ষোড়সী বালিকার রসমালাই

মুহাম্মদ আরিফ হোসাইন ১ মার্চ ২০১৬, মঙ্গলবার, ০১:১৯:২৭পূর্বাহ্ন রম্য ২১ মন্তব্য

দূরে এক ষোড়শী বালিকা এক হাতে রসমালাইর থলে অন্যহাতে মিস্টির ব্যাগ নিয়ে হাঁটছিলো। বহুদিন রসমালাই খাই না মনে মনে “ইশ যদি খাইতে পারতাম” বলিতে বলিতে তাহার পাশ দিয়ে চলিয়া যাচ্ছিলাম।

বালিকার ডাক শুনিয়া চৈতন্য ফিরিলো। “এই যে ভাইয়া দাঁড়ান দাঁড়ান।” আমিও সুবোধ বালকের মতো স্থির হইয়া গেলাম। বালিকা আমার হাতে রসমালাইর থলে ধরিয়ে দিলো (!) বিন্দু মাত্র অবাক না হইয়াও আল্লাহ্ মনের বাসনা পূর্ণ করিয়াছেন ভাবিয়া খুশি মনে হাঁটিতে লাগিলাম। \|/

আল্লাহ্ এখনো তাহার বান্দার মনোবাসনা তড়িৎ গতিতে পূর্ণ করে ভাবিয়া নিজের কৃত পূর্ব পাপের জন্য অনুসচনিত হইতে লাগিলাম। ইয়া মাবুদ ” ক্ষ ” মা করো বলিবার পূর্বেই বালিকার ডাক পড়িলো!

ভ্রু কুঁচকে রাগি চোখে আমার পাশে আসিয়া রসমালাইর থলে টা কাড়িয়া নিলো!! ফরফর করিয়া বলিতে লাগিলো ” আজব মানুষ তো আপনি!!! আপনাকে কি আমি এটা একেবারে দিয়ে দিছি নাকি!!! আমার বাবুটা ফোন দিলো দেইখা আপনার হাতে দিয়ে একটু কথা বললাম। আর আপনি কিনা আমার রসমালাই নিয়া কাটিয়া পড়ছেন!!! ”

😮 এইবার আমার বিস্ময়ের সীমা রইলো না! B:-) এতো টুকু একটা মেয়ের বাবু আছে!! ;? বিয়ে হইলো কত বছর বয়সে!! বাচ্চা হইলো কবে!! বাবু ফোন ও করতে পারে!!! ইয়া কি আখিরি জামানার বাবু!!

বিস্ময়ের লাগাম পড়িলো পথচারীর ধাক্কা খাইয়া!! ‘ কি মেয়া মজায় আছো!! মাঝ রাস্তায় দাঁড়ায় আছো কেনো? ‘

আশেপাশে তাকাইয়া বালিকারে খুঁজিয়া পাইলাম না। এমন কামলার মতো খাটিয়ে বালিকা ভেনিশ হইয়া গেল ^:^ !!! আমার প্রশ্নের উত্তর এখন কই পাই!!!!

৫৪৪জন ৫৪২জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ