রূপকথার শহর

প্রদীপ চক্রবর্তী ৮ জুন ২০১৯, শনিবার, ০৮:২৭:০৪অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

আলোকিত ভোরের রৌদ্রে,
শিশিররা ঘুমিয়ে পড়েছে শহরের বুকে।

কবির কবিতা নেই থেমে,
শহরের বুকে এসেছে সন্ধ্যা নেমে।

ক্লান্ত পায়ে ফিরছে সবাই ঘরে,
এ যেন ভরাবর্ষার বেবাক হওয়া ঘুমঘোরে।

উষ্ম আদ্রতার প্রেমে জড়িয়েছে বৃক্ষশাখা,
চাঁদের আলোয় ঢেকে আছে স্তব্ধ রাত্রির অমানিশা।

রূপকথার শহরে,
ইটভাঁটার ধোঁয়াছে রঙ ধরেছে বিবর্ণ শহরের বুকে।

অভিসারের মন্ত্র মুগ্ধে কবিতা লিখে বনলতা,
পত্ররন্ধ্রে রসদ খোঁজে তখন বৃক্ষরাজীর লতাপাতা।

ভালোবাসাহীন শুষ্ক বিরহে,
শহর জুড়ে বৃষ্টি নেমেছে ক্লান্ত রাত্রির অকাল বোধনে।

দেবালয়ের মর্মভেদী,
রূপকথার শহর ফিরে পেয়েছে পুনরায় নববাসন্তী।

৯৪২জন ৮৪১জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ