আমি চাঁদ থেকে বলছি ।

সঞ্জয় কুমার ১৭ সেপ্টেম্বর ২০১৪, বুধবার, ০৬:০০:১১অপরাহ্ন কবিতা মন্তব্য নাই

আমি চাঁদ থেকে বলছি
সত্য জি সাহা ।

কালসাপ, কালসাপ তুই আমৃত্যু বেঁচে থাক
তোর ছোবলে নীল হোক বাংলার আকাশ বাতাস
তবু ক্ষমতালোভী পাষণ্ডেরা আনন্দে তরপাক
কালসাপ, তুই বেঁচে থাক, বেঁচে থাক
তুই বেঁচে থাকলে, তোকে বাঁচিয়ে রাখলে অনেকেরই পোয়া বারো
দে ঢেলে বিষ আরও
শুভ বুদ্ধি সুদূরে মিলাক
কালসাপ, তুই আমৃত্যু বেঁচে থাক, বেঁচে থাক
রটিয়ে দেয়া অন্ধকারে তোর ছবি আবার
লক্ষ কোটি তারায় তারায় ঘুরে ফিরে চাঁদের কলঙ্ক হয়ে যাক।
তবুও তোকে বাঁচিয়ে রাখতেই হবে
আমার দেশের আজন্ম পাপ তুই কালসাপ
বেঁচে থাক, বেঁচে থাক ।

৪২৫জন ৪২৫জন
0 Shares

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ