সঙ্গী

পপি তালুকদার ১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ০৮:৪৮:৫৫অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

গোধূলীবেলার মেঘমালা শান্ত ভোরের হাওয়া কেমন আছ তুমি?
চিঠি না হয় দিতে পারো দূর আকাশের পানে চেয়ে একটু খানি আমায় ডেকো।
মন খারাপের দিনগুলি তে আমায় তুমি মনে কর।
গভীর রাতের তারার মাঝে তখনো তুমি আমায় পাবে।
স্নিগ্ধ ভোরের শিশির হয়ে আলতো তোমায় ছুঁয়ে যাবো।

যখন তোমার কেউ রবেনা তখন আমি সঙ্গী হবো।
দ্বিপ্রহরে যখন তোমায় ক্লান্ত এসে করবে ভর,
শীতল পরশ বুলি দিয়ে দূর করবো সকল অবসাদ।
নিঃসঙ্গ রাত্রিবেলা হাসনাহেনার সুবাস ছড়িয়ে জানিয়ে যাবো আছি পাশে।

একাকিত্ব যখন তুমি করবে অনুভব-
রুমঝুম বৃষ্টির ছন্দ হয়ে সঙ্গী হবো তখন আবার।
কবিতার মাঝে উপমা হয়ে সঙ্গী হয়ে রবো সাথে।
নির্জন পথের ছায়ার মাঝে সঙ্গী হয়ে লুকিয়ে রবো।
যখন তোমার কেউ রবেনা তখন আমি সঙ্গী হবো।

৮৬৬জন ৫৮১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ