ক্ষুদে মুক্তিযোদ্ধা
জাতির ভবিষৎ প্রজন্ম
বাংলার আকাশঁ জমিন রাখিব
শত্রুমুক্ত।
আমি মুগ্ধ,আমি উৎফুল্লহ!
আমি কৃতজ্ঞ স্রষ্টার কাছে
যিনি আমাকে পৃথিবীর এত মায়াবী রূপ
দেখিতে,
দুটো চক্ষু দিয়াছেন।
জীবনে কখনও কালো মেঘের উকিঁ
কখনও সূখের সমুদ্রে নির্মল হাসি
কখনও বা বেচে থাকার তাগিদে
বাস্তবতার কাছে নিজেকে
আত্ত্বসর্মপর্ণ করা।
স্ক্রেচিং অতপর স্ন্যাপ
প্রতিবিম্ভ
কালার ফুল লাইফ
প্রকৃতি যেন জীবনের সাক্ষী
কারুশিল্প
মেঘাছন্ন শীতলক্ষ্যা
রাতের পরিবেশ
আগুন লাগা কৃষ্ণচূড়াঁ
মান অভিমানে আছি পাশাপাশি
পাশের বাড়ীর বিড়ালটি
অদ্ভুদ তার চাল চলন
কখনও ছোট শিশুর মতন
স্নেহ পরশের ছোয়াঁ পেতে
অযথাই শরীরে জিহবা লাগায়
কখনও বা সদা প্রস্তুত ঘর রক্ষায়
তবে,
দুধ দেখলেই জিবে জল তার এসে যায়।
তবু সে তীক্ষ্ন দৃষ্টিতে তাকিয়ে
প্রভূ ভক্ত কুকুর সে
নাম আর কর্মের বিশ্লেষনে
বিস্তর ফারাক
মানুষ বেঈমান হলেও
কুকুর তা নয়।
এ কোন প্রানী
রাতের এপার্টম্যান্ট
প্রচ্ছদ
নীল জোৎস্না
বন্ধু মরহুম বাশার
কিছু দিন আগেও সে ছিল
পৃথিবীতে,
আমাদের সবার মাঝে
আজ সে নেই
রয়ে গেছে তার কৃর্তি।
বিদায়ের ঠিক কিছুক্ষণ পূর্বে
এমনি ভাবে দাদীর সাথে ক্যামেরায়
ধরা পড়ে ছেলে মুহিন
হয়তো বড় হয়ে সে আর
মনে করতে পারবেনা প্রিয়
এই চিরচেনা মানুষটির কথা।
-{@ -{@ -{@ -{@ -{@ -{@
সবাইকে ধন্যবাদ
উৎসর্গ:সোনেলার প্রিয় ব্লগারদের।
৬টি মন্তব্য
ব্লগার সজীব
ভালো লেগেছে মনির ভাই। আপনার মায়ের প্রতি গভীর শ্রদ্ধা।
বানান গুলো যদি একবার দেখতেন।বেশ কিছু ভুল আছে।সম্ভবত ব্যস্ততার কারনে খেয়াল করেন নি।
ছাইরাছ হেলাল
আপনার মায়ের প্রতি শ্রদ্ধা রইল।
ছবি দেখলাম।
লীলাবতী
কালারফুল লাইফ সবচেয়ে ভালো লেগেছে।আপনার মা জান্নাত লাভ করুন,আমিন।
স্বপ্ন নীলা
মাকে শ্রদ্ধা—
প্রতিটি ছবি আর বর্ণনায় মুগ্ধ হয়ে গেলাম
আগে যেমন খুশি তেমন সাজতে অনেকে এমন সৃজনশীল সাজ দিত– এখনো কি দেয়- খুব জানতে ইচ্ছে করে——মুক্তিযুদ্ধকে সামনে আনার একটা সুন্দর প্রয়াস—শিশুরা জানতে পারে মুক্তিযুদ্ধকে–মুক্তিযোদ্ধাদের —
শুভকামনা রইল
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এখনও বিজয় দিবসে শিশুরা যেমন খুশি তেমন সাজো করে থাকে তবে স্হান ভেদে হয়।ধন্যবাদ আপনাকে -{@
খসড়া
বাহ চমৎকার।