একই পাতা ঝরে যায় বারবার, একই আক্ষেপে হয় হৃদয়
পুড়ে ছাই! এ এক অচিকিৎস্য ব্যাধি, রক্তফোয়ারা বইয়ে
দেয় অস্তিত্বজুড়ে সমস্ত। জানি, যাচ্ছ চলে অদূরেরই কোন
একদিন; ভীষণ তাড়া তোমার, যেতেই হবে, যাও তবে
ভালোবাসা, দ্যাখো হৃদয় পেতে রেখেছি যাবে বলেই তুমি
যাও ঈপ্সিত লক্ষ্যে তোমার, যাও, খানিক কষ্টও হবেনা পথে…
যাও ভালোবাসা, যাও, যাও তোমার স্বপ্ন ছায়ানো দ্বীপে, যাও
স্বপ্ন সাধ বিনির্মাণে সমস্ত। যতটুকু ভালোবেসেছো অতটুকু
আঁকড়ে রেখেই আমি নাহয় কাটিয়ে দেবো এ জীবন আমার!
১৪টি মন্তব্য
শিশির কনা
ভালোবাসাকে তাড়িয়ে দিচ্ছেন কেনো ? এতো আশির্বাদ মানব জীবনে। কবিতা ভালো লেগেছে ভাইয়া ।
মর্তুজা হাসান সৈকত
কেউ কী তার ভালোবাসাকে তাড়িয়ে দিতে চায়? কখনো কখনো এমন পরিস্থিতির সম্মুখে মানুষ দাঁড়ায় এসে যখন বাস্তবতাকে চাইলেও নিয়ন্ত্রণ করতে পারেনা সে। ধন্যবাদ পাঠপ্রতিক্রিয়ায়।
জিসান শা ইকরাম
এত টুকু ভালোবাসায় আমার কিন্তু চলবে না
আমার আরো বেশি চাই —
বরাবরের মতই ভালো কবিতা -{@
মর্তুজা হাসান সৈকত
হি হি হি। সময় পেলেই এখন থেকে সোনেলায় চলে আসবো ভাইয়া। যাবতীয় ব্যস্ততাকে বিদায় জানিয়েছি অলরেডি। 🙂
ছাইরাছ হেলাল
জীবনকে দেখছি সস্তা বানিয়ে ফেলছেন ।
যাক না চলে যে যাবার ।
আপনি সব সময়ই ভাল লেখেন ।
মর্তুজা হাসান সৈকত
জীবনকে আমি সস্তা বলতে পারিনা ভাই। জীবনের কোনো কিছুকেই কখনো সস্তা ভাবতে পারিনা আমি। জীবনের প্রতিটি অধ্যায়ই অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ পাঠ প্রতিক্রিয়ায়।
মিথুন
বেশ ভালো লাগলো কবিতাটি।।
মর্তুজা হাসান সৈকত
সিক্ত হলাম আপনার ভালোলাগায়। ভালো থাকুন…
শুন্য শুন্যালয়
আপনার কবিতায় এই বিরাম চিহ্নের ব্যবহার আমার খুব পছন্দ হয় …
ভালো লাগা কবিতায়… -{@
মর্তুজা হাসান সৈকত
অনেক সময় নিয়েই কিন্তু সাজাই কবিতাগুলোকে আমি। ভালো থাকুন…
নীলকন্ঠ জয়
বরাবরের মতই অনেক ভালো লিখেছেন।
কবিতায় অনেক ভালো লাগা। (y)
মর্তুজা হাসান সৈকত
ধন্যবাদ জয়। ভালো থাকুন সতত…
খসড়া
কোন দিকে যাবে?
মর্তুজা হাসান সৈকত
বিয়েটা করতে! কিন্তু যেতে হবেনা এখন!! বিয়েটা করছি আমিই!!! 🙂 🙂