ঢাকা

received_10209096840390772

সাদা পোষাক, মুখ লাল কাপড়ে বাঁধা, হাতে মোমবাতি জ্বালিয়ে গতকাল ৪ নভেম্বর ২০১৬ তারিখে রাজধানীর রবীন্দ্র সরোবরে বেলা ৩:৩০ -৫:৩০ টা পর্যন্ত শিশু ধর্ষনের প্রতিবাদে কন্যা শিশুদের মায়েরা প্রতীকি মৌন সমাবেশে দাঁড়ায় টিপ টিপ বৃষ্টি উপেক্ষা করেই।

fb_img_1478277101762

একই সঙ্গে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনেও একই প্রতিবাদে প্রতীকি মৌন সমাবেশ হয়। সেখানে অবশ্য নারী-পুরুষ নির্বিশেষে সকলেই দাঁড়ায়।

সমাবেশের চিত্র প্রথম দুটো ঢাকার এবং পরের চিত্রটি চট্টগ্রামের।

আমাদের কন্যারা ভয়হীন পরিবেশে বেড়ে উঠুক, তেমন নিরাপদ পরিবেশ চাই।

৬১৯জন ৬১৯জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ