আপনি যদি “পুরুষ” হয়ে থাকেন এবং আপনাকে আপনার রুমমেট/ কাজিন/ বন্ধু জানিয়ে থাকে “জানিস, ফেসবুকে অনেক সেইরকম মাইয়া পাওয়া যায়” এবং আপনার তাতে পৌরুষ নড়াচড়া করে উঠে তাহলে ইতিমধ্যেই হয়ত আপনি ৭০ থেকে একশো টাকা দিয়ে একটি মেইল আইডি সহ ফেসবুক একাউন্ট খুলে ফেলেছেন। স্বাভাবিকভাবেই বাবা মা নাম রাখার সময় আপনার লুল হবার ব্যাপারটি মাথায় রাখেন নি, তাই আপনাকে নাম কিঞ্চিৎ বদলাতে হবে। প্রয়োজনে নামের প্লাস্টিক সার্জারি করে নেন অথবা কাব্যিক নাম দিন যেমন- পাগল মন, বাত্তামিজ দিল ইত্যাদি।
এখন আপনার কাজ হবে ফেসবুক সেলিব্রেটিদের ওয়াল ঘুরে সেখানে মেয়ে নামধারী যত আইডি থেকে কমেন্ট করা হয়- তাদের সবাইকে রিকু পাঠানো। রিকুর সাথে মেয়েটির পাবলিক ফটোতে লাইক/ কমেন্ট করতে ভুলবেন না। যদি সেটা সম্ভব না হয় তাহলে ইনবক্সে “আপ্পি প্লিজ এড মেহ” লিখুন। একশোটা রিকু দিলে পঞ্চাশটা এক্সেপ্ট হবেই। এবার আপনি তাদের ছবি তে “nieac putu” কিংবা “loking sexe” লেখা পুরুষ আইডি গুলোকে ফলো দিন। তাদের মাধ্যমে আপনি আরো কিছু মেয়ে আইডির সন্ধান পাবেন।
এড করলেই সবাইকে ইনবক্সে নান্দনিক কায়দায় তেল দিতে থাকুন। পঞ্চাশজনের মধ্যে বিশজন যদি আপনাকে ব্লক দেয় তবে বুঝবেন তেল ভাল হচ্ছে না। তবে হতাশ হবার কিছু নাই। নতুন উদ্যমে শুরু করুন। রুপের প্রশংসা করে কবিতা লিখে টেক্সট করুন। উঠতি বয়সের মেয়েদের কাছে রুপের প্রশংসার চে বড় উপহার আর কিছু নয়। কন্টাক্ট লেন্স লাগানো লাল- নীল চোখে হারিয়ে গেছেন এরকম কিছু কাব্য অনলি মি পোস্ট আকারে সংরক্ষণ করুন। কপি পেস্ট করে ইনবক্সে দিবেন নিয়মিত। তবে স্বীকার করবেন না যে আপনি বুঝতে পেরেছেন ওটা লেন্স ছিল।
নিজের ওয়াল সম্পর্কে ও সচেতন থাকতে হবে। চুরি ডাকাতি ছিনতাই করে হলেও জীবনমুখী গদ্য পদ্য ইত্যাদি পোস্ট করুন। মাঝে মধ্যে ” এ জীবনের অর্থ কি তুমি ছাড়া”- পেইজের পোস্ট শেয়ার দিয়ে নিজের প্রেমিক মনের পরিচয় তুলে ধরুন।
(চলবে)
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
প্রথমেই ডিসকোয়ালিফাইড। নাম তো আসল আমার। এতে চলবে না?
এতদিনে সঠিক তরিকা পেয়েও কাজে লাগাতে পার্লাম্না।
১০০ টাকা দিয়া আর একটা আইডি খুলবো নাকি?
দারুন পোস্ট।
সিনথিয়া খোন্দকার
খুলতে পারেন। 😀 আপনার নাম টা পুরাই বগ বস টাইপের। এটা দিয়ে লুলামি হপে না।
সিনথিয়া খোন্দকার
*বিগ বস
লীলাবতী
ঠিক ঠিক, বিগ বস টাইপের নাম দিয়ে লুলামি হপেনা। @জিসান ভাইয়া, ভাবীকে জানিয়ে রাখছি, সাবধান 🙂
লীলাবতী
আপু হাসতে হাসতে মরে গেলাম। কিছু কিছু ঘটনা মিলে গিয়েছে। সাবধান হতে হবে আরো :p
মানিক পাগলা
:p
শুন্য শুন্যালয়
হা হা হা…আপু চোখে কি কন্টাক্ট লেন্স লাগাবো?
একাউন্ট খুলতে এতো কম টাকা লাগে? আমার কাছ থেকে কিন্তু অনেক বেশি নিছিলো..
উড়া ধুরা একটা আইডি কিন্তু আমিও লাগাইছি, নইলে আম্মু বকবে.. :p
সিনথিয়া খোন্দকার
শাবাস! 😀
ছাইরাছ হেলাল
আপনি দেখছি বিশেষ জ্ঞানী মানুষ ।
তবে এই কার্যক্রম চালু রাখতে হবে ।
সিনথিয়া খোন্দকার
পচাইতে গিয়ে কি পচে গেলাম নাকি? :D)
ছাইরাছ হেলাল
আরে নাহ্।
প্রজন্ম ৭১
উপকারী পোস্টের জন্য ধন্যবাদ। নেমে পড়লাম আপু। দোয়া করবেন।
আপনার ইনবক্স চেক করুন :p
সিনথিয়া খোন্দকার
চিন্তা নাই, গুরু মারা বিদ্যা শিখাই না। :p
বনলতা সেন
ভাগ্যিস স্কুলের ঠিকানা বলে দেননি বলে রক্ষা ।
চালিয়ে যেতে হবে কিন্তু ।
শুভেচ্ছা নূতনের ।
সিনথিয়া খোন্দকার
অনেক ধন্যবাদ। 🙂
অপরাজিতা সারাহ
এবার আপনি তাদের ছবি তে “nieac putu” কিংবা “loking sexe” লেখা পুরুষ আইডি গুলোকে ফলো দিন। :D) \|/
এরকম একটা কুছিং ছেন্টারের সন্ধান ছাই। :p
লীলাবতী
আপু আমার ফেইসবুক আইডি নেই । ৭০ থেকে ১০০ টাকায় কিভাবে আইডি করবো ? কোথায় যোগাযোগ করবো ?