রাজু “এক টান”

ব্লগার রাজু ৪ এপ্রিল ২০১৪, শুক্রবার, ০৫:১০:৪০অপরাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

বাসা থেকে বের হয়ে বিকেলে ফ্লাইওভার এর নিচে গেলাম
সেখানে গিয়ে দেখতে পেলাম আমার কিছু বন্ধুরা সিগারেট টানছে
দূর থেকে আমাকে দেখেই কাব্য (প্রতীকী নাম) ডাক দিয়ে বসল…
—আরে রাজু নাকি? এইদিকে আয়।
কিছুক্ষণ বিলম্ব করে আমি ওদের কাছে গেলাম।
আমাকে দেখে বলে উঠল,
—এতদিন পর বাসা থেকে বের হইলি? আয় বস,
আমি ওদের পাশে বসলাম।
আমার হাতে একটা জ্বলন্ত সিগারেট ধরিয়ে দিয়ে মাহি (প্রতীকী নাম) বলল
—এই নে একটা টান দে
স্যরি দোস্ত আমি খাই না…
—আরে নে ব্যাটা এক টান দিলে আর কি হইব?
পাশ থেকে “গরুর বাছুর” স্যরি বাচ্চু বলে উঠল
—“Smoking is an Art” আর “ধূমপান মধুপান”
তার ঠিক পাশেই বসা ছিল মদন কুমার আবুল (প্রতীকী নাম)
—আরে বাদ দে ব্যাটা, সিগারেট টানবো আমাদের মত স্মার্ট পোলাপাইন। ওর মত পোলা সিগারেট টানবো???
আমি সুধু একটা কথা বলেই ওই জাইগা থেকে চলে আসলাম
দোস্তঃ

“সিগারেট খাওয়া যদি এই যুগের স্মার্টনেস হয়,
তাহলে আমি এই যুগের সব থেকে বড় আনস্মার্ট”!!!

এই লিখা পড়ে অনেকেই বলতে পারেন, নিজের ঢোল নিজেই পিটাচ্ছি বা নিজেকে মানুষের কাছে বড় করার জন্য, ভাল, ভদ্র প্রমান করার জন্য লিখেছি। কিন্তু না…
আমার এই লিখার উদ্দেশ্য একটাই,

“বন্ধুদের মন রক্ষার্থে বা স্মার্টনেস দেখানোর জন্য কখনো সিগারেট হাতে তুলে নিবেন না”।
এতে ক্ষতি আপনারই একবার আপনি আসক্ত হয়ে পড়লে আর কখনও ছাড়তে পারবেন না।
এর পর থেকে আপনি সিগারেট এর পাশাপাশি আরও অনেক কিছুই খাবেন।
কেননা সিগারেট আপনাকে অন্য কিছুতে টেনে নিয়ে যাবে।”

৬১০জন ৬১০জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ