যুদ্ধের গান

রকিব লিখন ২০ জানুয়ারি ২০১৫, মঙ্গলবার, ০৫:৩৬:১৩অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

রাত্রির নরক গুনি প্রহরে কখন আবার শুনবো বিজয় ধ্বনি
নোংরা রাজনীতি আর মূর্খদের শাসনে অশনি সংকেত শুনি
বিভ্রান্ত চোখে স্বপ্ন আসে আবলুসের মতো কালনিশির পথে
সাওতালি গান কৈর্বতের সুরে বাজবে না কী বাংলার নদে
কোথা ক্ষুদিরাম; কোথা সূর্যসেন; কোথায় সেই মতিউর
আমরা শুনছি নিরাশার ভৈরবী গান ডুবেছি অতল সুমুদ্দুর
তোমাদের পথে আবার ডাকো রুখে দাড়াক বাংলার দামাল
আমি হতে চাই দলছুট নিশাচর ঐ দুরন্ত দলের রাখাল
আমি দ্বিপ্রহর স্বপ্ন বুনি বাংলার আঁচলে দুঃখ কাব্য-গান
ওরে বাংলার দামাল দেখ ডাকছে শেখ মুজিবুর রহমান
নজরুল আবার বিদ্রোহের কবিতা ছড়াবে বাংলার মাঝে
অগ্নিবীণার সুরে সুরে আমরা সাজিবো যুদ্ধ সাজে
সুকান্ত আজ রহিবে না নিবর নিয়েছে খঞ্জর হাতে
মুক্তির নাদ শোন বাতাসে বলছে তারা আর্তনাদে
প্রতি মাটির কনা নিতে করেছি রক্তের প্লাবণ
তোমরা বসে সহ্য করছো নষ্ট বুর্জোয়ার শাসন

আমার জন্মের কলঙ্কের কথা বলি শোন দিয়া মন
জন্মের পরে পেলাম তিন বুর্জোয়া মানুয়ারের শাসন
কপালে তাদের দুর্নীতি আর জেলের দাগা স্পষ্ট
আমার জীবনের বসন্ত কোকিলের বুকে শুধু কষ্ট

আমার আত্মার ক্রন্দনের কথা লিখি তাই রক্ত দিয়ে
আবার যুদ্ধ হানবো আমি বাংলার দামাল নিয়ে।।

নিশি-০২.২২
তারিখ-জুলাই, ১১, ২০১৪।

৫৮৮জন ৫৮৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ