
কবিতা রিভিউ
যৌথ কাব্যগ্রন্থ __নির্ঝর শব্দের ঢেউ
সম্পাদনায়__আরজু মুক্তা
প্রকাশক__আবদুল্লাহ আল তানিম
প্রকাশনায়__ইচ্ছে স্বপ্ন প্রকাশনী
কবিতা __( ১) ফিরব আবার
(২) তবুুও চাই
কবি __রোকসানা খন্দকার রুকু
প্রকাশকাল __ডিসেম্বর ২০২০
কবি “রোকসানা খন্দকার রুকু ” একাধারে একজন কবি, গল্পকার এবং প্রগতিশীল লেখক। প্রেমময় কাব্যে তিনি যেমন পারদর্শী তেমনি হাস্য রসাত্নক লেখনীতে সমসাময়িক তুলে ধরেন অনন্য মাত্রায়। তিনি আমার বন্ধু প্রিয় মুখ। সদা হাস্যোজ্জল একজন মানুষ।
তাঁর ‘ফিরব আবার’ কবিতার অদ্ভুত বৈশিষ্ট্য হলো; মায়াবী আবহে তুলে ধরেছেন এক গভীর ভাবের সংবেদন। কবিতাটি পাঠক হৃদয়কে ঝাঁকিয়ে তুলতে বাধ্য। কেননা তিনি যখন এসেছিলেন ধূলির ধরায়, খুশির জোয়ারে ভেসেছে মাতা- পিতা, স্বজন।আবার কেউ কেউ কন্যা শিশু জন্ম অশুভ অপয়মন্ত বলতে ও দ্বিধা করেনি। বেড়ে উঠেছিলেন ক্ষেতের সোনালি ফসলের মতো,পাতাঝরার দিনে নতুন কচি পাতার মতোন। গোয়ালের গরুটির সাথে ও যার অব্যক্ত ভাব হয়েছিল। জীবনের বাঁকে বাঁকে এমনই কতো অর্জন- বিসর্জন। তথাপি ও মায়াময় পৃথিবীর মায়া আমাদেরকে কুক্ষিগত করে রাখতে পারে না। আবার ফিরতেই হবে সেই মাটির কুটিরে।
অনাহুত প্রয়াণে শীতের ঝরা পাতা, গোয়ালের গরু, হুতোম প্যাঁচাটিও শোকে কাতর হবে! এমনকি ফসলের সোনা রঙ হবে ম্লান! সূর্য ও অনশন ডাকবে! লাঠি হাতে বৃদ্ধা মা বাবার প্রিয় খাবারের পদ নিয়ে অপেক্ষা নোনাজলে মিশে যাবে মাটির সাথে।
কবির ভাষায় __
“আমি প্রতিজ্ঞাবদ্ধ ফিরব আবার শীতল মাটির পরে ”
এই অসাধারণ গুণী কবি আরও বলেন __
“অবশেষে সাদা পাথরের এপিটাফে খোদাই রবে
আমিই সেই মেয়ে অগোছালো,
ব্যর্থ, যাচ্ছেতাই এক মানুষ
যার এছাড়া বিশেষ কোনো ইতিহাস নেই।”
দ্বিতীয় কবিতা __তবুও চাই
অনিন্দ্য সুন্দর নামকরণে অনুভূতির প্রগাঢ়তা মিশিয়ে তিনি কবিতাটি রচনা করেছেন। প্রাপ্তি অপ্রাপ্তির মাঝে রয়ে গেছে নিখাঁদ ভালোবাসা। ‘তবুও চাই ‘ শব্দ দুটির মাঝের অব্যয়ই তা প্রমাণ করে।
কবির এই কবিতাটির অন্তরে তাজমহলের মমতাজের ন্যায় একজন স্বপ্ন পুরুষের অস্তিত্ব রয়েছে, যে কিনা প্রেয়সীকে পাথর সরিয়ে ঝর্ণা দেখিয়েছেন। ঘনবনের অন্ধকার পেরিয়ে সূর্যস্নান করিয়েছিলেন। এভাবেই ধীরে ধীরে সাফল্যের সোপানে অধিষ্ঠিত করেছেন। শেষতক ফুটন্ত ফুল ঝরে যাওয়ার মতোই হৃদয় বিদীর্ণ করে স্বপ্ন পুরুষ চলে যায় __
যেতে যেতে পথে রেখে যায় অদৃশ্য অগুনিত কন্টক! এ এক অঘোষিত দণ্ড। দণ্ডিত মানুষটির বুকের কলাপসিবলে ঝুলে থাকা অনুভব তবুও বিশেষ দিনে মনে প্রাণে তাকেই চায়।
কবির ভাষায় __
“তবুও আজ চাই তোমাতে আর একবার পঠিত হোক,
আমার শুভেচ্ছা বার্তা।
আমার যে শুধু তোমাকেই চাই!”
আসুন আমরা বইটি সংগ্রহ করি এবং অসাধারণ সব কবিতা পাঠে সমৃদ্ধ হই।
৯টি মন্তব্য
মনির হোসেন মমি
ফিরব আবার
কবিতাটি জীবনের বাস্তবতা ।ধরণীর বুকে জীবন আগত এবং প্রস্তানের অব্যাক্ত কথা সুন্দর ভাবে ফুটিয়ে তুলেন। তবুও চাই যেন শত বাধা আর বিপত্তিেও ভালবাসার ঘাটতি নাই।
চমৎকার রিভিউ।
যেহেতু এবার বই মেলা সশরীরে হচ্ছে না সুতরাং বইটি ক্রয় বিক্রয়ে অনলাইন মাধ্যই এখন ভরসা। বইটির সাফল্য কামনা করছি।
খাদিজাতুল কুবরা
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন ভাইয়া পড়ে মন্তব্য করার জন্যে। কবিতা দুটি আমাকে আন্দোলিত করে যতোবারই পড়ি। তাই তো রিভিউ লিখে ফেললাম। তবে কতোটা পেরেছি জানিনা। সে ভার প্রিয় পাঠকের হাতে।
অনেক শুভেচ্ছা জানবেন ভাইয়া
আলমগীর সরকার লিটন
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা রইল প্রিয় কবি কুবরা আপু
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন লিটনদা
বইটি পড়ার আমন্ত্রণ রইলো
তৌহিদ
রুকু আপু চমৎকার লেখেন। সোনেলা ব্লগে সমসাময়িক যেসব ব্লগার দ্যুতি ছড়াচ্ছেন তাদের মধ্য রুকু আপু অন্যতম। তার লেখা কবিতা নিয়ে রিভিউ দিয়েছেন দেখে ভালো লাগলো। সহব্লগারদের নিজেদের মাখে এই আন্তরিকতা সাহিত্যচর্চাকে উদ্বুদ্ধ করে সবসময়।
আপনাদের সম্মিলিত প্রয়াসের ফসল এই বইটির জন্য শুভকামনা। সকলের সাফল্য কামনা করি।
সুপর্ণা ফাল্গুনী
আপনি সোনেলার একজন অন্যতম সেরা লেখিকা সেইসাথে রুকু আপুও। তার কবিতা নিয়ে এতো চমৎকার একটি রিভিউ পড়ে খুব ভালো লাগলো আপু। বইটির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা অবিরত
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ দিদিভাই।
রোকসানা খন্দকার রুকু
হি হি হি হি। সরি! দেরি করে ফেললাম। জানোই তো কেন?😜😜
সত্যিই আমি আপ্লুত তোমার মত মানুষের হাতে কবিতার রিভিউ পেয়ে। আমার নিজের লেখা হওয়ার পরেও বোধহয় এতটা সুন্দর ব্যাখ্যা দিতে পারতাম না।
তোমার তুলনা তুমি। যেমন লেখক হিসেবে, তেমনি সহব্লগারদের লেখায় মন্তব্যে, অণুপ্রেরনা দানে। আমি কবিতা দিতাম না তুমি বসেছিলে রুকু দাও অসাধারণ হয়েছে। আমি কখনোই মানতে পারিনা অসাধারণ শব্দটি আমার জন্য।
অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো বন্ধু❤️❤️🥰🥰
আরজু মুক্তা
অগোছালো মেয়েটিও তার কাজের জন্য এমনি মনে দাগ কাটে যে আমরা তাকে ভুলতে পারিনা।
দারুণ হয়েছে রিভিউ