মৃত্যুর কাছাকাছি
কবির কলম, মন্দ নয়!
মশার গায়ে কবিতার দূরত্ব নেই;
শুধু মৃত্যু আর মৃত্যুর আর্তনাদ
খেলা করছে রাতদুপুর!
তবু হাত পা মশারির মধ্যে রাখা ভাবনা নেই
দুপুর যায়, রাত আসে- ভোর হয়;
অথচ কবির অসুখের চিকিৎসা
কবিতার রঙমুখি দেহ, জল মাটি আকাশ।
১২ আশ্বিন ১৪২৯, ২৭ সেপ্টেম্বর ’২২
৭টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
বেশ অনুভবী উচ্চারণ কবি দা!
শুভ কামনা জানবেন সতত।
আলমগীর সরকার লিটন
জি কবি দা অনেক ফুলের শুভেচ্ছা নিবেন
ভাল থাকবেন————
সুরাইয়া নার্গিস
ডেঙ্গু নিয়ে সত্যিই চিন্তিত পরিচিত কয়েকজন অসুস্থ,তাদের সুস্থতা কামনা করছি।
আপনার লেখা সব সময় ভালো লাগে, কবিতাও দারুন লিখছেন।
খুবই ভাবগম্ভীর কবিতা, বুঝতে সময় লাগলো
আলমগীর সরকার লিটন
সাধারণ ভাবগম্ভীর কবিতা লেখি
অনেক শুভেচ্ছা রইল—-
ভাল ও সুস্থ থাকবেন কবি নার্গিস আপা!
হালিম নজরুল
দুর্বল হয়ে যাচ্ছে সময়-
আলমগীর সরকার লিটন
জি কবি নজরুল দা অনেক ফুলের শুভেচ্ছা নিবেন
ভাল ও সুস্থ থাকবেন————
হালিমা আক্তার
ডেঙ্গু খুব বিপদজনক হয়ে উঠেছে। পরিচিত অনেকে আক্রান্ত। আল্লাহ সবাইকে সুস্থ করে দিন। সবার প্রতি আল্লাহ সহায় হোন।