যখন ছিল
তখন ছিলাম না
যখন ছিল না
তখন ছিলাম।
যখন চেয়েছি
তখন পাইনি
যখন পেয়েছি
তখন চাইনি।
যখন ভূল করেছি
তখন বুঝিনি
যখন বুঝেছি
তখন ভূল আর করিনি।
যখন প্রয়োজন ছিল
তখন আসেনি
যখন অপ্রয়োজন
তখন তাড়াতে পারিনি।
যখন আমি নিশ্চুপ
তখন চারদিকে সরগোল উঠে
যখন আমি বজ্র কণ্ঠি
তখন সব নিশ্চুপ দেখি।
যখন আমি জীবন্ত
তখন কেউ ভালবাসেনি
যখন আমি মৃত
তখন আমার ভক্ত আশেকান
হাজারো।
যখন অঘটন ঘটে
তখন কেউ কিছুই দেখেন না
যখন অঘটন ঘটে যায়
তখন ভাব দেখানো লোকের
অভাব হয় না।
যখন কাউকে কিছু দিবে
তখন উজাড় করেই দিবে
যখন উজাড় করে দিবে
তখন প্রতিদান নাহি
চাইবে।
যখন বিপদ দেখবে
তখন সাহস নিয়ে রুখবে
যখন রুখবে,
তখন মনোবল আরো বাড়বে।
যখন কাউকে মন দিবে
তখন ভাবনার গভীরে ভাববে
যখন ভেবে শুরু করবে
তখন বিপদে নাহি পড়বে।
যখন কেউ কিছু বলবে
তখন কেবলি শুনবে
যখন মন দিয়ে শুনবে
তখন তোমার জ্ঞান ,
বাড়বে।
যখন তুমি ছিলে শিশু
তখন ছিলে যীষু
যখন ছিলে যীষু
তখন পাপ ছিল না
কিছু।
যখন তোমার বয়স আঠারো
তখন তুমি যৌবনে পোয়াবারো
যখন জীবন যৌবনে
তখন যে কাজই করবে,
অতি সাবধানে।
যখন তোমার চোখে লজ্জা আসে
তখন চোখ দুটো ফিরিয়ে নাও
যখন চোখ দুটো ফিরিয়ে নিবে
তখন খারাপ কোন কিছুই নাহি
দেখবে।
যখন শুরু করবে
তখন শেষ করবে
যখন শেষ করবে
তখন জীবন স্বার্থক
হবে।
যখন কোন কাজ শুরু করবে
তখন স্রষ্টার নাম যপবে
যখন প্রতিদমে স্রষ্টাকে স্বরণ
করবে,
তখন দেখবে কঠিন কাজ কত
সহজে হবে।
যখন পাপ করবে
তখন ভেবো না কেউ নাহি
দেখবে,
যখন মনঃস্থির করবে
তখন হতেই স্রষ্টা জানবে।
ছবি:মমি
৩৫টি মন্তব্য
নীলাঞ্জনা নীলা
ভালো লেগেছে। (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ দিদি।
মোঃ মজিবর রহমান
হুম!
(y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@
মরুভূমির জলদস্যু
যখন ভূল লিখি
তখন ভুল হয়।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম যখন লিখি তখন দেখি। -{@
সিকদার
ভেজাল কবতে । মাথা আউলাইয়া গেছে । -{@
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ঠিক বুঝতে পারলাম না ভাইয়া।ধন্যবাদ। -{@
মেহেরী তাজ
আপনি যখন লেখেন তখন ভালো লাগে
আর না লেখলে আপনার অভাব থাকে….
ভালো লেগেছে ভাইয়া।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ তাজঁ আপু।
সঞ্জয় কুমার
ভাল লাগলো
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ সঞ্চয় দা।
লীলাবতী
যখন আমি সোনেলায়,তখন মনির ভাইয়া সোনেলায় থাকেন না 🙂 ভাল লেগেছে (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ঠিক তাই বিপরীত -{@
অনিকেত নন্দিনী
যখন তখনের গোলেমালে সব তো আউলায়ে গেলো। যাক, পুরাপুরি আউলানোর আগে বলে যাই যখন তখন ভালো লেগেছে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সুন্দর মন্তব্যের জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ। -{@
জিসান শা ইকরাম
ছবিটার দিকে অনেকক্ষন তাকিয়ে থাকলে মাথা ঘুরায় কেন ?
যখন তখন ভালো হৈসে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ছবিটা আমার মোবাইলে তুলা এক কলিগের।ধন্যবাদ।
ব্লগার সজীব
যখন তখন সোনেলায় আসি আর যাই 🙂 ভাল লেগেছে খুব।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম ধন্যবাদ -{@ (3
রিমি রুম্মান
যখন আর তখন নিয়ে চমৎকার লেখা পড়লাম এই প্রথম। শুভকামনা রইলো যখন তখন 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ দিদি রিমি -{@
রাসেল হাসান
ভালো হয়েছে।
স্বপ্ন
ভালো লেগেছে,আপনি যখন সোনেলায় আসবেন তখন আমার মন্তব্যের জবাব দিয়েন :D)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আমি রেডি যখন তখন ধন্যবাদ স্বপ্ন -{@
খেয়ালী মেয়ে
যখন লেখাটা সোনেলায় পোস্ট করলেন তখন লেখাটা পড়ে সবার ভালো লাগলো–তারমানে আপনার যখন তখন এক্কেবারে হিট (y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম যখন তখন ধন্যবাদ। -{@
শুন্য শুন্যালয়
ছবিটা দেখে আমার মাথাও ঘুরছে। লেখা পড়ে আরো ঘুরছে। লেখাটির নাম আপসাইড ডাউন হইলে কেমন হয়? ভাল্লাগছে খুব ভাইয়া। কিছু চিন্তা করতেই ভয় পাই, স্রস্টা সব বোঝে কিন্তু কিছুই করেনা 🙁
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ আপু ছবিটা সবার মন কেড়েছে বলে আমি ছবি তুলে ধন্য। -{@
ছাইরাছ হেলাল
স্রষ্টাকে এড়িয়ে আমরা যেতে পারব না।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ হেলাল ভাইয়া, সহমত -{@
অরুনি মায়া
যখন এটা লিখেছিলেন তখন আমি ছিলাম না।
এখন যখন আমি দেখলাম তখন অনেক কিছু জানতে পারলাম,,,,,
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ দিদি মণি -{@
অরুনি মায়া
ভাইয়া আমি কিন্তু মুসলিম 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ওহ্ সরি আপু, ধন্যবাদ সরল উক্তির জন্য -{@