তুত গাছে লেগে থাকা লার্ভায়
রেশমী সুতো মসলিন বুননে দেখেছে আভিজাত্য,
সত্যের বন্দরে শ্যাওলা জমেছে
এককোষী জীবগুলো ভীষণ ক্ষুধার্ত চাতকিনী!
কসাইখানায় সাজ সাজ রব
একজন জল্লাদের অপেক্ষায় সহস্র জনতার চোখ।
মিথ্যে পাণ্ডুলিপি খুলে একজন কবি বললেন,
‘আজ শরতের আকাশে দুটো চাঁদ উঠবে।’
ধীরে ধীরে জনতার ঢল নামে
চারপাশে কীট-পতঙ্গ কিলবিল করছে
কেউ কেউ দেখছে কুকুরের সঙ্গম-প্রেম।
সন্ধ্যা ঘনিয়ে এলো
উৎসুখ চোখ অধীর অপেক্ষায়
দুটো চাঁদ যেনো চোখের তারায় ভাসছে
ইতিহাস হতে খুব বেশী বাকী নেই।
হঠাৎ একখণ্ড মেঘ ঢেকে দেয় আকাশের বুক
ভাদ্র মাসে নীরব জলছবি
কবি আকাশের দিকে তাকিয়ে বললেন,
‘মেঘের আজ বড্ড মাতামাতি
ফের কোনোদিন ফিরবে মতিগতি। ‘
হঠাৎ হুংকারে থরথর কসাইখানা
জনতার চোখ বাতাবি লেবুর মতো সবুজ হয়ে গেলো!
জল্লাদ ভয়ংকর চিৎকারে বলে উঠলো,
‘চুপ!’
সুনসান নিস্তব্ধতা।
কবি এবার উঠতে চাইলেন
কোনো এক অপরিচিতা মহিলাকে বললেন,
‘ সুঁই -সুতো হবে?’
কবি আকাশের দিকে তাকালেন,
অন্ধকার ভেদ করে নেমে আসছে গোল গোল বৃত্ত।
তিনি আকাশের কোনো এক ছিদ্র সেলাই করতে চাইলেন!
এক পশলা বৃষ্টি হলো
জল্লাদ তখনো কাঁপছে
তার হাতে রক্তস্নাত তলোয়ার!
রেশম পোকা এক ধ্যানে খেয়ে যাচ্ছে তুত গাছের পাতা।
কবি বললেন,
‘সত্য কবিতা মিথ্যের জালে বোনা,
আগামী কোনো এক সন্ধ্যায় দুটো চাঁদ উঠবে আকাশে।
আগামী কোনো এক রাতে সূর্য উঁকি দেবে অজানা ভুলে।’
২১টি মন্তব্য
চাটিগাঁ থেকে বাহার
শফিক ভাই, কিছু মনে করবেন না। আপনি মনে হয়ে ব্লগের নীতিমালা পড়েননি। একটু কষ্ট করে পড়ে নিবেন প্লিজ। টাইম লাইনের সবার নীচে নীতিমালা পাবেন। ২৪ ঘন্টার ভিতর ২ টিকে পোস্ট দিতে সেখানে অনুৎসাহিত করা হয়েছে। এটা ব্লগের সৌন্দর্যের স্বার্থেই। মডারেশন টিম হয়তো আপনার এই পোস্ট ড্রাপ করে রাখতে পারেন।
শিরিন হক
সফিক ভাই ব্লগে একেবারে নতুন। আশাকরি সব যেনে যাবেন তিনি।
শফিকুল ইসলাম
হ্যাঁ, নীতিমালা সম্পর্কে আমি জ্ঞাত ছিলাম না। এভাবেই একটু একটু করে জেনে যাবো সবকিছু। বিষয়টি দৃষ্টিগোচর করার জন্যে আন্তরিক ধন্যবাদ।
শফিকুল ইসলাম
হ্যাঁ, এখন বিষয়টি বুঝতে পেরেছি।এভাবে শিখে নিতে পারবো।
আন্তরিক কৃতজ্ঞতা রই।
জিসান শা ইকরাম
বাহার ভাই,
একেবারে নতুন বলে কিছুটা ছাড় দিয়েছে মনে হয় মডারেটররা। শফিকুল ভাই তার অজ্ঞতার কথা জানিয়েছেন। ভবিষ্যতে উনি এটি খেয়াল রাখবেন বলে আমাদের বিশ্বাস।
শিরিন হক
আপনাকে সোনেলায় স্বাগতম। সুন্দর হোক আমাদের পথচলা।
অত্যন্ত ভালোমানের একটি কবিতা শুরুতেই উপহার দিলেন।
এস.জেড বাবু
কবিদের সবই কাল্পনিক-
আমার ভুলও হতে পারে তবে,
কবিদের কোন তথ্য বা তত্ত্ব – সত্য মনে করা ভুল যদিও মিথ্যে প্রমান করা অনেক ক্ষেত্রে কঠিন।
আপনার লিখায় চরম মুগ্ধতা।
শুভেচ্ছা অশেষ।
শফিকুল ইসলাম
আন্তরিক মন্তব্যে আপ্লুত হলা। কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সঞ্জয় মালাকার
‘সত্য কবিতা মিথ্যের জালে বোনা,
আগামী কোনো এক সন্ধ্যায় দুটো চাঁদ উঠবে আকাশে।
আপনার লিখায় চরম মুগ্ধতা।
শুভেচ্ছা ভালোবাসা।
শফিকুল ইসলাম
আন্তরিক মন্তব্যে ভীষণ আপ্লুত হলাম।
শুভ কামনা নিরন্তর।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা
সুরাইয়া পারভিন
আকাশের ছিদ্র সেলাই করবেন কবি,,,😱😱
কল্পনায় কত্তো কি যে করে কবিরা
দারুণ উপস্থাপন
শফিকুল ইসলাম
অনুপ্রাণিত হলাম, প্রিয়জন।
ছাইরাছ হেলাল
কবিরা মনে হয় একটু এমন-ই হয়,
জাল বোনে মিথ্যে মিথ্যি হয়ে একটু নিরুপায়!!
ভাল কথা কবি,
মডারেটররা ভাত ঘুমে আছে
বুলবুলের ভয়ে, চব্বিশ ঘন্টায় কিন্তু পোস্ট
একটাই হবে, নীতিমালায় আছে নিশ্চয়।
হালিম নজরুল
“কসাইখানায় সাজ সাজ রব
একজন জল্লাদের অপেক্ষায় সহস্র জনতার চোখ”
—————ভাল লাগলো।
শফিকুল ইসলাম
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
জিসান শা ইকরাম
কবিতা ভালো লেগেছে,
কিন্তু দুটো চাঁদ আকাশে আসবে কিভাবে?
শফিকুল ইসলাম
কবিতার আকাশে কতো শত চাঁদ জন্মায়…মরে যায়, তার হিসেব রাখা হয় না কখনো!
তৌহিদ
প্রথমেই বলি, মডারেটররা কিন্তু ঘুমায়না। জেগে জেগে সব দেখে। তবে অসাধারণ কবিতাটি ৫ বার পড়ে এক মডারেটর এতটাই আপ্লুত হয়েছে যে ২৪ ঘন্টায় দুটি পোস্টের বিষয়টিকে তিনি একজন যোগ্য কবির সাধারণ ভুল হিসেবেই দেখেছেন। ব্যাপারনা। কবি নিশ্চই ভবিষ্যতে সজাগ থাকবেন। ☺
এই বুলবুলের বৃষ্টিতে অসাধারণ কবিতাটি দারুণ উপভোগ্য লেগেছে। ধন্যবাদ আপনার প্রাপ্য।
শফিকুল ইসলাম
বিষয়টি আমার অজ্ঞাতে হয়েছে। ভবিষ্যতে নীতিমালা মেনেই পোস্ট দেয়া হবে।
তৌহিদ
স্বাগতম ভাই। লিখুন নিজের মত করে।