আজ সুপর্ণা’দি কে দেখলাম,
তার মুখ উদাসিনীর মতন মনে হলো,
যেন সে আজ দেরি করে ঘুম থেকে উঠেছে।
পিঠের ওপর চুল খোলা, অবিন্যস্ত।
সে পরে আছে একটা উজ্জ্বল হলুদ শাড়ি, লাল পাড়, কালো ব্রা৷
তার ফর্সা শরীর, হলুদ শাড়ি এবং সকালের রোদ,
সব মিলিয়ে একটা ম্যাজিকের সৃষ্টি।
বলতে ইচ্ছে হয়, রৌদ্রে এসে যেন দাঁড়িয়েছে রৌদ্রের প্রতিমা।
তিনতলার বারান্দার রেলিং ধরে ঈষৎ ঝুঁকে সুপর্ণা’দির এই যে দাঁড়িয়ে থাকা, আপাতত পৃথিবীতে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু নেই।
রাস্তা দিয়ে দ্রুত হেঁটে আসতে আসতে সেই দিকে চোখ পড়তেই আমার বুকটা আকস্মিক মোচড় খেলো।
দু’এক পলক আমি চোখ ফেরাতে পারি নি। নিজেকে আমার মহান ও গ্লানিহীন মনে হলো৷
সেই মুহুর্তে আমি পৃথিবীর সমস্ত অপরাধীকে ক্ষমা করে দিতে পারি।
সুপর্ণা’দির হাত দু’টি নিরাভরণ। লাল ব্লাউজের হাতা ওর দুই বাহু যেনো কামড়ে আছে। মুখের ওপর পড়েছে চূর্ণ চুল। আজ সুপর্ণা’দি যেন সুপর্ণা’র চেয়েও বেশী সুন্দর।
আজ সকালে এই যে, সুপর্ণা’দি কে দেখা!
মুনঋষিরা যে সুন্দরকে দ্যাখতে বলেছেন, এই ত সেই।
সুপর্ণা’দির টসটসে রুপ যৌবনের প্রভা আমাকে যেনো এক মুহুর্তে কাঞ্চনজঙ্ঘা শিখরের কাছে নিয়ে গ্যালো।
জানি,
নারীর রুপ নিয়ে এতটা বাড়াবাড়ি করা অতি কুলক্ষণ।
কেউ কেউ বলেন,
এটা আমার রোগ।
হতে পারে।
১৩টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বিমোহিত আপনার বর্ণনায়। এতো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তার সৌন্দর্য যে ধন্যবাদ আপনার প্রাপ্য ভাইয়া। শুভ কামনা রইলো আপনাদের জন্য
অপু রায়হান
সুপর্ণা’দি করেছে আমায় পাগল।
যখন তারে দেখি মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে।
খাদিজাতুল কুবরা
ভাগ্যবান সুপর্ণাদি।
এতো সুন্দর বর্ণনা করেছেন কবি।
অপু রায়হান
ভাগ্যবান ত আমি দি’ভাই 😑
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ, খুব চমৎকার লেখা । — তিনতলার বারান্দার রেলিং ধরে ঈষৎ ঝুঁকে সুপর্ণা’দির এই যে দাঁড়িয়ে থাকা, আপাতত পৃথিবীতে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছু নেই। — শুভ কামনা রইলো ।
অপু রায়হান
আমার এ দু’চোখ এর আগে কখনো সুন্দর দেখিনি 😑
প্রদীপ চক্রবর্তী
চমৎকার উপস্থাপন।
মুগ্ধতা একরাশ।
ভালো থাকুন অনেক।
জিসান শা ইকরাম
দিদিকে নিয়ে এমন ভাবনা কি স্বাভাবিক?
কিছুটা কনফিউজড আমি।
ব্লগের সব লেখা অনেক পরিবারের সন্তান সহ সবাই পরে। শব্দ চয়নে কিছুটা শতর্কতা অবলম্বনে অনুরোধ করছি।
শুভ কামনা।
অপু রায়হান
জ্বী বুঝেছি ধন্যবাদ
জিসান শা ইকরাম
ধন্যবাদ অপু।
ইঞ্জা
এ দেখছি চটুল টাইপের লেখা, এমন লেখা কখনোই ব্লগে দেওয়া উচিত না, আমি ব্লগ সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করছি।
অপু রায়হান
সরি দাদা
হালিম নজরুল
বাহ। লেখক শাড়ি, পাড়, ব্রা সব দেখিয়ে দিল। বর্ণনা খুবই চমৎকার।