তার আর আমার গল্পটা একটু অস্বচ্ছলতার হলে এই পৃথিবীর এমন কোন ক্ষতি হতোনা। আমরা আজ দুজনেই বড় বেশী স্বচ্ছল তাই হয়ত ভালোবাসার অস্বচ্ছলতা আমাদেরকে অহর্নিশি তাড়িয়ে বেড়ায়। সেও চাল ডাল লবন তেলের হিসেব কষে, আমারও তাই। অথচ একদিন স্বপ্ন ছিল হিসেবের খাতা একটাই হবে। নগদ, বাকি, পাওনাদার দেনাদার একি খাতায় নথিভুক্ত হবে। ভালো লাগেনা কিছু আর আজকাল। হিসেবের খাতা গরমিল করে ফেলি রোজই। মেলেনা কোন হিসেব। বাকীর খাতে জমা হতে থাকে অনেক পুরনো ক্ষোভ, প্রেম, অভিমান, রাগ, ঝগড়া!!!
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
এক আত্মা এক মন তারপরেও ভিন্ন হিসেবের খাতা , কষ্টকর এসব ভাবলেও । তবুও জীবন বহমান l
মিসু
তবুও জীবন বহমান , হ্যা , জিসান ভাই ।
মর্তুজা হাসান সৈকত
ভারী সুন্দর কথামালাগুলো । মুগ্ধতা রেখে গেলাম ।
মিসু
ধন্যবাদ ভাই ।
প্রজন্ম ৭১
লেখার মাঝে কি একটুখানি কান্না লুকিয়ে আছে ? তারা দুজনে আসলেই কি সবচ্ছল আছেন ? ছোট লেখায় অনেক ভালোলাগা।
মিসু
হয়ত কান্না লুকিয়ে আছে , অথবা নেই । তবে এসবের খাতা আলাদা হয়ে গিয়েছে । ধন্যবাদ আপনাকে ।
শিশির কনা
কত অল্প কথায় বললেন কত কিছু । এভাবে লিখুন রোজ ।
মিসু
মনটা ভীষণ এলোমেলো শিশির কনা । লিখছি যখন ইচ্ছে হয় তখন।
ছাইরাছ হেলাল
বাকির খাতায় পাহাড় জমিয়ে কী লাভ ?
বরং হিসেব তামাদি করে নূতন খাতা খুলে আবার কিছু
ভুল-ভাল হিসেব কষি হেসে হেসে ।
মিসু
চেষ্টা করছি ভাইয়া , পারছিনা তো 🙁
বনলতা সেন
বেশি হিসেব মেলানোর দরকারই বা কী ?
মিসু
হিসেব তো চলে আসে বনলতা 🙁
ব্লগার সজীব
বিচ্ছেদ ভালো না আপু 🙁
মিসু
আসলেই বিচ্ছেদ ভালো নয় (-3
খসড়া
আপনার রাফ খাতা আর আমার খসড়া খাতা 😀