আজ আমি বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে,,,,
কাঠগড়ার সামনে বসে থাকা সবার চোখে একই প্রশ্ন এতো উচ্ছ্বাসী,সদা হাস্যোজ্বল মেয়েটির নামে কিসের মামলা?
আদালতে ছি! ছি! এর ছড়াছড়ি,,,,
যাহা বলিবো সত্য বলিবো, সত্য বৈ মিথ্যা বলিবো না।
বিচারকার্য শুরু,,,,
অপর পক্ষের উকিলের বয়ান,,,,
আমার অপরাধ কাউকে ভালো লাগা,
আমার অপরাধ ভালোলাগার মানুষটাকে সারাজীবন আগলে রাখার চেষ্টা করা,
আমার অপরাধ, ভালোলাগার মানুষটার সাথে উইপোকার মত লেগে থাকতে চাওয়া,
আমার অপরাধ এলোমেলো,অগোছালো কাউকে গুছিয়ে দেয়ার চেষ্টা।
আমার সবচেয়ে বড় অপরাধ মানুষকে ভালোবাসা,বিশ্বাস করা,সবার সাথে এক নিমিষেই মিশে যাওয়া,নিজের দূর্বলতা প্রকাশ করা, আরও কত হাবিজাবি অপরাধ!!!
উকিল সাহেবের হাতে এরকম আরও হাজারটা আমার অপরাধের ফর্দ।
জজ সাহেব আমার পক্ষের উকিলকে বলতে বললেন।
কিন্তু কোথায় আমার পক্ষের উকিল????
আমারতো কোন উকিলই নিয়োগ দেয়া হয় নি।
কথায় আছে কাউকে ভালোবাসলে তার বাড়ীর কুকুরকেও ভালো লাগে।
আমার ক্ষেত্রেও তাই, তার সব আপনজন ছিল আমার আপনজন।
আজ আমিইতো দোষী,সে সহ তার পক্ষের সাক্ষীরাই ছিল আমার আপনজন।
অগত্যা আমার কোন সাক্ষী খুঁজে পাওয়া গেল না।
জজ বেচারা হতাশ দৃষ্টিতে তাকিয়ে আমায় জিজ্ঞেস করল আমার অনুভূতি,,,
আমি🥰এখনো মুখে সেই পুরনো হাসি,,,
ভালোবাসিতো তাই বেহায়াপনা করি,,,,
আমার বলার কিছু নাই,
আমিতো কোন পীথাগোরাসের উপপাদ্য নই যে চিত্র দেখিয়ে আমাকে প্রমান করতে হবে?
আমি রবীঠাকুরের কাদম্বরী দেবী যে কিনা শতকিছু নিজের ভিতর পুষে রেখে নিরবে নিভৃতে চলে গিয়েছে,
আমি নিউটনের কোন সূত্র নই যে আমার পরস্পর আর বিপরীত প্রতিক্রিয়া থাকবে!
আমিতো সুনীলের মস্ত বড় আকাশের ছাঁদে ভেসে যাওয়া মেঘের মত।
আমি বেগম রোকেয়ার মত এতো সাহসীও নই, যে সব অন্যায়ের প্রতিবাদ করতে পারি?
আমি হুমায়ুন আহমেদের তিথির মত,নীল তোয়ালেটায় নিজের দুঃখ লুকাই।
আমি পাঠ্যবইয়ের পাঠিগনিতের মত জটিল অংক ও নই
যে,জেনে বুঝে মাথায় ঢুকিয়ে নিতে হবে!
আমি গিরিনন্দিনী হৈমন্তীর মতো,সৌন্দর্য ও সংসারের ভাবগত দ্বন্দের উপর আশ্রিত ভোরের স্নিগ্ধ শিশির।
আমি সমরেশ মজুমদারের হৃদয় নিঃসৃত সৌন্দর্যবোধে সৃষ্ট একখানা শান্ত শ্রীর প্রতিক।
অবশেষে শুধু এইটুকু বলতে পারি,
আমি শৈলচূড়ার বরফের মত শুভ্র ও পবিত্র।
আজ আমার বিচারের রায় দেয়া হলো,,,
ভালোবাসার অপরাধে আজীবন ভাষাহীন একাকী অন্ততকালের পথযাত্রার-দণ্ড।।।
তুমিইইই জিতলে।।।
অতঃপর আমি হেরে গিয়ে বেঁচে গেলাম
তবুও আমি এখনো খুঁজে বেড়াই তোমায়,
আমার ঘরের কোনের কল্পছায়ায়।
আমার স্বপ্ন বাসরে তোমার সীমানা ছুঁতে চাই।
তোমার জোঁছনামাখা শরীরের গন্ধ নিতে চাই আঁধারে দাঁড়িয়ে।
এখন আমি বাঁচি শুধু নক্ষত্রের রুপালী আলোর ফিকে হওয়ার আশায়।।।।
ছবিঃ নেট থেকে
১৪টি মন্তব্য
মনির হোসেন মমি
ভালবাসলে এমনিই হওয়া চাই সকল দোষে দোষী নিজেই।
কথায় আছে
সু সময়ে অনেক বন্ধু পাওয়া যায় অসময়ে হায় হায় কেউ কারো নয়।
সুন্দর উপস্থাপনা।
রেজওয়ানা কবির
একেবারে সত্যি কথা বলেছেন ভাইয়া। সকল দোষ মাথা পেতে নিয়েই ভালোবাসতে হয়। আর দুধের মাছিরাইতো আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ধন্যবাদ এবং শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
বিরাট ভুল হইছে এবারের বার কাউন্সিলের পরীক্ষা না দেয়াটা। এ কেসটা অন্ততঃ পাইতাম। 😛😛
ফাটায় ফেলছেন একদম! পানি আনবো নাকি? জোড়ে জোড় শ্বাস নিতে থাকুন!
তারপর ঘাড় মটকাবার পালা প্রেম, পবিত্রতা নিয়ে খেলা করা ভন্ড প্রেমিকদের। যারা অপরাধী হয়েও অন্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মজা নেয়।
কলম ফিরেছে আর যেন না থামে।।।শুভকামনা অশেষ।।।🌹🌹🌹🌹
রেজওয়ানা কবির
বার কাউন্সিলিং এর পরীক্ষা দিলে আপনি হাইয়েস্ট মার্ক পেতেন কেননা কেসটার জজ হয়ত আপনি থাকতেন🥰 পানি আনন লাগবি না এমনিতেই নাকের পানি, চোখের পানিতে বন্যায় ভাসছি আজকাল। শ্বাস নিতে চেষ্টা করছি।
আপনার প্রচেষ্টায় লিখতে পারলাম। শব্দ সব হারিয়ে গেছে, আপনার অনুপ্রেরণায়,লেগে থাকায় আর উৎসাহেই আবার অনেকদিনপর লিখলাম।
এইজন্য কৃতঙ্গতা আজীবন। ধন্যবাদ আর শুভকামনা। নিজের গন্তব্যে পৌছান এই কামনা।
রোকসানা খন্দকার রুকু
বন্যা এলে তো সামান্য ভাসতেই হয়!
আর সাবধানে থাকুন! আশেপাশের সর্দি, কফ, কাশি থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন কারন এ বড় ছোঁয়াচে। ছোঁয়াচ লাগলে, সহজে সারতে চায় না।
রেজওয়ানা কবির
যথা আজ্ঞা মহারানী🥰
হালিমা আক্তার
ভালোবাসা যদি কাঠগড়ায় দাঁড়ায়, বিচারকও আসামি হয়ে যাবে। সেকি ভালোবাসেনি কভু কাউকে। কে কার বিচার করিবে তখন। শুভ কামনা রইলো।
রেজওয়ানা কবির
আপু বিচারক আসামী হলে কি আর শাস্তি দিতো!বিচারক নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা ভুলে যায় তখন শুধু বিচারকের সামনে থাকে বিচারকাজ। তবে একদিক থেকে ভালোই বলেছেন। অন্তত বিচারকাজ শেষ করার পর হলেও তো একবারের জন্য বিচারকের নিজের ভালোবাসা মনে পড়ে।
ধন্যবাদ আর শুভকামনা নিরন্তর আপু।
জিয়া আল-দীন
মনোযোগ দিয়ে পড়লাম।রবীবাবুর গান মনে পড়লো–
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগি–
শুভকামনা🌹
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা।
রিতু জাহান
ভালবাসলে বুঝি পিছলা হতে হয়!
পাটিগণিতের সহজ সরল সোজা না তবু তার নাম সরল অংক।
কি যে জটিল! উত্তর না মিললে ধরাও পড়ে না কোথায় হলো ভুলটা।
ভালো লেগেছে লেখা,,
রেজওয়ানা কবির
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
আদালতের কাঠগড়ায় কত না সত্য প্রমাণের অভাবে মিথ্যার মোড়কে বন্দী থাকে। মন ভাঙা অপরাধীর সাক্ষীরা সব সময়েই দুর্বল এখানে! তবুও মানুষ ভালবাসে, আগলে রাখার প্রয়োজনে হেরে গিয়েও পাশে থাকে।
লেখায় বিভিন্ন জায়গায় বানান ভুল হওয়াতে পড়ায় মনোযোগ হারাতে হয়েছে। ভুল গুলো ঠিক করে নিয়েন।
অর্ধ-শততম পোস্টের জন্য অভিনন্দন। অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো, দ্রুত গতিতে শততম পোস্টে দেখতে চাই। ভালো থাকুন 🌹🌹
রেজওয়ানা কবির
শতকিছুর পরেও আসলেই কিছুসংখ্যক মানুষ ভালোবেসে যায়। ধন্যবাদ আপু শুভেচ্ছা দেয়ার জন্য আর ভুল ধরিয়ে দেয়ার জন্য। বানানে বরাবরেই আমি খারাপ। ঠিক করে নিবো। শুভকামনা 💘