রাতদুপুর

আলমগীর সরকার লিটন ২৭ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ১১:০১:০০পূর্বাহ্ন কবিতা ৭ মন্তব্য
ডেঙ্গুর ভয়ে
দুর্বল হয়ে যাচ্ছে সময়-
মৃত্যুর কাছাকাছি
কবির কলম, মন্দ নয়!
মশার গায়ে কবিতার দূরত্ব নেই;
শুধু মৃত্যু আর মৃত্যুর আর্তনাদ
খেলা করছে রাতদুপুর!
তবু হাত পা মশারির  মধ্যে রাখা ভাবনা নেই
দুপুর যায়, রাত আসে- ভোর হয়;
অথচ কবির অসুখের চিকিৎসা
কবিতার রঙমুখি দেহ, জল মাটি আকাশ।
১২ আশ্বিন ১৪২৯, ২৭ সেপ্টেম্বর ’২২
৪৬২জন ৩৯৪জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ