শব্দের নিচে দগদগে ঘা!
উপর থেকে শুধু,
লাল সবুজ পোশাক ঢাকা!
শব্দ গিললে তবে হবো শিক্ষিত,
ভাত গিললে কি ভেতো!
বিঞ্জাপনের মতোই,
শুধু শিক্ষিতবাড়ে,
পেছনের,
কুমেরুর অন্ধকারে,
এখন পৃথিবী ঘোরে!
পেটে আলো পৌছায়নি ,
হ্যালোজেনের বিকিরণ,
শুধু রোডেই আছড়ে পড়ে!
ভাত নেই,
তাতে আমার দুঃখ নেই!
মন সংযমের,
দীক্ষা নিয়েছি বেশ,
মায়ের পেটের অন্তরালে!
দুঃখ আমারে খোজে ,
যখন তোমরা থাকো,
রথদেখা -কলাবেচার বাজারে।
সবাই খোজে দেশের,
কজন শিক্ষিত!
কেউ খোজে না ,আধারে কজন
ঘুমিয়ে আছে দুবেলার ভেতো!
শতাব্দীর ঘুম ভাঙ্গে,
জাগে,মৃত্যু হয়।
কুমেরু আজও অন্তরালে রয়!
শব্দ বাড়ে,শব্দ ঘাড়ে!
হোগলার বোঝার তলায়,
উহঃ শব্দের দগদগে ঘা বাড়ে!
@ বাড়ি,
তারিখ-১১/১০/১২
সময়-৪ঃ৩০ বিকেল
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সহজে গভীরের কথা বলতে পারার জন্য অবশ্যই ধন্যবাদ ।
Ajharul H Shaikh
Oshes Oshes dhonnobad.shuvo kamona roilo.
Ajharul H Shaikh
Aponake Oshes dhonnobad.shuvo kamona roilo.
জিসান শা ইকরাম
” সবাই খোজে দেশের,
কজন শিক্ষিত!
কেউ খোজে না ,আধারে কজন
ঘুমিয়ে আছে দুবেলার ভেতো! ”
অনেক সুন্দর কবিতা । ভালো থাকুন সবসময় ।
Ajharul H Shaikh
Aponake Osonkho dhonnobad! Shuvo kamona roilo.
জবরুল আলম সুমন
বরাবরের মতোই সুন্দর লিখেছেন এজহারুল ভাই… অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
শিশির কনা
কবিতা সহজ করে লেখা কঠিন। সহজ ভাষায় সুন্দর কবিতা।
সুলতানা সোনিয়া
ভালো লাগলো আপনার লেখা
মনির হোসেন মমি
দারুণ শব্দ চয়ণ।
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন
শব্দ চয়নও দারুণ