কিরে পল্টু কেমন আছিস ?
ভাল না স্যার , মা বাবা নাই ছোট বোনডার জন্য খুব কষ্ট লাগে । কিছু চাইলে দিতে পারিনা । একটা সয়েটার চাইছে দিতে পারিনি । ঐ দিন রাস্তার মোড়ে একটা দোকানে দেখেছিলাম লাল সয়েটার খুব পছন্দ হয়েছিল । টাকা জমিয়ে ঐ সয়েটার টা কিনব ।
দুঃখ করিস না পল্টু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তোর মত বয়সে রুটির দোকানে কাজ করতেন । আমাদের নবীজি এতিম ছিলেন । তুই ইচ্ছা করলে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে ছোট বোনের জন্য সয়েটার কিনতে পারিস ।
না স্যার লাগবে না । আপনি প্রতিদিন যে বকশিস দেন ঐগুলো জমায়ে রাখছি দুইশত টাকা হলেই কিনব ।
জামাল সাহেবের অফিস আজ বন্ধ । হরতাল
অবরোধে দেশের অবস্থা শোচনীয় । প্রতিদিন ই নানা অরাজকতা আর ভাংচুর, বোমাবাজি ,,বাস পোড়ানো , বাস সহ মানুষ পোড়ানোর খবর ।
একটু দূরে একটা জটলা । উৎসুক মানুষ যেন কিছু দেখছে । অন্যদিন হলে জামাল সাহেব এসব এড়িয়ে যান , কিন্তু আজ কি মনে হতে এগিয়ে গেলেন । একটা কিশোর ছেলে বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে । ছেলেটার মুখটা চেনা চেনা লাগছে !! আরে এতো পল্টু !!!
জামাল সাহেব পরম মমতায় পল্টুকে কোলে তুলে নিলেন । ওর হাফ প্যান্টের পকেটে একশ টাকার দুইটা নোট রক্তে ভিজে লাল হয়ে গেছে । এই দুইশত টাকা দিয়ে ও হয়ত বোনের জন্য লাল সয়েটার কিনতে চেয়েছিলো ।
জামাল সাহেব পল্টুকে নিয়ে ওদের বস্তিতে নিয়ে গেলেন । পল্টুর বোনের কান্নার আহাজারি তে সে দিন বোধহয় বস্তির সবচেয়ে খারাপ মানুষটাও চোখের জল ফেলেছিল । ভাইয়া তুমি কথা বল না কেন ? তোমাকে কে এত মেরেছে ? আমার সয়েটার লাগবে না । তুমি কথা বল ।
আঙ্কেল ভাইয়া কথা বলছে না কেন?
জামাল সাহেব বস্তি থেকে বের হলেন ।
লাশ জানাজার ব্যাবস্থা করতে হবে ।
সব প্রশ্নের উত্তর থাকে না ।
এই প্রশ্নের কোন উত্তর তাঁর কাছে নেই ।
২৪টি মন্তব্য
মারজানা ফেরদৌস রুবা
এভাবেই নষ্ট রাজনীতির শিকার হয়ে পল্টুরা হারিয়ে যাচ্ছে, আমরা কেউ তাদের খবর জানিনা বা জানতে চাইনা। আর অন্যদিকে কেউ হাঁচি বা কাশি দিলেই বা বমি করলেই দেশশুদ্ধ সেখানে ঝাপিয়ে পড়ছি।
কতোকাল এমন চলবে? পল্টুরা কি দেশের কেউ নয়?
সঞ্জয় কুমার
রাজনীতি বিদ রা আমাদের মানুষই মনে করে না । আমরা হলাম জলজ্যান্ত একটা ভোট ।
ধন্যবাদ ভাল থাকবেন আপু ।
হৃদয়ের স্পন্দন
লাল সোয়েটার, লাল রক্তের এ দেহে রক্তের দ্রুতবেগে গতি বয়ে গেলো পড়ে, সমসাময়িক রেটিং এ 80 দিলাম
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপনাকে । শুভ কামনা ।
ফাতেমা জোহরা
কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এটাই রথী-মহীরথীদের গণতন্ত্র… 🙁
সঞ্জয় কুমার
এই তো আমাদের তথাকথিত গণতন্ত্র !!!
যার তন্ত্র মন্ত্রে আমরা সবাই আবদ্ধ ।
খেয়ালী মেয়ে
ঘৃনা করি এই নোংরা রাজনীতিকে..
সঞ্জয় কুমার
বর্তমান রাজনীতি নর্দমার চেয়েও নোংরা ।
ধন্যবাদ ভাল বলেছেন ।
নুসরাত মৌরিন
রাজনীতির নিষ্ঠুর বলি হয়ে এভাবেই ছিন্ন-ভিন্ন হয়ে যায় পল্টুদের জীবন।
একেমন রাজনীতি।যেখানে মানুষের লাশের উপর দিয়ে দলগুলো ক্ষমতার মসনদে বসে!!
এসবের কি কোনো পরিবর্তন কখনই হবে না? 🙁
সঞ্জয় কুমার
জানিনা কখনও কোনদিন ও পরিবর্তন হবে কিনা । তবে এদের নিষ্ঠুর আর্বতে আবদ্ধ আমরা সবাই । পরিবর্তন আশা করি ।
একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে ।
নওশিন মিশু
এভাবেই অসুস্থ রাজনীতির বলি হয় এরা।
সঞ্জয় কুমার
সহমত
শুন্য শুন্যালয়
মানুষের লাশে পা দিয়ে এরা চেয়ারে গিয়ে বসবে আর বলবে তারা মানুষের সেবা করতে চায়। ধিক এই রাজনীতি।
সঞ্জয় কুমার
এই লাশের রাজনীতি কবে বন্ধ হবে ?
ধন্যবাদ আপু ।
ছারপোকা
ঘৃন্য রাজনীতির বলি হতে হয় সাধারন মানুষগুলো এমন রাজনীতি কে মন থেকে ধিক জানাই ।
সঞ্জয় কুমার
শতধিক এসব মানুষ রূপী পশুদের ।
রিমি রুম্মান
সব প্রশ্নের উত্তর থাকে না __ আসলেই।
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপু ভাল থাকবেন ।
ব্লগার সজীব
ভালো লিখেছেন।
সঞ্জয় কুমার
ধন্যবাদ সজিব ভাই ।
মেহেরী তাজ
কি হবে এই রাজনীতি দিয়ে।?
ভালো লেগেছে লেখাটা।
সঞ্জয় কুমার
আমাদের মত সাধারণ মানুষদের রাজনীতি তে কোনই লাভ নেই ।
ধন্যবাদ আপু
লীলাবতী
এমনই তো হচ্ছে অহরহ 🙁 কষ্ট লাগে।
সঞ্জয় কুমার
আমরাও অহরহই এসব ভুলেও যাচ্ছি । করার নেই কিছুই !!!