যাও ভালোবাসা, যাও…

মর্তুজা হাসান সৈকত ২০ নভেম্বর ২০১৩, বুধবার, ০৭:৩৪:০৭অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৪ মন্তব্য

একই পাতা ঝরে যায় বারবার, একই আক্ষেপে হয় হৃদয়
পুড়ে ছাই! এ এক অচিকিৎস্য ব্যাধি, রক্তফোয়ারা বইয়ে
দেয় অস্তিত্বজুড়ে সমস্ত। জানি, যাচ্ছ চলে অদূরেরই কোন
একদিন; ভীষণ তাড়া তোমার, যেতেই হবে, যাও তবে
ভালোবাসা, দ্যাখো হৃদয় পেতে রেখেছি যাবে বলেই তুমি
যাও ঈপ্সিত লক্ষ্যে তোমার, যাও, খানিক কষ্টও হবেনা পথে…

যাও ভালোবাসা, যাও, যাও তোমার স্বপ্ন ছায়ানো দ্বীপে, যাও
স্বপ্ন সাধ বিনির্মাণে সমস্ত। যতটুকু ভালোবেসেছো অতটুকু
আঁকড়ে রেখেই আমি নাহয় কাটিয়ে দেবো এ জীবন আমার!

৫৬৫জন ৫৬৫জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ