
অভিযোগগুলো বিষুবরেখায় মিশে গেছে,
কান্নাগুলো চৈত্রের খরতাপে বাষ্পায়িত;
‘তুমি ছিলে’ সত্যিটা স্মৃতিভ্রষ্ট আজ।
সংলাপময় দিনগুলো নির্বাক হয়েছে বেলাশেষে;
পরাবাস্তবতা হার মেনেছে মাইথোলজির দূর্গম পাহাড়ে আছড়ে পড়ে।
অস্তিত্ব রক্ষায় কৌশলী হতে পারিনি আজো;
তবুও দিনশেষে কি পেলাম, পেলাম না তাই নিয়ে চলে সংসদীয় বাকবিতন্ডা।
হাজারো চলমান সংকটে দ্বিধাদ্বন্দ্বে ভোগে ‘মনের ষড়রিপু’।
ছবি-নেট থেকে
১০টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
সর্বদা মানুষের ষড়রিপু গুলো ঘুরপাক খাচ্ছে।
এটা স্থির নয়।
যার ফলে মানুষ নানা দ্বিধাদন্ধে ভোগে।
তবুও মানুষ নিজের ইচ্ছাশক্তি ধারা এ রিপুকে জয় করার চেষ্টা করে যাচ্ছে!
সফল হওয়ার চেয়ে ব্যর্থতা অনেক।
খুবি ভালো লিখেছেন, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই। অফুরন্ত শুভকামনা। শুভ রাত্রি
রোকসানা খন্দকার রুকু
অনুযোগ/ অভিযোগ করেই বা কি লাভ। ছেড়ে যাবারকালে কোনকিছুই কাজে দেয় না।
ভীষন ভালো লাগছে দিদিভাই আপনাকে পেয়ে। আমি তো অসুস্থ লিখতে পারছি না। ভালো থাকুন 🥰🥰
সুপর্ণা ফাল্গুনী
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ব্যস্ততা আর শারীরিক সমস্যার কারণে সময় হচ্ছে না। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
আলমগীর সরকার লিটন
সত্যই জীবনের হিসাব খাতায় হিসাব মিলে না তখনি
অদ্ভুত এই ষড়রিপু মন হয়ে যায় কবি দিদি!
অনেক অনেক শুভ কামনা জানাই—————
আশা করছি নিয়মিত থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সতত। শুভ রাত্রি
ছাইরাছ হেলাল
দ্বিধা আর দ্বন্দ্বের স্মৃতি ভাপ
মুছে যাবে, প্লাবন বৃষ্টির কুলকুল স্বরে
এই সোনেলাতে…………
সুপর্ণা ফাল্গুনী
এমন আশার বাণী মনকে উৎফুল্ল করে দেয়। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ রাত্রি
সাবিনা ইয়াসমিন
ষড়রিপু থেকে মুক্তি পাওয়া কঠিন। যদি সহজ হতো তাহলে জীবনে অসুন্দর বলে কিছু থাকতো না।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। ভালোবাসা অবিরাম। শুভ রাত্রি