চলমান জীবনে পথ চলায় কিছুটা সময় নিয়ে ভেবে দেখবার অবকাশ হয়ে ওঠেনা বললেই চলে। ছোট বেলা থেকে শুনে এসেছি আমরা, মিতব্যয়ী হও,ভবিষ্যৎ সুন্দর গতিতে চলবে।
খুব হিসেব- নিকেশ করে চললেও দেখা যায় মিতব্যয়ী হওয়া সত্বেও অমিতব্যয়ীর খাতায় নাম। অবশ্য কারো কারো ক্ষেত্রে প্রযোজ্য।
তবে মহামারীর টানা এই সময়ে সাধারণ জীবন- যাপনের দৃশ্যপট পাল্টেও গিয়েছে।
নিরেট সত্যটি হচ্ছে-অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ্য জীবন লাভ করা বেশি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ্য জীবন যাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত।
আমাদের জীবনের নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়ঃ
ক) দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটি মোবাইল ফোনের ৭০% অব্যবহৃতই থেকে যায়।
খ) একটি মূল্যবান এবং দ্রুতগতি গাড়ির ৭০% গতির কোনো দরকারই হয় না।
গ) প্রাসাদতুল্য মহামূল্যবান অট্টালিকার ৭০% অংশে কেউ বসবাস করে না।
ঘ) কারো কারো এক আলমারি কাপড়-চোপড়ের বেশির ভাগ কোনদিনই পরা হয়ে উঠে না।
সারা জীবনের পরিশ্রম করে অর্থের ৭০% আসলে অপরের জন্যই। আপনার জমানো অর্থ যাদের জন্য রেখে যাবেন, বছরে একবারও আপনার কবরে যেয়ে প্রার্থনা করার সময় তাদের হবে না। এমনকি বেঁচে থাকতেই আপনার অর্থের প্রাচুর্যে বেড়ে ওঠা মানুষগুলো আপনাকে বৃদ্ধাশ্রমে ছুড়ে আসতে পারে। তাই বেঁচে থাকতেই ১০০% এর সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়।
করণীয় কী…??
১) অসুস্থ না হলেও মেডিকেল চেকআপ করুন।
২)৷ অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।
৩) মানুষকে ক্ষমা করে দিন।
৪) রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন, কেউ-ই রগচটা মানুষকে পছন্দ করে না। আড়ালে-আবডালে মাথা গরম/ পাগল বলে ডাকে।
৫) পিপাসার্ত না হলেও পানি পান করুন।
৬) সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়।
৭) যতই বয়স হোক আর ব্যস্ত থাকুন না কেন, জীবনসংগীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন, হোটেলে খাওয়াতে না পারলে বাদাম বা ঝালমুড়ি খান। আর তাকে বুঝতে দিন, সেই আপনার সবচেয়ে আপন। কারণ, আপনার সবরকম দুঃসময়ে সেই পাশে থাকে বা থাকবে।
৮) ক্ষমতাধর হলেও বিনয়ী হোন।
৯) সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে নিজের দেশকে এমনকি ভিন্নদেশকে দেখতে বেড়িয়ে পড়ুন। বা সাধ্য অনুযায়ী দেশের মধ্যেই এক স্থান থেকে অন্যস্থানে যেতে পারেন।
১০) ধনী না হলেও তৃপ্ত থাকুন।
নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।। কোরআন তেলাওয়াত ও ভোরে উঠে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন।।।
মা-বোনেরা পর্দা সহকারে চলাফেরা করি / করবেন। কেননা আপনার রেখে যাওয়া সম্পত্তি কোন কাজে আসবে না। আপনার ইসলামী জীবন ব্যবস্থা আপনার পরকালের জন্য ১০০% কাজ দিবে। ( মুসলিম নারী হিসাবে ইসলামী জীবন ব্যবস্থায় তাই বলে)
সৎ ও ভালোবাসার মিশ্রনের জীবন গড়ুন আপনি এর রেজাল্ট দুনিয়া ও আখেরাতে দুই জায়গায় পাবেন।
১১) মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। বৃষ্টিজলে বছরে একবার হলেও ভিজবেন। আর দিনে ১০ মিনিট হলেও শরীরে রোদ লাগাবেন।
১২) মহাব্যস্ত থাকলেও নিয়মিত ব্যায়াম করুন আর ৩০ মিনিট হাঁটুন। আর সৃষ্টিকর্তাকে নিয়মিত স্মরণ করুন।
১৩) সর্বদা হাসিখুশি থাকুন। সুযোগ পেলেই কৌতুক পড়বেন, পরিবারের সবার সঙ্গে মজার ঘটনাগুলো শেয়ার করবেন। মাঝে মাঝে প্রাণবন্ত ভাবে হাসবেন।
আন্তরিক ধন্যবাদ , সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন। বর্তমান মহামারী করাল গ্রাস থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজতে রাখেন এই শুভ কামনা করছি।
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
১) বড় লোকদের জন্য। অনেকে দিনে এনে দিনে খায়।
২) করোনায় সব লণ্ডভণ্ড করে দিয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশী দায়িত্বশীল লোকের সংসার চালাতে চিন্তা আসবেই।
বাকি সব মানতে এবং মানাতে একমত।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল ও সুস্থ থাকো অফুরান শুভ কামনা সব সময়।
মোঃ মজিবর রহমান
সুন্দর উপস্থাপন আপনার। অনেক অনেক প্রিয় কথা বলে গেলেন নির্দিধায়। আসলে আমরা মুসলিম আর অন্য ধর্ম পালনকারীর নিকট আমার আবদার নিজ নিজ ধর্ম যথাযথ মানুন জীবন সুন্দর ও সুস্থময় হবে, ইনশা আল্লাহ।
উর্বশী
মোঃ মজিবর রহমান ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।
মোঃ মজিবর রহমান
আল্লাহর অশেষ রহমত এ সবাই ভালো থাকি সুস্থ থাকি। আমিন
উর্বশী
মোঃ মজিবর রহমান ভাইয়া ।
শুকরিয়া,
মোঃ মজিবর রহমান
শুভ ব্লগিং।
মনির হোসেন মমি
সুন্দর জীবন যাপনের জন্য উপদেশমুলক পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপু।
সত্যি বলতে দুদিনের দুনিয়ায় বেচে থাকাটাই মুখ্য হওয়া উচিত।শুধু অর্থের পিছনে না ঘুরে জীবনকে জীবনের মত করে উপভোগ করাই শ্রেয়।
উর্বশী
মনির হোসেন মমি ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল ও সুস্থ থাকুন।অফুরান শুভকামনা সব সময়।
মনির হোসেন মমি
শুভ ব্লগিং।।
আলমগীর সরকার লিটন
সুন্দর তবুও কোথায় জানি রাগ অভিমান লুকে থাকে থামন যায় না
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাই,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।
হালিমা আক্তার
নিরেট সত্য কথা। মাঝে মাঝে একটু রাগ না হলে কমে না, অন্ত জালা। চমৎকার পোস্ট। জীবনে মেনে চলতে পারলে খুবই ভালো। শুভ কামনা রইলো।
উর্বশী
হালিমা আক্তার আপা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সহমত পোষণ করছি। ভাল ও সুস্থ থাকুন অফুরান শুভ কামনা সব সময়।