প্রিয় রুদ্র,
“ভালো আছি ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লেখো” চিঠিতো রোজই লিখি,তবে সংশয় হয় তুমি কি পাও সে চিঠি?পড়তে পারো কাগজের ভাজ খুলে?ওপারে বসে বুঝতে পারো কি করুন হাহাকার বুকের ভেতর? চিঠির ভাষায়!
তুমি হীন তোমার নিসঙ্গতার দাপটে কতটা গভীর ক্ষত তৈরি হয়েছে বুকের ভেতর কাচা কলিজায়?
“জানো? চার দিকে শুধু কবি আর কবিতার ছড়াছরি
অথচ তুমি নেই, দ্রহ নেই, অযত্নে স্বাধীনতার করুন হামাগুড়ি।”
নির্যাতিত নিপরিত কন্ঠে কেউ কথা বলে না মোটেই।যদিওবা ছিটেফোটা আওয়াজ আসে তা কেবলই স্বস্বার্থে।প্রমাপ্লুত কন্ঠে কেহ আর হুংকার করে না তোমার মত নিঃস্বার্থ।
এই আধপোড়া সমাজ সংসারে তুমি কি পারো না ফিরতে, পাখি হয়ে?
যানো! তোমার ফেরার বাহানায় কি আজব কান্ড ঘটাই?সেই যে বললে, আকাশের ঠিকানায় চিঠি লিখতে! শুধু চিঠি লিখেই শান্ত হতে পারি না যানো! প্রেমিকার উষ্ণ ছোয়া উপক্ষা করে আমি নিশী জেগে চেয়ে রই আকাশের পানে।
হাজারো তারার মেলায় যদি ভেসে উঠে তোমার মুখ, আমি আপ্লুত হতাম।চকিতে যদি কানে আসে রাতজাগা পাখির সুরেলা সুর,তোমার প্রেমিক কন্ঠ খুজে নিতাম।হিংস্র প্রাণীটি যদি খেকিয়ে উঠে একটি বার,তোমার বজ্র কন্ঠ খুজে নিতাম। তবুও তোমায় পেতাম।
“যদিও তেমায় পাই মনে মনের গহিনে,
তুমি বেচে আছো কবিতায় হাজারো প্রাণে।”
ওপারে ভালো থেকো, প্রেমের কবি, দ্রহের কবি।
ইতি
রুদ্র” তৃষ্ণায় তৃষ্ণার্ত মোহাম্মদ দিদার
১৬টি মন্তব্য
ফয়জুল মহী
একরাশ ভালো লাগার ভালোবাসা ।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ। আপনাকে স্যালুট এমন করে ভাবার জন্য। এমন সুন্দর চিঠি আবেগ আপ্লুত করে দিল। কবি যেখানেই থাকুক ভালো থাকুক, বিনম্র শ্রদ্ধা তার প্রতি। আপনাকেও ধন্যবাদ ও শুভকামনা
মোহাম্মদ দিদার
ধন্যবাদ আপনাকে,
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা। শুভ কামনা রইলো।
নিতাই বাবু
আকাশের ঠিকানায় লেখা চিঠি পড়ে ঠিক যেন আকাশের সাথে মিশে গেলাম দাদা। দারুণ লিখেছেন। ভালো লাগলো। শুভকামনা সবসময়।
মোহাম্মদ দিদার
কৃতজ্ঞতারইলোসুপ্রিয়
তৌহিদ
রুদ্রের কবিতা হৃদয়ে দোলা দিয়ে যায়। আহা! তিনি যদি এই চিঠি পড়তেন!
ভালো লাগলো লেখা, শুভকামনা রইলো।
মোহাম্মদ দিদার
আহা! যদি তিনি পরতেন! আকাশ চুম্বি প্রেমানুভবে হারিয়ে যেতাম। আরাধনাই রয়ে গেলো।
আপতত আপনি পরছেন, এতোও ভালো লাগলো। আপ্লুত হলাম। ভালো থাকুন, সর্বদা।
আরজু মুক্তা
রুদ্র আমার প্রিয় কবি।
আপনার চিঠি ভালো লাগলো
মোহাম্মদ দিদার
রুদ্র আমার প্রিয়, কবি প্রানের কবি ও বটে।
এস.জেড বাবু
প্রিয় একজনকে নিয়ে লিখা।
শ্রদ্ধা রইলো
হালিম নজরুল
আবেগাপ্লুত হলাম।
মোহাম্মদ দিদার
কৃতজ্ঞতা ভাই
মোঃ মজিবর রহমান
আজকের সাহিত্যিক এখন দলকানা, দ্রহ কেমনে রচিবে ভাই।
মোহাম্মদ দিদার
আসলেই তাই,
তবে নয় সবাই
মোঃ মজিবর রহমান
যে কইজন আছে ভয়ে, আমরা এখন দেশ, দশ, আদর্শ নিয়ে ভাবিনা, ভাবি কিভাবে ভালো থাকব, কিভাবে সন্তানদের ভালো রাখব। কিন্তু এই অবস্থা আগেও ছিলো এখন আছে তবে জ্বালায় কেউ জ্বলি না প্রতিবাদ করি না।