
ঈদ দেখে আসলাম! কিন্তু
ঈদের গায়ে ছুঁইতে পারলাম না-
আফসোস গলা খানিক হাঁটু পর্যন্ত;
অথচ তীব্র বৃষ্টিতে ভিজলাম-
কিন্তু মন চক্ষু এতখানি ভিজল না
ঈদের মতো রাস্তা, ঘাট আর চলে না
শুধু আনন্দময় অম্লান করল
রক্তাক্ত কিছু উঠন দেখে- দেখে-
তবু ঈদ -ঈদ- ঈদ মোবারক!
দেহ মন ভরে যাক শুভবুদ্ধির কামনায়।
২৫বৈশাখ ১৪২৯, ৮ মে ২২
৭টি মন্তব্য
বন্যা লিপি
ভাই সমালোচনা কেউ নিতে পারেনা। নইলে আমি তীব্র সমালোচনা করতে পারতাম।
শুধু একটু খানি বলি— আপনার লেখায় অসংগতি আছে।
এখন যদি বলেন,,,, “বলে দেন”।
তাহলে আমার ইনবক্সে আইসেন। এই লেখাটা নিয়ে। দেখিয়ে দেব অসংগতি।
আলমগীর সরকার লিটন
জি লিপি আপু অসংগতি থাকতে পারে সেটা আপনার কাছে
ভাল কিংবা সুন্দরের শেষ নেই তেমনী শিক্ষারও শেষ নেই
আপনার জ্ঞান অন্যের জ্ঞান সমান হবে না
আপনার চোখ আর আমার চোখ এক হবে না
এটাই অসংগতি–
অনেক ভাল ও সুস্থ থাকবেন
মোঃ মজিবর রহমান
মননে আনন্দ উদ্গিরণ না হলে বিশেষ কোন ডীণ আনন্দ বয়ে আনতে পারেনা। তবুও আনন্দ করার অভিলাষ আমাদের দয়াল আল্লাহ্র রহমতে ভালো থাকি। তাই দিন বয়ে যায় মানুষ ভাবনায় থাকি ভালো থাকি।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
খুব সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———
বোরহানুল ইসলাম লিটন
ঈদ মানেই খুশি
সে যে অবস্থায়-ই আসুক।
’জামা পেয়ে কেউ খুশি
কেউ খেয়ে লাচ্ছা,
কেউ খুশি দূরে থেকে
দেখে হাসি সাচ্চা!’
অতুলণীয় সুন্দর কবিতা কবি দা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি লিটন দা
চমৎকার কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———
হালিমা আক্তার
ঈদ মানে খুশি। আনন্দের মাঝে বেদনা থাকতেই পারে। তাই বলে আনন্দ টুকু ম্লান হয়ে যায় না। শুভ রাত্রি।