মুক্তিযুদ্ধের মত একটা দুরূহ জনযুদ্ধ সুচারু ভাবে পরিচালনা করে দেশের স্বাধীনতা এনে দিয়ে যখন আপনাদের সব মেধা, প্রজ্ঞা আর দেশপ্রেম ঢেলে দিয়েছিলেন দেশ গড়ার কাজে, ঠিক তখনই ষড়যন্ত্রকারী ঘাতকদের নির্ভুল আঘাত কেড়ে নিল আপনাদেরকে আমাদের কাছ থেকে। আমরা আপনাদের চিনতে পারিনি, মূল্যায়ন করতে পারিনি, কিন্তু ষড়যন্ত্রকারীরা ঠিকই চিনেছিল। তারা বুঝেছিল বঙ্গবন্ধুর সাথে সাথে আপনাদেরও যদি সরিয়ে দেয়া না যায়, তবে এদেশকে শ্মশান বানানোর তাদের পরিকল্পনা সফল হবেনা। সেই ষড়যন্ত্রের খেলা আজও খেলছে পুরানো আর নতুন শকুনেরা মিলে। আপনাদের আত্মদান আমাদের প্রেরনা যোগাক সেই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে প্রিয় মাতৃভূমিতে সোনালী সুর্যোদয় অব্যাহত রাখতে। আপনাদেরকে স্যালুট হে শহীদ জাতীয় চার নেতা তাজ উদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং ক্যাপ্টেন এম মন্সুর আলি!

৭৩৪জন ৭৩৩জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ