“মা”… কেমন হয় ‘মা’এর রূপ? কেমনই বা শুনতে হয় মা ডাক? “Mother’s day” তে যখন শপিং সেন্টারে রাশি রাশি মা এর জন্য উপহার সেজে থাকে, তখন কোথাও হয়তো কোন এক নারী ছুটে বেড়ায় ক্লিনিক থেকে ক্লিনিক একটি বার মা ডাক শোনার পিপাসায়। যে তার গর্ভে সন্তান ধারন করেনি, পরিবার, সমাজে যার দিকে অঙ্গুলী তাক করা থাকে প্রতি পদক্ষেপে, সে মা নয়। প্রত্যেক শিশুর মুখে যে তার সন্তানের আদল খোঁজে, সে মা নয়। কি উপহাস!!!
যে মাতৃত্ব নারীর জন্য গর্বের, সেই মাতৃত্বই নারীর জন্য অভিশাপ হয়ে আসে কখনো কখনো। পরিপূর্ন ভালোবাসার খেসারত নারীকেই দিতে হয়। কতো নারী চোখের পানি মুছে ফুলের কলির মত ভ্রূণ টিকে বিসর্জন দিয়ে আসে, আর সারাটি জীবন সন্তান হত্যার পাপ মনে বয়ে বেড়ায়। অপরাধবোধে ভোগা সেই অসহায় মা’দেরকে আমার শ্রদ্ধা।
হাজারো কস্টে লালন করা কোন শিশু যখন প্রতিবন্ধি হয়ে জন্ম নেয়, সে কস্টের তীব্রতা সহ্য করা একজন মা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। সমাজের শত বিদ্রুপে দিনে দিনে বেড়ে ওঠা মানসিক যন্ত্রণায় দিশেহারা মা সন্তানের ভবিষ্যৎ অনির্দিষ্টতায় নিজেকেই ভুলে যেতে বসে।
বিশ্ব মা দিবসে আজ সকল ভাগ্যাহত মা’কে সোনেলার পক্ষ হতে শুভেচ্ছা।
শুভেচ্ছা সকল মা কে, এই সুন্দর পৃথিবীর সকল আলো যার কোল জুড়ে।
১৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
পৃথিবীর সকল মা-কে ‘মা দিবসের” শুভেচ্ছা। ব্লগ সঞ্চালক কে ধন্যবাদ জানাচ্ছি ভাগ্যাহত এই মা দেরকে নিয়ে লিখবার জন্যে। ছবিটাতে মায়ের মায়া বোঝা যাচ্ছে। সুন্দর।
ব্লগার সজীব
‘প্রত্যেক শিশুর মুখে যে তার সন্তানের আদল খোঁজে, সে মা নয়। কি উপহাস!!!’ — এমন ভাবলে সত্যি খারাপ লাগে।
বিশ্ব মা দিবসে আজ সকল ভাগ্যাহত মা’কে শুভেচ্ছা।
শুভেচ্ছা সকল মা কে, এই সুন্দর পৃথিবীর সকল আলো যার কোল জুড়ে।
স্বপ্ন নীলা
পৃথিবীর সকল মা ভাল থাক, সন্তানগণ তাদের মাকে ভালবাসুক সবটুকু আত্মা দিয়ে —
মা মাগো তোমাদের ছালাম — তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া
আশা জাগানিয়া
সকল মা কে শ্রদ্ধা এবং শুভেচ্ছা।
মারজানা ফেরদৌস রুবা
পৃথিবীর সকল মা কে শুভেচ্ছা!
ভাগ্যাহত মায়েদের জন্য রইলো অপরিসীম শ্রদ্ধা।
সীমান্ত উন্মাদ
ভালোবাসা••••••কারো কাছে একদিনের, কারো কাছে প্রতিদিনের। আর মায়ের প্রতি ভালোবাসা সেতো আমার কাছে প্রতি মূহুর্তের। মা কাছে কিংবা যত দূরেই থাকুক না কেন, মাকে অনুভব করা ছাড়া আমার ক্ষন, কাল মূহুর্ত যেন স্থবির হয়ে থাকে। তাই আমার কাছে মা দিবস প্রতিক্ষন প্রতি মূহুর্তে।
পৃথীবির সকল মাকে সব সময়ের জন্যই শুভেচ্ছা, শ্রদ্ধা এবং অফুরন্ত ভালোবাসা।
জিসান শা ইকরাম
মাতৃত্বের সকল গুন আছে একজন নারীর,
কিন্তু বিভিন্ন কারনে মা হতে পারেননা
এমন নারীর কষ্টটা ভাবা যায় না।
শুভেচ্ছা জানাচ্ছি সকল মা কে ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মাকে শুভেচ্ছা বিশ্ব মা দিবসে।সোনেলাকে অনেক ধন্যবাদ।
স্বপ্ন
মা ভালোবাসি তোমাকে।
অরণ্য
“ভাগ্যাহত মা” – আমরা অনেকে দেখতে ভুলে যাই।
লীলাবতী
‘তখন কোথাও হয়তো কোন এক নারী ছুটে বেড়ায় ক্লিনিক থেকে ক্লিনিক একটি বার মা ডাক শোনার পিপাসায়। যে তার গর্ভে সন্তান ধারন করেনি, পরিবার, সমাজে যার দিকে অঙ্গুলী তাক করা থাকে প্রতি পদক্ষেপে, সে মা নয়। প্রত্যেক শিশুর মুখে যে তার সন্তানের আদল খোঁজে, সে মা নয়। কি উপহাস!!!’ সমবেদনা সেই সব ভাগ্যহত মা এর প্রতি।
শুভেচ্ছা সকল মা কে।
খেয়ালী মেয়ে
ভাগ্যহত মায়েদের কথা ভুলেই গেছি–অনলাইনে মা দিবস উপলক্ষে মা দের নিয়ে এতো লেখা পড়লাম, কিন্তু ভাগ্যহত মা দের নিয়ে এই প্রথম কোন লেখা পড়ছি…ধন্যবাদ সোনেলাকে এতো সুন্দর একটা পোস্টের মাধ্যমে সমাজের ভাগ্যহত মায়েদের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য…….
বিনম্র শ্রদ্ধা জানাই পৃথিবীর সকল মা কে……….
ছাইরাছ হেলাল
মাতৃত্ব আছে বলেই আমরা আছি।
প্রকৃত মা’দের শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
সব মায়েরা ভালো থাকুক।