যেতে হলে সেথায় অনেক পথ পাড়ি দিতে হবে;
কিন্তু বৃষ্টিতো থামেনা, ছাতাও নেই হাতে।
আর কতক্ষন একলা নিরালায় দাঁড়িয়ে থাকা যায়, আর কতক্ষনই বা সূর্যের অপেক্ষায় করা যায়?
একেতো পথে কাঁদা, সেই সাথে নেই পথ চিনবার আলো! সকাল না সন্ধ্যা, দুপুর না রাত- কিছুই বোঝা যায় না। না দেখা যায় সূর্য না দেখা যায় চন্দ্র। হোক! তবুও এবেলায় সেথায় যেতে হবে। এতো হৃদয়ের টান!! দেখতে চাই- এতোদিন পরে কেউ আমাকে একটুও মনে রেখেছে কিনা….
১৩টি মন্তব্য
আবু খায়ের আনিছ
আপনি ত অনেক পুরুনো ব্লগার, লেখা পড়া হয়নি আপনার, আজকেই প্রথম। শুভেচ্ছা নিবেন, ফিরে আসুন আমাদের মাঝে।
আবু জাকারিয়া
হ্যা অনেকদিন আসা হয়না, ব্যস্ততার কারনে। বার বার ফিরে আসতে মন চায়।
আবু খায়ের আনিছ
ব্যস্ততা জীবনেরই একটা অংশ। চেষ্টা করুন হয়ে যাবে সব কিছু।
নীলাঞ্জনা নীলা
বহুদিন পর এলেন! কেমন আছেন?
তবে দেরী করে হলেও বেশ সুন্দর লেখা নিয়েই এলেন।
ভুলে যাওয়া কি যায়? কেউই ভুলেনি।
এভাবে অনুপস্থিত আর না হলে সকলেরই ভালো লাগবে।
আবু জাকারিয়া
সোনেলার কথা খুব মনে পড়ে, কিন্তু অনেকটা ব্যস্ততার কারনে আসা হয়না তেমন , তবে আপনাদের লেখা গুলো মাঝে মাঝে পড়া হয়। আমার কথা মনে আছে জানতে পেরে অনেক ভাল লাগল।
নীলাঞ্জনা নীলা
মনে থাকবে না কেন? আপনি আগে আমার লেখায় প্রায়ই মন্তব্য করতেন। তাই বেশী করেই মনে আছে। 🙂
শুন্য শুন্যালয়
শুধু হৃদয়ের টানে আলো অন্ধকার সব ভেদ করে ফিরে এলেন? বেশ করেছেন। মনে রেখেছি, শুধু নাম মনে রাখলেই কী সব মনে রাখা! সোনেলার জন্য আপনার টান দেখে ভালো লাগলো, ছোট করে বেশ সুন্দর লিখেছেন। সুস্বাগতম।
আবু জাকারিয়া
সবকিছুই যেন আগের মতই পেয়েছি, পেয়েছি শুন্য শুন্যালয় আপুকেও। যদিও কিঞ্চিৎ পরিবর্তনের ধারা এই সোনেলার জলসিঁড়ির ধারে। পেয়েছি নতুন কিছু মুখ। ভাল লাগল অনেক ভাল।
ইঞ্জা
সুন্দর লিখলেন ভাই।
আবু জাকারিয়া
অনেক ধন্যবাদ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অনেক দিন পরও তাও আবার অভিমান সুরে আপনি ভুলে গেলেও আমরা কিংবা সোনেলা ভুলেনি।আসুন ফিরে আবার -{@
আবু জাকারিয়া
হ্যা ফিরে আসতেই চাই। আসলেই সোনেলাকে ভূলে থাকা সম্ভব নয়।
মোঃ মজিবর রহমান
আপনার লেখা হ্রিদয়গম হল আপনি অগ্রজ
কে ভলে আপনারে। আসুন মনে বেস্ত সবায় আমরা।