রহস্যময় এক জীবনে দাঁড়িয়েছি!
যেখানে নাকি ঈশ্বর থেকেও নেই-
এমনকি প্রভুময়ের কোন ভয় নেই,
অস্থা নেই- বিশ্বাস নেই তবু রহস্যময়;
এভাবেই চলতে হবে রাত কিংবা দিন!
পাহাড় কিংবা নদনদী এই জোয়ার, ভাটা
কি অদ্ভুত রঙবিরল দৃষ্টিপট রঙিন থেকে রঙিন?
অথচ আসা যাওয়ার মধ্যেই রহস্যময়;
আকাশে সাদা মেঘ- লাল, নীল, সবুজ মেঘ
তারপর বৃষ্টিঝড় এমন কি বজ্রপাত!
অতঃপর পরিসমাপ্তি ঘটে আষাঢ়ের কিছু জলমৃত্যু
আহার নিদ্রা দেখ দেখি রহস্যময় সবকিছু।
০৫ চৈত্র ১৪২৬, ১৯ মার্চ ২০
——————————-
৮টি মন্তব্য
সুরাইয়া নার্গিস
চমৎকার, সুন্দর উপস্থাপনা।
শুভ কামনা রইল সবার জন্য।
সুপায়ন বড়ুয়া
জীবন রহস্য ময়
সন্দেহ বাতিক প্রেমিকের কন্ঠে
শুনেছি বার বার
আবার কি হলো বন্ধু তোমার।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই আসা যাওয়াটাই রহস্যময়। সুন্দর লিখেছেন। ভালো থাকুন শুভ কামনা রইলো
ফয়জুল মহী
সুপাঠ্য, সুশোভন, শ্রুতিমধুর লেখা ।
আরজু মুক্তা
এখন রহস্যময় পৃথিবীতে আছি
সৈকত দে
মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম।
জিসান শা ইকরাম
কবিতা ভাল লেগেছে।
হালিম নজরুল
সুন্দর প্রয়াস