বাসা থেকে বের হয়ে বিকেলে ফ্লাইওভার এর নিচে গেলাম
সেখানে গিয়ে দেখতে পেলাম আমার কিছু বন্ধুরা সিগারেট টানছে
দূর থেকে আমাকে দেখেই কাব্য (প্রতীকী নাম) ডাক দিয়ে বসল…
—আরে রাজু নাকি? এইদিকে আয়।
কিছুক্ষণ বিলম্ব করে আমি ওদের কাছে গেলাম।
আমাকে দেখে বলে উঠল,
—এতদিন পর বাসা থেকে বের হইলি? আয় বস,
আমি ওদের পাশে বসলাম।
আমার হাতে একটা জ্বলন্ত সিগারেট ধরিয়ে দিয়ে মাহি (প্রতীকী নাম) বলল
—এই নে একটা টান দে
স্যরি দোস্ত আমি খাই না…
—আরে নে ব্যাটা এক টান দিলে আর কি হইব?
পাশ থেকে “গরুর বাছুর” স্যরি বাচ্চু বলে উঠল
—“Smoking is an Art” আর “ধূমপান মধুপান”
তার ঠিক পাশেই বসা ছিল মদন কুমার আবুল (প্রতীকী নাম)
—আরে বাদ দে ব্যাটা, সিগারেট টানবো আমাদের মত স্মার্ট পোলাপাইন। ওর মত পোলা সিগারেট টানবো???
আমি সুধু একটা কথা বলেই ওই জাইগা থেকে চলে আসলাম
দোস্তঃ
“সিগারেট খাওয়া যদি এই যুগের স্মার্টনেস হয়,
তাহলে আমি এই যুগের সব থেকে বড় আনস্মার্ট”!!!
এই লিখা পড়ে অনেকেই বলতে পারেন, নিজের ঢোল নিজেই পিটাচ্ছি বা নিজেকে মানুষের কাছে বড় করার জন্য, ভাল, ভদ্র প্রমান করার জন্য লিখেছি। কিন্তু না…
আমার এই লিখার উদ্দেশ্য একটাই,
“বন্ধুদের মন রক্ষার্থে বা স্মার্টনেস দেখানোর জন্য কখনো সিগারেট হাতে তুলে নিবেন না”।
এতে ক্ষতি আপনারই একবার আপনি আসক্ত হয়ে পড়লে আর কখনও ছাড়তে পারবেন না।
এর পর থেকে আপনি সিগারেট এর পাশাপাশি আরও অনেক কিছুই খাবেন।
কেননা সিগারেট আপনাকে অন্য কিছুতে টেনে নিয়ে যাবে।”
৯টি মন্তব্য
মা মাটি দেশ
-{@ (y)
ব্লগার রাজু
-{@ (y) 🙂
প্রহেলিকা
২০০৭ থেকে আমি ধুমপান করি অনেক চেষ্টা করে ২০১০ সালে একটানা ৩দিন না খেয়ে ছিলাম কিন্তু লাভ হলো না আমি পারিনি ছাড়তে এখনো। তাই আপনার সাথে সহমত প্রকাশ করলাম কারণ ছাড়া খুব কঠিন অনেকে বলে মনের ব্যপার কিন্তু করতে গেলে বুঝা যায় কত যে কষ্ট এর চেয়ে ভালো না ধরাটাই। ভাল লিখেছেন ভালো থাকুন সুস্থ থাকুন। -{@
ব্লগার রাজু
অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনুরোধ করব ছেড়ে দিতে (3 -{@ (y) 🙂
শুন্য শুন্যালয়
খুব ভালো লাগলো …
যারা সিগারেট খাওয়া কে স্মার্টনেস বলে তারাই গর্দভ ..
ব্লগার রাজু
একদম ঠিক 🙂 (y) বলেছেন
রিমি রুম্মান
ধূমপান বিষপান …
ব্লগার রাজু
ঠিক বলেছেন আপু 🙂 (y)
ছাইরাছ হেলাল
এই ক্ষতিকর অভ্যাস পরিত্যাগ করা অনেক ভাল ।
আমি ধূমপায়ী না ।