রাফখাতা:২

মিসু ৫ জুলাই ২০১৩, শুক্রবার, ১১:৪৫:৫৮পূর্বাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

তার আর আমার গল্পটা একটু অস্বচ্ছলতার হলে এই পৃথিবীর এমন কোন ক্ষতি হতোনা। আমরা আজ দুজনেই বড় বেশী স্বচ্ছল তাই হয়ত ভালোবাসার অস্বচ্ছলতা আমাদেরকে অহর্নিশি তাড়িয়ে বেড়ায়। সেও চাল ডাল লবন তেলের হিসেব কষে, আমারও তাই। অথচ একদিন স্বপ্ন ছিল হিসেবের খাতা একটাই হবে। নগদ, বাকি, পাওনাদার দেনাদার একি খাতায় নথিভুক্ত হবে। ভালো লাগেনা কিছু আর আজকাল। হিসেবের খাতা গরমিল করে ফেলি রোজই। মেলেনা কোন হিসেব। বাকীর খাতে জমা হতে থাকে অনেক পুরনো ক্ষোভ, প্রেম, অভিমান, রাগ, ঝগড়া!!!

৫২৪জন ৫২৪জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ