শুভ জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
তাঁর স্মরণে আমার লেখা ৫০ শব্দের একটি গল্প।
#নার্স
কতদিন যাবত এখানে আছো?
:প্রায় ১০ দিন।
আইসোলেশনে একা একা তোমার দিন কাটে কিভাবে?
:একা নই তো।
:আর কাওকে দেখছি না যে।
:নার্সরা আছেন।
:তারাতো শুধু ওষুধ দেন।
:উহু। ১ম দিন জিজ্ঞেস করলেন আমার প্রিয় ফুল কি?
তারপর থেকে রোজ কাগজে মুড়িয়ে কচুরিপানা আর গোলাপ দিয়ে যায়…
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
দারুন তো! খুব ছোট আকারে সুন্দর প্রকাশ। শুভ জন্মদিন রবি বাবু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
রবী ঠাকুর স্মরণে
করোনা কালের গল্প
৫০ শব্দে সেতো খুব অল্প।
তবু ও তো হলো আলাপ স্বল্প।
শুভ জন্মদিন রবী ঠাকুর। আপনাকে শুভেচ্ছা।
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ লিখেছেন।
জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো বিশ্বকবির প্রতি।
ভালো থাকুক কবি ওপারে
হালিম নজরুল
কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি
প্রদীপ চক্রবর্তী
শুভ জন্মতিথি
সুন্দর এ ভুবনে প্রাণের রবি ঠাকুর।
শামীম চৌধুরী
শুভ জন্মদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
ফয়জুল মহী
সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যেঃ সাধুরা কপট আর অসাধুরা অপকট।
তৌহিদ
বাহ! ৫০ শব্দে কতকিছু লেখা যায়! আপনার এই লেখাটি না পড়লে জানাই হতোনা।
কবিগুরুকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। ভালো থাকবেন আপু।