একটা আকাশ চিরে ধ্বনিত হচ্ছে-
প্রচন্ড আওয়জ শুনা যাচ্ছে
যেন সোনালি ভোরের আলোর স্পর্শে
ফুটে তুল সমস্ত কুল জুড়ে,
কৃতজ্ঞা এখানেই- যেখানে আধার পেরিয়ে
মুখরিত মিছিলের পর মিছিল আর
জানিয়ে দেওয়া-

আমি আসছি, কিছু উষ্ণতা ভাগাভাগি
করার জন্য তোমাকে অসম্মান নয়-
সহস্রো স্যালুট-
তুমি দিবসের মধ্যে সীমাবদ্ধ নও;
তুমি দেহের রক্ত কোষের মধ্যে করছ প্রতিধ্বনি!
দুর্বল ভাবে না সংসার- তবুও আপন গুণে
খোঁজ নিজের মহিমা,
তুমিই মা সংসার জননী।

২৪ ফাল্গুণ ১৪২৬, ০৮ মার্চ ২০
————————————