:এই যে,
-হুম
:কি করেন???
-সিগারেট ফুকি।
:এই রাতে??শরির খারাপ করবে যে
-মধ্যরাতে শরির খারাপ করে না।মন খারাপ করে।
:উফফ আপনি খারাপ।
-ভাল কবে বলেছি???
:চা খাচ্ছি,খাবেন??
-হুম ইচ্ছে করছে খেতে।কিন্তু বাসায় চিনি নেই যে।
:ইশশ অভাগা।
-আমি বেচাড়া,অভাগা নই।অভাগা হয় যাদের পাশে রাত জাগার কেউ থাকে না।
:আপনার পাশে রাত জাগার কেউ আছে বুঝি??কে সে??দেখতে কেমন??
-আছে তো।আপনি যেমন।
:এহহহহহহ।আমি তো একাই রাত জাগি।
-জানেন এক এক যোগ করলে দুই হয়।ছোট বেলায় পড়েননি বুঝি??
:পড়েছি।আচ্ছা চলেন মেনে নিলাম।চাঁদ দেখেছেন??
-আমি চাঁদ দেখি না,চাঁদের আলো গায়ে মাখি।
:ভাবুক কবি।
-যা ইচ্ছে তা বলতে পারেন।
:ঘুমতে গেলাম।আপনি যাবেন না??
-আমি ঘুমিয়ে পড়লে রাত যে একা হয়ে যাবে।আপনি ঘুমান।শুনেছি ঘুমন্ত সময় মানুষকে সবচেয়ে বেশি সুন্দর লাগে।
:হা হা হা হা হা।।যাই তবে?
-সাবধানে থাকবেন।টেইক কেয়ার।
১৪টি মন্তব্য
প্রহেলিকা
শুভ রাত্রি
নীল রঙ
:p
মানিক পাগলা
(y)
নীল রঙ
-{@
জিসান শা ইকরাম
-আমি ঘুমিয়ে পড়লে রাত
যে একা হয়ে যাবে। – বাহ! দারুন কথা।
নীল রঙ
ধন্যবাদ 🙂
রিমি রুম্মান
ঘুম তো মনে হয় ভাঙ্গার সময় হয়ে এলো… :T
নীল রঙ
তারটা কখন ভাঙ্গবে জানি না।আমারটা মাত্র ভেঙ্গেছে :p
ছাইরাছ হেলাল
ডেকে তুলব কখন ?
নীল রঙ
কিছু মানুষ ঘুমাক না,ঘুম ভাঙ্গানোর দরকার কি??
স্বর্গের মেঘ পরী
ঘুম ভাঙ্গেনী এখনো ?
নীল রঙ
আমারটা মাত্র ভেঙ্গেছে।সে হয়ত ঘুমিয়ে এখন। 🙂
শুন্য শুন্যালয়
শুভ সকাল. সাবধানে থাকবেন,আপনার অবস্থা ভালো মনে হচ্ছেনা .. 🙂
নীল রঙ
হা হা হা হা হা।হুম সাবধানে থাকবো। 🙂