবে যেতে।
কিছুই তো পাইনি আমি।
লেনাদেনা শেষে,শূণ্য হাতে,
ফের এসেছি জীবন নদীর তীরে,
পাড়ি দিতে জীবনের শেষ বিন্দু।
ঠান্ডা কুয়াশার মতোই ঝাপসা সে রাস্তা।
আমি তো পাইনি কিছু।
৮টি মন্তব্য
নাজমুল হুদা
এই আকস্মিক মৃত্যু আমি কখনও ভুলতে পারবো না।
আত্মার শান্তি কামনা করছি। 😢
মনির হোসেন মমি
তার আত্মার শান্তি কামনা করছি।
রোকসানা খন্দকার রুকু
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুক।। আমিন!
আলমগীর সরকার লিটন
জান্নাত বাসি দান করেন আমিন
সুপর্ণা ফাল্গুনী
তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ভালো থাকুন ওপাড়ে
সৌবর্ণ বাঁধন
কার ফেরী যে কখন আসে কেউ তা বলতে পারেনা। এই অসময়ে চলে যাওয়ার আঘাত সহ্য করার চেয়ে কঠিন কিছুই নেই। পরকালে শান্তি দিক সৃষ্টিকর্তা এটাই কামনা।
হালিমা আক্তার
কখন আসবে ফেরি জানেনা কভু কেউ। এভাবে চলে যাওয়া কষ্ট কর। দোয়া করি আল্লাহ যেন উনাকে ওপারে ভালো রাখেন।
জিসান শা ইকরাম
আরজু মুক্তা বেঁচে থাকবেন আমাদের হৃদয়ের মাঝে।
আরজুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।