চিরচেনা পথের প্রান্ত ছুঁয়ে দিলেই মনে পড়ে যায় তোর কথা,
দৃষ্টির বিভ্রমে ডুবেছি যতবার, তুই তারও বেশিবার জাপটে ধরেছিস আমায়।
কী ছিলো ঐ জবরদস্তি আলিঙ্গনে!
তোর লোমশ বুকের স্পর্শটা
আজ বড্ডো অচেনা লাগে
যেনো মরিচিকার অলস বাধ,
যে দিগন্তের গোধুলিতে হারিয়েছি নিযুত-কোটি লগ্ন
আজ তাকে লাগছে
চোখের ঘোলা মণিতে স্বপ্ন পাতা ফাঁদ,
তুই শেখালি ছলনা কী/কাহারে বলে
আমি শিখলাম ভালোবাসায় বেখায়ালী হবার নমুনা;
প্রেমের যত ছলাকলা সবই হবে সাঙ্গ যখন,
ফুরাবে দিন, রাশিরাশি প্রতিক্ষার আকন্ঠ অবগাহন;
কথা দিলাম, ভুগবি তুই-ও
হয়তো কিছু কম, নয়তো দ্বিগুন,
একদিন হবে লেনাদেনার চুক্তি সমাপন..
অ-কবিতা
ছবি -আমার 🙂
৩৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
আসবক্ষন আবার হবে তো দেঝা সোনেলাওপ্রান্তে।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, সোনেলার মাঝেই অপেক্ষা করবো 🙂
সুপর্ণা ফাল্গুনী
একদিন সব ছলনার হিসাব বুঝে নিতে হয়তো কম নয়তো দ্বিগুণ প্রকৃতির বিচারে। দারুন লেগেছে আপু। শিরোনাম টা অসাধারন। ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সন্ধ্যা। ভালোবাসা অবিরাম 🌹🌹
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ সুপর্ণাদি 🙂
শুভ কামনা নিরন্তর 🌹🌹
শামীম চৌধুরী
খুব সুন্দর।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
লেনাদেনার চুক্তিতে দুজনি অবগাহন করুক।
বেশ লিখেছেন, দিদি।
সাবিনা ইয়াসমিন
হু, লেনাদেনার চুক্তির হিসেব সহজে মেলেনা।
ধন্যবাদ প্রদীপ। শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু।
“কথা দিলাম, ভুগবি তুই-ও
হয়তো কিছু কম, নয়তো দ্বিগুন,
একদিন হবে লেনাদেনার চুক্তি সমাপন..”
স্বার্থপর প্রেমিক॥ শাস্তি তো পেতেই হবে!!!!
খুউব খারাপ (অসাধারণ) লিখেছেন।
ভালোবাসা ও শুভকামনা রইল।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ধন্যবাদ। স্বার্থপরতার জন্য একদিন সবাইকেই শাস্তি পেতে হয় বৈকি। প্রেমিক অথবা সৈনিক কারো নিস্তার নেই।
শুভ কামনা 🌹🌹
ছাইরাছ হেলাল
বেশ উচ্চকিত হয়ে অভিশাপ বর্ষণের আখ্যান পাওয়া গেল কবিতায় ,
তা-ও দ্বিগুন চতুর্গুণ হারে। পেম/পুম যারা করেন বা আস্থায় রাখেন তাদের জন্য তাবিজ হিসেবে খুব উপাদেয়
হতে পারে। কুল কুল, পরের লেখা তৈরি করতে বসে যান, উনুনের আঁচ থাকতে থাকতে।
সাবিনা ইয়াসমিন
উনুনের আঁচ ফুরিয়ে গেছে। দেখি আবার জ্বলে উঠলে চেষ্টা নিবো। পেম/পুম কইযে পান ভেবে তো কুল কিনারা পাচ্ছি না মহারাজ!
সুপায়ন বড়ুয়া
“তুই শেখালি ছলনা কী/কাহারে বলে
আমি শিখলাম ভালোবাসায় বেখায়ালী হবার নমুনা; “
শটের ছলের অভাব হয় না
বিশ্বাষ করে ঠকো না।
এটাই আমার বাসনা
অ কবিতার জন্য আমার শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনাদের অঅনুপ্রেরণাতেই লিখবো 🙂
শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
দম ফুরালে সব টুস ……..
সাবিনা ইয়াসমিন
আসলেই!
ধন্যবাদ মহী ভাই। ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
উর্বশী
লেনাদেনা চুক্তি একদিনেই সমাপন হবে। রাশি রাশি অপেক্ষা কোনো কাজেই আসবেনা। ভাল লাগলো আপনার অ- কবিতা।
অফুরান শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
একদিন সব অপেক্ষা/প্রতিক্ষারই অবসান ঘটে।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকুন সারাক্ষণ। শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
তুই শেখালি ছলনা কি? কাহারে বলে?
আমি শিখলাম ভালবাসায় বেখেয়ালী হবার নমুনা।
অনেক সুন্দর আপু।ভালোবাসা রইলো।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা আপনাকেও।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সৌবর্ণ বাঁধন
অনেক সুন্দর
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ, শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
প্রেমময় ছন্দ যেনো ঘোরদরজা বন্ধ
অনেক শুভেচ্ছা নিবেন কবি আপু———
সাবিনা ইয়াসমিন
হাহাহা, ধন্যবাদ কবি লিটন ভাই।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুরাইয়া নার্গিস
অনেক অনেক সুন্দর একটা কবিতা পড়লাম মিষ্টি আপু।
মুগ্ধ হলাম আপু।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
ভালোবাসা সবার সমান হয়না। কেউ স্বার্থের জন্য আর কেউ মন থেকেই ভালোবাসে। যে ভালোবাসে সে কষ্ট পায় আর যে চলে যায় সে থাকে অন্যের মনে। ধিক এমন ভালোবাসাকে।
চমৎকার লিখেছেন আপু। শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা যারযার মতো হয়, মানুষের মাঝেই বসত করে, আবার মানুষের দ্বারাই হয় অপমানিত।
সব সময় সুন্দর বিশ্লেষণের জন্য আন্তরিক ধন্যবাদ ভাই। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
অন্যায়ের শাস্তি পেতেই হবে
। সাহস যুগিয়ে ভয় দেখান
সততায় গুনগান গেয়ে সততার ভরাডুবি মেনে নেওয়া যায়না।
ন্যায়ের পথের পথিক হয়ে আমার সব কেড়ে নিয়ে ভাল থাকতে পারা সম্ভব হবার কথা নই, এর শাস্তি কখনো না কখন পেতেউ হবে
।
দারুন লেখা ভাই।
সাবিনা ইয়াসমিন
অন্যায়ের শাস্তি একদিন সবাইকেই পেতে হয়। দুদিন আগে অথবা পরে। অন্যায়কারীর ক্ষমা হয় না, কখনো কখনো নিজেই হয় নিজের বিচারক।
ধন্যবাদ ভাই। ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
মোঃ মজিবর রহমান
সময়এর দোষ দিইনা আমি এখন মানসিক ভাবেই চলছি।
অন্যায়ের শাস্তি হবেই। হোক।
সুরাইয়া পারভীন
আহা! এমন মিষ্টি শান্ত মেয়েটি
কি করে কাউকে শাপ-শাপান্তর করতে পারে!
জোর জবরদস্তি করা আলিঙ্গনে হয়তো একপক্ষীয় সুখানুভূতি ছিল নয়তো কেনো কেউ জোর জবরদস্তি করে আলিঙ্গনে জড়াবে বলুন।
ঈশ্বর তাহাদের মঙ্গল করুক
যাহারা ছলনার ভালোবাসায় জড়িছে/ছিল
সাবিনা ইয়াসমিন
কেন জানি ঈশ্বরকে ছলনাকারীদের পক্ষ নিতে বেশি দেখা যায়। তবুও চাই ঈশ্বর তাহাদের মঙ্গল করুন। কারণ ভাঙ্গনের মাঝেই থাকে নতুন গড়ার তাগিদ 🙂
চমৎকার কমেন্ট!
শুভ কামনা নিরন্তর 🌹🌹