শুভ বিজয় দিবস

হেনা বিবি ১৬ ডিসেম্বর ২০১৩, সোমবার, ১০:৩৫:৪০পূর্বাহ্ন বিবিধ ৭ মন্তব্য

শুভ বিজয় দিবস। আজ আমাদের বিজয় দিবস এক নতুন মাত্রা পেয়েছে। আমরা রাজাকারদের চিহ্নিত করতে পেরেছি। তাদের বিচার আর শাস্তি নিশ্চিত হয়েছে। আমাদের বিজয় তাই আজ কিছুটা কালিমামুক্ত। আরও আরও রাজাকারের বিচার হবে এই অঙ্গিকার নিয়ে এগিয়ে যাক আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের আনন্দে হাসুক বাংলাদেশ । আজ ৪ঃ৩১
মিনিটে আমরা গাইব , আমার সোনার বাংলা। আমাদের সেই দেশের গানের সুর আশাকরি পাল্টে দেবে দেশের সব হতাশা। ছড়িয়ে পড়ুক সোনার বাংলার সুর ৫৪ হাজার বর্গমাইল জুড়ে । হানাহানি, মারামারি বন্ধ হোক । আমরা এই দেশ ৩০ লক্ষ শহীদের রক্তে গড়েছি । আবার আমরা সব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো অনেকদূর । চলুন সবাই শুধু জাতীয় সংগীত নয় রেকর্ড করি আমরা সবাই চলতে জানি এক পথে, এক সাথে। বিজয় কখনওই আনন্দ বয়ে আনে না যদি দেশের মানুষ কষ্টে থাকে। একটি দেশের বিজয় তার জনগণের জন্য , তাই জনগণ সর্বাধিক নিরাপদে থাকবে এই হোক আজকের শপথ ।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় মানবতা
জয় বিজয় দিবস
জয় স্বাধীনতা ।।

লাল সবুজ পতাকা লও সালাম ।

৫৪৬জন ৫৪৯জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ