দূরে এক ষোড়শী বালিকা এক হাতে রসমালাইর থলে অন্যহাতে মিস্টির ব্যাগ নিয়ে হাঁটছিলো। বহুদিন রসমালাই খাই না মনে মনে “ইশ যদি খাইতে পারতাম” বলিতে বলিতে তাহার পাশ দিয়ে চলিয়া যাচ্ছিলাম।
বালিকার ডাক শুনিয়া চৈতন্য ফিরিলো। “এই যে ভাইয়া দাঁড়ান দাঁড়ান।” আমিও সুবোধ বালকের মতো স্থির হইয়া গেলাম। বালিকা আমার হাতে রসমালাইর থলে ধরিয়ে দিলো (!) বিন্দু মাত্র অবাক না হইয়াও আল্লাহ্ মনের বাসনা পূর্ণ করিয়াছেন ভাবিয়া খুশি মনে হাঁটিতে লাগিলাম। \|/
আল্লাহ্ এখনো তাহার বান্দার মনোবাসনা তড়িৎ গতিতে পূর্ণ করে ভাবিয়া নিজের কৃত পূর্ব পাপের জন্য অনুসচনিত হইতে লাগিলাম। ইয়া মাবুদ ” ক্ষ ” মা করো বলিবার পূর্বেই বালিকার ডাক পড়িলো!
ভ্রু কুঁচকে রাগি চোখে আমার পাশে আসিয়া রসমালাইর থলে টা কাড়িয়া নিলো!! ফরফর করিয়া বলিতে লাগিলো ” আজব মানুষ তো আপনি!!! আপনাকে কি আমি এটা একেবারে দিয়ে দিছি নাকি!!! আমার বাবুটা ফোন দিলো দেইখা আপনার হাতে দিয়ে একটু কথা বললাম। আর আপনি কিনা আমার রসমালাই নিয়া কাটিয়া পড়ছেন!!! ”
😮 এইবার আমার বিস্ময়ের সীমা রইলো না! B:-) এতো টুকু একটা মেয়ের বাবু আছে!! ;? বিয়ে হইলো কত বছর বয়সে!! বাচ্চা হইলো কবে!! বাবু ফোন ও করতে পারে!!! ইয়া কি আখিরি জামানার বাবু!!
বিস্ময়ের লাগাম পড়িলো পথচারীর ধাক্কা খাইয়া!! ‘ কি মেয়া মজায় আছো!! মাঝ রাস্তায় দাঁড়ায় আছো কেনো? ‘
আশেপাশে তাকাইয়া বালিকারে খুঁজিয়া পাইলাম না। এমন কামলার মতো খাটিয়ে বালিকা ভেনিশ হইয়া গেল ^:^ !!! আমার প্রশ্নের উত্তর এখন কই পাই!!!!
২১টি মন্তব্য
খসড়া
কি হইল? স্বপ্ন দেখিতেছিলেন কি? আজকাল মুবাইলের জামানায় রসমালাইয়ের থলি ও দৈ কিংবা স্পঞ্জ রসগোল্লার থলিয়া আলাদা করিয়া চেনা যাইবার কথা নহে। তবে কথা হইল আপনি রসমালাই খাইবার জন্য এত ব্যাকুল হইয়াছেন দেখিয়া আমি আপনাকে রক্তের সুগার মাপিবার পরামর্শ দিলাম।
মুহাম্মদ আরিফ হোসেইন
হা হা হা
নাহ্! ইহা স্বপ্ন নহে!
মোবাইলের জামানায় এসব চেনা যাইবে না কেন! আমি চিনি কারন আমিও কিনি :D)
আমার ডায়বেটিকস নাইক্যা, আমি কি বুড়া হইছি নাকি!! জোয়ান একটা পোলা, 24 ঘন্টা দৌড়ের উপর থাকি এসব হওয়ার স্কোপ কই! :D)
শুভ্র রফিক
বাহ দারুন।
মুহাম্মদ আরিফ হোসেইন
বাহ্ দারুন :D)
রসমালাইর কাহিনী! দারুন না হয়ে যাবে কই!
ছাইরাছ হেলাল
রস মালাই ভাল না, টক হয়ে গিয়াছে।
মুহাম্মদ আরিফ হোসেইন
কুমিল্লার রসমালাই অনেক ভালো।
টক হয় না!
জিসান শা ইকরাম
দিবা স্বপ্ন দেখা ভালু না, কোন দিন মাঝ রাস্তায় চিৎপটাং হয়ে যাবেন, খোঁজই পামু না।
লেখার ষ্টাইল পছন্দ হইছে -{@
মুহাম্মদ আরিফ হোসেইন
খোঁজ পাবেন!
সমস্যা নাই।
ধন্যবাদ!
অরুনি মায়া
বাড়াবাড়ি স্বপ্নের মাঝেও সয়না :p
আহা দু:খ দু:খ দু:খ
মুহাম্মদ আরিফ হোসেইন
ফেসবুকে কি আপনি নাই??
কিছুক্ষন আগে কারে যেন ফেসবুকে দেখেছিলাম।
অরুনি মায়া
এটাও কি দিবা স্বপ্ন? 🙂
মুহাম্মদ আরিফ হোসেইন
না,
স্বপ্ন না।
একই নামে ভুল মানুষ ছিলো আরকি।
আবু খায়ের আনিছ
আঙ্গুর ফল তিতা…………………
বাবু কেমনে হইল তা জাতী জানবার চায়।
মুহাম্মদ আরিফ হোসেইন
আঙ্গুর ফল মিস্টি এবং খুবই টেস্টি। :p
বাবু হওয়ার রহস্য অজানাই রইলো 😀
নীলাঞ্জনা নীলা
আমার বড়োই প্রিয় মিষ্টির নাম রসমালাই। বহুকাল পূর্বে আমার প্রাক্তন প্রেমিক বই- বুড়োর ক্যাসেট তো দিতোই। আর সাথে রসমালাইও নিয়া আসিতো। ইহা পড়িয়া উহা সকল স্মরণে আসিলো। :p
এমনই মজা পাহিলাম যে পেট ফাঁটিয়া যাইতেছে হাস্য রসে। 😀 :D)
মুহাম্মদ আরিফ হোসেইন
মিস্টি খাইলে নাকি ডায়াবেটিকস হয়!
আপনার মোট কয়টা প্রেমিক ছিলো?? :p
হাসুন প্রমান খুুলে, পেট ফাঁটিয়া গেলেও ভয় নাই। পেটের বাজার থেকে নতুন পেট লাগিয়ে নেয়া যাবে :D)
নীলাঞ্জনা নীলা
প্রেমিক একটা ছিলো অতীতে, এখন একজন। ফুলস্টপ দিয়েছি। 😀
অপার্থিব
হা হা হা … রস মালাইয়ের হইতে বঞ্চিত করায় ষোড়শী্র বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে গেলাম।
মুহাম্মদ আরিফ হোসেইন
ব্যবস্থা নিবো কিভাবে!!
বালিকার বাবু আছে না,,,,!!
আল্লাহই জানে কেমন বাবু!
ব্লগার সজীব
ষোড়শী্রা কেন এত নিষ্ঠুর হয়? (y)
মুহাম্মদ আরিফ হোসেইন
নিষ্ঠুর না হলে হয় নাকি!!!
কারো যখন বাবু থাকে ( হোক ছোটা অর বড়া) তাদের নিষ্ঠুর হওয়া ই উচিৎ।